নারীর ক্ষমতায়ন নারীকে যতটা স্বাধীনতা দিয়েছে,বিশ্বকে এগিয়ে নিচ্ছে ঠিক ততটাই জগত সংসারে অশান্তি নিয়ে এসেছে,পারিবারিক শান্তি বিনিষ্ট হচ্ছে।
আজ ২৪ অক্টোবর ২০১৫। আমি বলে রাখলাম, সেদিন খুব বেশি দূরে নেই যেদিন পরিবারে সুখ-শান্তি বলে কিছু থাকবে না।পৃথিবী ফিরে যাবে বর্বর,অশান্তি ও বিশৃংখলার যুগে।
আমাকে নারী বিদ্বেষী ভাববেন না।এটাই সত্য হবে।কারণ,
"এক বন্দুকে দু'জন শিকারি কখনো একই হরিণকে একসাথে শিকার করতে পারে না।হয় বন্দুক হাত বদল করতে হয় নতুবা দু'টি বন্দুক দুজনের হাতে থাকতে হয়।কিন্তু দু'টি বন্দুক দুজনের হাতে হলেও শিকার যখন একটিই তখন শিকারের কৃতিত্বটা কার, তা নির্ণয় করতে গেলেই বাঁধে বিশৃংখলা।আর এ বিশৃংখলাই জন্ম দেয় অশান্তির।"
আমাকে নারী বিদ্বেষী ভাববেন না।এটাই সত্য হবে।কারণ,
"এক বন্দুকে দু'জন শিকারি কখনো একই হরিণকে একসাথে শিকার করতে পারে না।হয় বন্দুক হাত বদল করতে হয় নতুবা দু'টি বন্দুক দুজনের হাতে থাকতে হয়।কিন্তু দু'টি বন্দুক দুজনের হাতে হলেও শিকার যখন একটিই তখন শিকারের কৃতিত্বটা কার, তা নির্ণয় করতে গেলেই বাঁধে বিশৃংখলা।আর এ বিশৃংখলাই জন্ম দেয় অশান্তির।"
রবি ঠাকুরের কথা খুব মনে পড়ছে।বিংশ শতাব্দীর প্রথমার্ধে তিনি যে কথা উপলব্ধি করেছিলেন,যে চিরন্তন বাণী লিখে গিয়েছেন, আজ একবিংশ শতাব্দীর প্রথম দশকের মধ্যেই আমরা তার আঁচ পাচ্ছি খুব ভালভাবেই । আগামী শতাব্দী তে একথার প্রমাণ পাবে গোটা বিশ্ব।কিংবা তার অনেক আগেই।।
#নারীর ক্ষমতায়ন ভয়ংকর।
#নারীর ক্ষমতায়ন ভয়ংকর।
#নীলকান্ত