★★বেকার স্কেল চাইঃ★★
সরকারি চাকুরীদের আম-দুধ লেগে গেছে। বেতন স্কেল ধাম করে ডাবলের চেয়েও বেশি! আর তাই দেখে ম্যানুফ্যাকচার কম্পানি গুলোও খুশি। বিজনেস প্লান নতুন করে সাজাচ্ছে,সরকারি দের জন্য।
বেসরকারি চাকুরী জীবিরা এই ভেবে শান্তনা খুঁজছে যে, তাদের বেতনও প্রয়োজনের তাগিদেই বাড়ানো হবে।আর তা না হলে কর্ম বিরতি, ধর্মঘট, আন্দোলন তো আছেই!!
বেসরকারি চাকুরী জীবিরা এই ভেবে শান্তনা খুঁজছে যে, তাদের বেতনও প্রয়োজনের তাগিদেই বাড়ানো হবে।আর তা না হলে কর্ম বিরতি, ধর্মঘট, আন্দোলন তো আছেই!!
কিন্তু বেতন বাড়াবাড়ির মাইনক্যা চিপায় ফাইসা গেছে আপামর শিক্ষিত বেকার জনগন,আমার মত। যাদের বাবা দিন মজুর,কিংবা কৃষক শ্রেনীর অন্তর্ভুক্ত।
যদি দ্রব্য মূল্য বেড়ে যায়,যাতায়াত ভাড়া দিগুন হয় বেতন দিগুনের সাথে সাথে, তখন কৃষক বাবাকে কি করে বুঝাবো,
"বাপ, সব খরচ বেড়ে গেছে।আমার পড়াশোনার জন্যও যে এবার মাসিক খরচ বাড়াতে হবে! "
"বাপ, সব খরচ বেড়ে গেছে।আমার পড়াশোনার জন্যও যে এবার মাসিক খরচ বাড়াতে হবে! "
আমার কথা শোনার পর
সেই মুহুর্তে আমার বাবার মুখটা কল্পনা করে আমার লেখাপড়ার সাধ অর্ধেক উবে গেছে।
টিউশানির যে পয়সায় এতদিন কোন মত দিন কেটে যেত,সে সময় এখন শেষ। এবার ডায়েট কন্ট্রোল করতে হবে।
সেই মুহুর্তে আমার বাবার মুখটা কল্পনা করে আমার লেখাপড়ার সাধ অর্ধেক উবে গেছে।
টিউশানির যে পয়সায় এতদিন কোন মত দিন কেটে যেত,সে সময় এখন শেষ। এবার ডায়েট কন্ট্রোল করতে হবে।
#যাই হোক, কথা তা না।যে কথাটা বলতে চাই তা হলো,
মেসে মেসে আন্দোলন গড়ে তোলেন,হোস্টেলে হোস্টেলে সংগ্রাম পরিষদ গড়ে তোলেন,
আপনার ছেড়া স্যান্ডেল, ক্ষয়ে যাওয়া জুতা নিয়ে রাস্তায় নেমে আসেন। আমাদের দাবি মানতে হবে।
মেসে মেসে আন্দোলন গড়ে তোলেন,হোস্টেলে হোস্টেলে সংগ্রাম পরিষদ গড়ে তোলেন,
আপনার ছেড়া স্যান্ডেল, ক্ষয়ে যাওয়া জুতা নিয়ে রাস্তায় নেমে আসেন। আমাদের দাবি মানতে হবে।
এবারের আন্দোলন বেকার স্কেলের আন্দোলন, এবারের আন্দোলন বেকার দের অধিকার আদায়ের আন্দোলন।
সরকারি চাকুরী দের পাশা পাশি বেকারদেরও বেকার ভাতা দিতে হবে,
আরে ভাই, নচেৎ চলবো কেমন করে!!! না খেয়ে মারা যাব যে!!!
সরকারি চাকুরী দের পাশা পাশি বেকারদেরও বেকার ভাতা দিতে হবে,
আরে ভাই, নচেৎ চলবো কেমন করে!!! না খেয়ে মারা যাব যে!!!
তাং ২৩/১২/২০১৪
ফেসবুক পোষ্ট
ফেসবুক পোষ্ট