তুমি এই বুকে মাথা রেখে শুয়ে থাক,
চুপটি করে,
ঘাপটি মেরে।
একটু উষ্ণতা না হয় ছড়িয়ে পরুক,
কামনার লোফারটা না হয় জেগেই উঠুক,
বীর্যের বর্ষনে না হয় জন্মাক আরো কিছু
সফেদ চারাগাছ।
চুপটি করে,
ঘাপটি মেরে।
একটু উষ্ণতা না হয় ছড়িয়ে পরুক,
কামনার লোফারটা না হয় জেগেই উঠুক,
বীর্যের বর্ষনে না হয় জন্মাক আরো কিছু
সফেদ চারাগাছ।
শরীরে কাপড়ের বেষ্টনী টা,
বারবার খুলে পড়া কানের দুল,
খুলে ফেলো,
এলোমেলো চুলগুলো বেধে রাখ
শক্ত করে।
তারপর, এই বুকে মাথা রাখ,
ঊষ্ণ জলপ্রবাহ গতিপথ পাল্টে ফেলুক,
লাগাতার দন্ডাঘাতে।
উষ্ণ লাভাগুলো না হয় ভিজিয়ে দিক
তোমার তপ্তমরু অঞ্চল
ছিড়িৎ ছিড়িৎ বৃষ্টিপাতে।
বারবার খুলে পড়া কানের দুল,
খুলে ফেলো,
এলোমেলো চুলগুলো বেধে রাখ
শক্ত করে।
তারপর, এই বুকে মাথা রাখ,
ঊষ্ণ জলপ্রবাহ গতিপথ পাল্টে ফেলুক,
লাগাতার দন্ডাঘাতে।
উষ্ণ লাভাগুলো না হয় ভিজিয়ে দিক
তোমার তপ্তমরু অঞ্চল
ছিড়িৎ ছিড়িৎ বৃষ্টিপাতে।
Nilkanto( নীলকান্ত)