"আজ আমার ভালোবাসাকে তুমি অবহেলা করছো।পদতলে দলে ভাবছো, এইটাই ঠিক!
কিন্তু দেখো , আমার এই ভালোবাসা তোমার কাছে বারবার অবহেলিত হয়ে যেন চিরতরে হারিয়ে না যায়! একবার অন্তত এটা মনে রেখ, কখনো কখনো খুব বেশি যাকে ভালোবাসা যায় তার নিকট হতে পাওয়া ছোট্ট ছোট্ট অবহেলা একসময় অনেক বড় ব্যাথার প্রতিবন্ধকতা তৈরি করে, যা শত চেষ্টা করলেও আর পূর্বাবস্থায় ফিরে যায় না।
কিন্তু দেখো , আমার এই ভালোবাসা তোমার কাছে বারবার অবহেলিত হয়ে যেন চিরতরে হারিয়ে না যায়! একবার অন্তত এটা মনে রেখ, কখনো কখনো খুব বেশি যাকে ভালোবাসা যায় তার নিকট হতে পাওয়া ছোট্ট ছোট্ট অবহেলা একসময় অনেক বড় ব্যাথার প্রতিবন্ধকতা তৈরি করে, যা শত চেষ্টা করলেও আর পূর্বাবস্থায় ফিরে যায় না।
আজ হয়ত তোমার এটা মনে হচ্ছে যে, আমিই ঠিক।কিন্তু একদিন তুমিই বুঝবে তুমি কতটা ভুল ছিলে!
সেদিন হয়ত সময় থাকবে না।সেদিন হয়ত আমারই দোষ খুঁজবে কিন্তু নিজের আজকের কথা গুলো মনে রাখবে না।
সেদিন হয়ত সময় থাকবে না।সেদিন হয়ত আমারই দোষ খুঁজবে কিন্তু নিজের আজকের কথা গুলো মনে রাখবে না।
আমি চাই না তা হোক।
ইতি
অবহেলার পাত্র
তাং জানু ৫,২০১৫
#নীলকান্ত
অবহেলার পাত্র
তাং জানু ৫,২০১৫
#নীলকান্ত
Sent from my Symphony