:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

  • ৮:৩০:০০ PM
জরিপের গল্পঃ(অনুভূতি)
"আমাগেরে কাছোত কেউ আহে না,শীতোত বাইচলেই কি আর মইরলেই কি।"
"ইখেনে কিবা কইরা যে থাকি! তার উপরে হরতাল, অবরোধ এর জন্যি আপনের কাকাও কামে যাইবের পারিচ্ছে না।"
অনেক কষ্ট নিয়ে আবেগভরা গলায় কথাটি বললেন এখানে বাস করা এক অসহায় মহিলা।
নাম মহিরুন বিবি।বয়স আনুমানিক ৫০/৫৫। একটা ছেড়া শাড়ি পড়া আর গায়ে ছেড়া ফাড়া এক পাতলা চাদর গায়ে কনকনে শীতের সকালে বগুড়া রেলওয়ে স্টেশন এর রেললাইন এর পাশ থেকে গবর খুটছিলেন।বেশ কিছুক্ষন সময় নিয়ে তার নাম ধাম লিখলাম। উদ্দ্যেশ্য বগুড়া রেলওয়ে তে শীতবস্ত্র বিতরনের দিন যেন তিনিও একটা পান। লেখা শেষ হতেই তিনি উঠে দাড়ালেন।
তারপর কথা বলতে বলতে ফিরে গেলেন আপন কাজে।
আর আমি ফিরে গেলাম সেই সব ঝুপড়ি গুলোর কাছে।একে একে ১৪ টা ঝুপড়ি থেকে তাদের নাম পরিচয় ইত্যাদি লিখে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম,
"হে বিধাতা, তুমি আমাদের সেই সামর্থ্য দাও যেন আমরা এই অসহায় মানুষের পাশে দাড়াতে পারি।"
পাশেই আরেক পাগল বসে বসে কি যেন দেখছিল আপন মনে।কাছে যাবার চেষ্টা করতেই কেমন যেন করে উঠলেন। তাই দূরে থেকেই তার ছবি নিলাম।
মনের মধ্যে একটা চাপা কষ্ট অনুভব করলাম।কিছু করতে না পারার,নিজের অপারগতার।
জানিনা,
বিধাতা আমার কথা শুনেছেন কিনা! কিন্তু আপনারা শুনছেন নিশ্চয়ই।
তাই যদি পারেন তবে আমাদের কাছে আপনার সহযোগিতার হাত বাড়ান।আমরা আপনার সহযোগিতা যথাযথ মানুষের কাছে পৌঁছে দেব। অথবা আপনি নিজেই এগিয়ে জান তাদের কাছে।অন্তত একটি শীতবস্ত্র দিয়ে তাদের সহযোগিতা করুন।
আমরা একা কিছুই করতে পারবো না।আমরা জানি,দশের লাঠি একের বোঝা।তাই প্লিজ এগিয়ে আসুন তাদের পাশে।।
[বগুড়া রেলওয়ে স্টেশনে অসহায়, দরিদ্র শীতার্তদের জরিপ কালে SAVA BD এর একজন Volunteer এর অনুভুতি ]
#SAVA_BD( www.fb.com/sava.org)
লেখাঃ নীলকান্ত
Writer information NILKANTO