স্বাধীনতা তুমি আর কত দূর!
আর কত জীবন গেলে শান্তি পাবে?
আর কত রক্ত পেলে তোমার মিটবে পিপাসা ??
আর কত ছোট্ট খুকির ঝলসানো
শৈশব দিয়ে ক্ষান্ত হবে?
স্বাধীনতা,
আর কত মানুষ মরলে তুমি আসবে কাছে??
আর কত বছর পেরুলে তুমি বৃদ্ধ হবে?
আর কত দিনমজুরের খাবার কাড়লে
তোমার মিটবে ক্ষুধা ?
আর কত জীবন গেলে তুমি শান্তি পাবে!!!!
আর কত জীবন গেলে শান্তি পাবে?
আর কত রক্ত পেলে তোমার মিটবে পিপাসা ??
আর কত ছোট্ট খুকির ঝলসানো
শৈশব দিয়ে ক্ষান্ত হবে?
স্বাধীনতা,
আর কত মানুষ মরলে তুমি আসবে কাছে??
আর কত বছর পেরুলে তুমি বৃদ্ধ হবে?
আর কত দিনমজুরের খাবার কাড়লে
তোমার মিটবে ক্ষুধা ?
আর কত জীবন গেলে তুমি শান্তি পাবে!!!!
(এমন স্বাধীন দেশের স্বপ্ন দেখেই কি তারা যুদ্ধে গিয়েছিল? যে দেশে ক্ষমতার জন্য কেউ হাত রক্তাক্ত করতে কুন্ঠিত হয়না, কিংবা ক্ষমতার লালসায় কেউ রক্তের মিছিল করে??
এমন একটা দেশের জন্য? এরকম এক স্বাধীনতার জন্য কি তারা প্রাণ দিয়েছিলো???)
#ঞ্জল
এমন একটা দেশের জন্য? এরকম এক স্বাধীনতার জন্য কি তারা প্রাণ দিয়েছিলো???)
#ঞ্জল