বেঁচে থাকতে আমরা যাকে প্রানাধিক ভালোবাসি, ঠিক কবরে শুইয়ে দিয়েই তাকে বেমালুম ভুলে যাই।
আজ সত্যি একটা উপলব্ধি হলো, আর তা হচ্ছে," বেঁচে থাকাটাই একটা মিরাকল,কিন্তু মৃত্যুটাই একটা ফ্যাক্ট।
বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মৃত্যুটাই স্বাভাবিক,চিরন্তন।
আজ সত্যি একটা উপলব্ধি হলো, আর তা হচ্ছে," বেঁচে থাকাটাই একটা মিরাকল,কিন্তু মৃত্যুটাই একটা ফ্যাক্ট।
বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মৃত্যুটাই স্বাভাবিক,চিরন্তন।
শামসুর রহমানের "ফটোগ্রাফ" কবিতার কথা মনে পরছে। সেই কয়েক লাইন,
" কী সহজে হয়ে গেল বলা,
কাঁপলো না গলা
এতটুকু,বুক
চিরে বেরুলো না দীর্ঘশ্বাস,চোখ ছলছল
করলো না এবং নিজের কন্ঠস্বর শুনে
নিজেই চমকে উঠি,কি নিস্পৃহ,কেমন
শীতল।"
" কী সহজে হয়ে গেল বলা,
কাঁপলো না গলা
এতটুকু,বুক
চিরে বেরুলো না দীর্ঘশ্বাস,চোখ ছলছল
করলো না এবং নিজের কন্ঠস্বর শুনে
নিজেই চমকে উঠি,কি নিস্পৃহ,কেমন
শীতল।"
মিস ইউ ফুফি।