তোর বুকের ঊষ্ণতা নিয়ে ঘুমাবো বলে
শতাব্দীর ঘুমকে করেছি বিদায়,
খুঁজে খুঁজে ভোর হয়েছে শীতের শত রাত
কাব্যিক ঊষ্ণতায়।
একে একে বেধেছে সুর,
হৃদয়ের কোণে একশত বিশ শতাব্দীর
ফেলে আসা প্রেম, আমার অতৃপ্ত স্মৃতিরা
ভাঙা মন্দিরায়।
বেসুরা তালে
এখনো সুখ খুঁজে ফেরে মন আঁধারের গর্তে
রাত্রি জাগায়।
তবু তুই ভাল থাক নিয়ে তোর সুখ
আমি ভুলে যাব উড়তে আবার,
বন্দী হয়ে নাহয় অন্য খাঁচায়।
যেভাবে
তুই খুঁজে নিলি অন্য কোন মুখ,
অন্য কারো খোঁচাখোঁচা দাঁড়ির স্পর্শে
শিহরিত তোর বুক।
অন্য কারো ঠোটের স্পর্শে আজ
আন্দোলিত ঊষ্ণ গহ্বর!
-----.............(সংক্ষিপ্ত)
#নীলকান্ত©
#শতাব্দীর_ইতি_কথা
থেকে নেয়া।