:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

  • ২:১৬:০০ PM
দরজার আড়ালে লোনা জল লুকোনো যায়,
কষ্ট লুকোনো যায় না।
তুমি লুকিয়ে চোখের জল ফেলো,
 সিঁড়ির ধাপে ধাপে আমার চলে যাবার পদশব্দে
 তোমার বুকের মধ্যে ঝড়ো কষ্ট হুহু করে উঠে।
আমি  বুঝি,আমি অনুভব করি সেই সব
 দ্রুত থেকে দ্রুততর হওয়া হৃৎস্পন্ধন,
তোমার হাহাকার।
শুনি সেই বেদনার করুণ সুর,
যে সুরে তুমি আমায় পেছনে ফিরিয়ে আনো।

আমি স্তব্ধ হয়ে যায়।
চোখের জল মুছে হাসির আড়ালে হাহাকার লুকাই,
তোমার মত করে।
তারপর আবার মনকে ভুলিয়ে সামনে এগুই।
পেছনে পরে থাকে তোমার জলে ভেজা চোখ।
আমার ভালোবাসা। 

ধৈর্য্যের মিথ্যে শান্তনা দিয়ে মনকে বুঝাই,
এই তো আর ক'টা দিন।
তারপর তো সব আগের মত হয়ে যাবে। 
যেমন ছিলো। 
#নীলকান্ত

সোমবার, ১ এপ্রিল, ২০২৪

  • ৯:৫৮:০০ AM
ধূলো আর কাঁদাতে মাখামাখি
আমার গাঁয়ের মেঠো পথ,
কত অবহেলা ছিলো তার প্রতি..
ছিল অজস্র রাগ অভিমান,
নাগরিক সুবিধা যত আছে ঐ
জমাকালো শহরে,
না না, এ গ্রাম, 
এ মেঠো পথ,
এ নয় আমার উপযুক্ত স্থান।।

মনের ভেতর জমকালো ঐ শহরের হাতছানি
নিয়ন বাতি, টিং টিং রিক্সা আর মোটরের হর্ণ
সারারাত জেগে থাকা শহরের বুকে
কি না জানি আছে কোন সাত রাজারই ধন!

আছে শিক্ষার পরিবেশ, হবে নতুন বন্ধু শত
আমিও এগিয়ে যাবো
পেরুবো আছে বাধা যত,
হবে উপযুক্ত কর্মসংস্থান,
না না, এই গ্রাম,
এই মেঠো পথ,
এ নয় আমার উপযুক্ত স্থান।।

অতঃপর দৃঢ় মনোবল, দৃপ্ত শপথ
ধরেছিলাম জমকালো শহরের পথ।
কত রঙিন আলো,
কত শত মানুষ, 
বন্ধু,বান্ধব,  টাকার উড়াউড়ি..।।
গ্রামের ছেলে শহরে আছি, বেড়েও গেছে মান।
না না, ওই গ্রাম,
ওই মেঠো কাদামাখা পথ,
এ নয় আমার উপযুক্ত স্থান।।

এভাবে সময় গড়ায়।
ধরা পরে অদেখা শহরের কদর্যতা, 
চোখের সামনে সম্ভ্রম হারায় নারী,
উচু উচু দালানকোঠার উপর দিয়ে
সূর্যের ক্ষীণ আলোর মতই
ভালো গুলো আসে-যায়।
কুৎসিত চেহারাটা ফুটে উঠে দু চোখে।

শূন্য পকেটে অসহায় হয়ে পরে ক্লান্ত শরীর,
মাথা গোঁজার ঠাই টুকুও ঠেলে দেয় 
খোলা আকাশের নীচে।
নিয়ন বাতির আলোয় শরীরী আত্মাগুলো
খদ্দের খুঁজে বেড়ায়, 
পেটের ক্ষুধা মেটাতে গ্রামের সবচেয়ে সরল মেয়েটিও 
অন্যের দেহের ক্ষুধা মেটায় হোটেলের স্যুইটে।
তারপর, 
নিরবে অশ্রু জলে গোসল করে।
বাথরুমের শাওয়ার ছেড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়,
পারে না। 
উচ্চশিক্ষার স্বপ্নগুলো বাথরুমের শাওয়ারে ধুয়ে যায়, মুছে যায় সতীত্বের অহংকার।
কেউ কেউ উপদেশ দেয়, সতীত্ব কি!!  ওসব কিছুনা।
কিন্তু তবুও বিবেকের কাছে চির অপরাধী হয়ে
আরেকবার বাঁচার ইচ্ছায় পা বাড়ায় অচেনা। 

এ শহরে সব হয়,
জমকালো আলোয় দিন কখনো রাত হয়না।

২০ জানুয়ারি ২০২০
  • ৯:৪৫:০০ AM
হঠাৎ ঘুম থেকে জেগে ওঠা 
আঙুলের ফাঁকে সিগারেট।
ধোয়া উঠা কুয়াশা
ডায়েরির ছেড়া পাতা
কলমের কালি শেষ। 
ভাল নেই বলেই আমি, 
ভালো আছি বেশ।। 

ধরে রাখা হাত, নির্ঘূম রাত
জমাট স্বপ্নের প্লাটিলেট।
ফেলে আসা দিন
সবশেষ চুম্বন 
নেই কিছু আর অবশেষ।
ভাল নেই বলেই আমি, 
ভালো আছি বেশ।। 

#নীলকান্ত
২ নভেম্বর ২০২২
3:30 am
Writer information NILKANTO