হঠাৎ ঘুম থেকে জেগে ওঠা
আঙুলের ফাঁকে সিগারেট।
ধোয়া উঠা কুয়াশা
ডায়েরির ছেড়া পাতা
কলমের কালি শেষ।
ভাল নেই বলেই আমি,
ভালো আছি বেশ।।
ধরে রাখা হাত, নির্ঘূম রাত
জমাট স্বপ্নের প্লাটিলেট।
ফেলে আসা দিন
সবশেষ চুম্বন
নেই কিছু আর অবশেষ।
ভাল নেই বলেই আমি,
ভালো আছি বেশ।।
#নীলকান্ত
২ নভেম্বর ২০২২
3:30 am