দরজার আড়ালে লোনা জল লুকোনো যায়,
কষ্ট লুকোনো যায় না।
তুমি লুকিয়ে চোখের জল ফেলো,
সিঁড়ির ধাপে ধাপে আমার চলে যাবার পদশব্দে
তোমার বুকের মধ্যে ঝড়ো কষ্ট হুহু করে উঠে।
আমি বুঝি,আমি অনুভব করি সেই সব
দ্রুত থেকে দ্রুততর হওয়া হৃৎস্পন্ধন,
তোমার হাহাকার।
শুনি সেই বেদনার করুণ সুর,
যে সুরে তুমি আমায় পেছনে ফিরিয়ে আনো।
আমি স্তব্ধ হয়ে যায়।
চোখের জল মুছে হাসির আড়ালে হাহাকার লুকাই,
তোমার মত করে।
তারপর আবার মনকে ভুলিয়ে সামনে এগুই।
পেছনে পরে থাকে তোমার জলে ভেজা চোখ।
আমার ভালোবাসা।
ধৈর্য্যের মিথ্যে শান্তনা দিয়ে মনকে বুঝাই,
এই তো আর ক'টা দিন।
তারপর তো সব আগের মত হয়ে যাবে।
যেমন ছিলো।
#নীলকান্ত