:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

সোমবার, ১ এপ্রিল, ২০২৪

  • ৯:৫৮:০০ AM
ধূলো আর কাঁদাতে মাখামাখি
আমার গাঁয়ের মেঠো পথ,
কত অবহেলা ছিলো তার প্রতি..
ছিল অজস্র রাগ অভিমান,
নাগরিক সুবিধা যত আছে ঐ
জমাকালো শহরে,
না না, এ গ্রাম, 
এ মেঠো পথ,
এ নয় আমার উপযুক্ত স্থান।।

মনের ভেতর জমকালো ঐ শহরের হাতছানি
নিয়ন বাতি, টিং টিং রিক্সা আর মোটরের হর্ণ
সারারাত জেগে থাকা শহরের বুকে
কি না জানি আছে কোন সাত রাজারই ধন!

আছে শিক্ষার পরিবেশ, হবে নতুন বন্ধু শত
আমিও এগিয়ে যাবো
পেরুবো আছে বাধা যত,
হবে উপযুক্ত কর্মসংস্থান,
না না, এই গ্রাম,
এই মেঠো পথ,
এ নয় আমার উপযুক্ত স্থান।।

অতঃপর দৃঢ় মনোবল, দৃপ্ত শপথ
ধরেছিলাম জমকালো শহরের পথ।
কত রঙিন আলো,
কত শত মানুষ, 
বন্ধু,বান্ধব,  টাকার উড়াউড়ি..।।
গ্রামের ছেলে শহরে আছি, বেড়েও গেছে মান।
না না, ওই গ্রাম,
ওই মেঠো কাদামাখা পথ,
এ নয় আমার উপযুক্ত স্থান।।

এভাবে সময় গড়ায়।
ধরা পরে অদেখা শহরের কদর্যতা, 
চোখের সামনে সম্ভ্রম হারায় নারী,
উচু উচু দালানকোঠার উপর দিয়ে
সূর্যের ক্ষীণ আলোর মতই
ভালো গুলো আসে-যায়।
কুৎসিত চেহারাটা ফুটে উঠে দু চোখে।

শূন্য পকেটে অসহায় হয়ে পরে ক্লান্ত শরীর,
মাথা গোঁজার ঠাই টুকুও ঠেলে দেয় 
খোলা আকাশের নীচে।
নিয়ন বাতির আলোয় শরীরী আত্মাগুলো
খদ্দের খুঁজে বেড়ায়, 
পেটের ক্ষুধা মেটাতে গ্রামের সবচেয়ে সরল মেয়েটিও 
অন্যের দেহের ক্ষুধা মেটায় হোটেলের স্যুইটে।
তারপর, 
নিরবে অশ্রু জলে গোসল করে।
বাথরুমের শাওয়ার ছেড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়,
পারে না। 
উচ্চশিক্ষার স্বপ্নগুলো বাথরুমের শাওয়ারে ধুয়ে যায়, মুছে যায় সতীত্বের অহংকার।
কেউ কেউ উপদেশ দেয়, সতীত্ব কি!!  ওসব কিছুনা।
কিন্তু তবুও বিবেকের কাছে চির অপরাধী হয়ে
আরেকবার বাঁচার ইচ্ছায় পা বাড়ায় অচেনা। 

এ শহরে সব হয়,
জমকালো আলোয় দিন কখনো রাত হয়না।

২০ জানুয়ারি ২০২০
  • ৯:৪৫:০০ AM
হঠাৎ ঘুম থেকে জেগে ওঠা 
আঙুলের ফাঁকে সিগারেট।
ধোয়া উঠা কুয়াশা
ডায়েরির ছেড়া পাতা
কলমের কালি শেষ। 
ভাল নেই বলেই আমি, 
ভালো আছি বেশ।। 

ধরে রাখা হাত, নির্ঘূম রাত
জমাট স্বপ্নের প্লাটিলেট।
ফেলে আসা দিন
সবশেষ চুম্বন 
নেই কিছু আর অবশেষ।
ভাল নেই বলেই আমি, 
ভালো আছি বেশ।। 

#নীলকান্ত
২ নভেম্বর ২০২২
3:30 am

সোমবার, ১১ মার্চ, ২০২৪

  • ৬:৪৫:০০ AM
প্রোফাইলে এখন দুজনের ছবি শোভা পায়।
সিংগেল স্ট্যাটাসটাও In a relationship.
আঙুলে জ্বলজ্বল করা রিংটা বলে দিচ্ছে
এংগেজড। রিলেশনটাও বেশ Deep.
তাই ভার নেই আর।
মাথার উপর চাপ নেই অপরাধবোধের।
হালকা ভাবে নেমে গেছে হৃদয়ের ভার।
বেশ উৎফুল্ল ভেতরের প্রেমিক মন,
শুধু মাঝে মাঝে ভিজে যাচ্ছে দু চোখের কোণ,
তবুও চাপ নেই আর।
নেমে গেছে জমা রাখা হৃদয়ের ভার।

প্রোফাইলে এখন চশমা পড়া ছেলেটার পাশে
টোল পড়া গাল।
একদিন এই প্রেমিকের চোখেও চশমা ছিলো,
কিন্তু প্রোফাইলে এই ফটো আপডেট করার সাহস হয়নি।
এখন অবশ্য বিষয়টা অন্য,
রিলেশনশিপ স্ট্যাটাসে কমপ্লিকেটেড থেকে
এখন হয়েছে ম্যারিড টু...
আগের আর এখনকার ব্যাপারটা পুরোটাই ভিন্ন!
চাপ নেই। ভার মুক্ত এখন প্রেমিক।
অপরাধবোধের ঘূণ আর হৃদয় পোড়াবে না।
চোখের কোণে একটু আধটু জল,
সে তো আসতেই পারে! 
ভুলে যেতে সেই টোল পড়া গাল।
তবু চাপ নেই আর। একদম কোন চাপ নেই।।

#নীলকান্ত

বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

  • ১১:৫৩:০০ AM
প্রিয়তা,
তুমি আমার সুখের সময় যেমন আমার পাশে থাকো, তেমনি দুঃখের সময়ও সুখের স্পর্শ দিতে এগিয়ে আসো।
তুমি এভাবেই পাশে থেক আমার।তুমি পাশে থাকলে অনেক সাহস পাই,ভরসা পাই।জীবন যুদ্ধে লড়াই করার জন্য আবারো শক্তি পাই।

স্বীকার করছি আমার জীবন অনেক ছন্নছাড়া, অগোছালো টাইপের।কিন্তু বিশ্বাস করো,এখন খুব গুছিয়ে চলতে ইচ্ছে করে।ইচ্ছে করে যে, একটা সুন্দর স্বপ্ন সাজাই তোমাকে নিয়ে।যেখানে তোমার আমার ভালোবাসা দিয়ে সাজানো গোছানো একটা ঘর থাকবে,সুখ থাকবে, সচ্ছল একটা জীবন থাকবে। এ স্বপ্ন দেখা কি পাপ?
তবে
অনেক সময় কিছু বিলাসী স্বপ্নে আমি খুব বিভোর হয়ে যাই।বিভোর হয়ে যাই, একটা পরিপাটি, সুন্দর বিলাসী স্বপ্নে। যেখানে তোমার চাওয়ার আগেই সব ইচ্ছে পূরণ হয়ে যায়।।তোমার মনের মধ্যে কোন কিছু স্পন্দিত হলেই তা তোমার সামনে হাজির হয়ে যায়,এমন এক বিলাসী স্বপ্ন।।
কিন্তু,
আমি জানি,তুমি আমার কাছে এমন কিছুই চাও না,বা যা তোমার খুব দরকার তাও চাও না।কিন্তু আমার একটা মন আছে, জ্যোতিষীর মত মন।যা তোমার মনকে ঠিক পড়ে নিতে পারে।যে কথা তুমি মুখে বলো, অথবা তোমার হৃদয় যে কথাগুলো  স্পন্দিত হয়,সব। 
তাই তুমি না চাইলেও কিংবা কোন কথা তোমার মুখ ফুটে না বের হলেও ঠিক তা আমার কানে পৌঁছে যায়।। তখন মনে হয়, যদি পারতাম তবে পৃথিবীকে তোমার হাতের মুঠোয় আর সমগ্র মহাকাশ ও তার গ্রহ নক্ষত্র গুলো তোমার পায়ে লুটাতাম। 

লক্ষীটি,
আজ ভালোবাসা দিবসে হয়ত সবাই প্রেমিকার মন রাখায় ব্যস্ত।কিন্তু দেখো,কি হতভাগা আমি যে,তোমার সাথে হাত ধরে হাটবো,তাও হয়ে উঠলো না।ছোট একটা আশা তাও পূরণ হলো না।
তবে এটাই আমার অনেক বড় পাওয়া যে,তুমি আমাকে বুঝতে পারো। কখন,কিভাবে চলতে হবে তুমিই তা আমাকে শেখাও।এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে?

আমি যখন হতাশার চাদরে মুখ লুকিয়ে ঘরের কোনে নিজেকে বন্দী করেছি,ঠিক তখনই তোমার বিজ্ঞ অভিমত আর শান্তনার বিচক্ষণতায় আমি  আশ্চার্যান্বিত।
মিষ্টি করে বুকের কষ্ট বুকে লুকিয়ে আমাকে বললে, "আজ হলো না তো কি হয়েছে? এখনো অনেক সময় আছে  । "

এর পরে কি আর কোন দুঃখ থাকতে পারে? পারে না।
জান, সত্যি আমিই সৌভাগ্যবান যে তোমাকে পেয়েছি।আর
এভাবেই সারাজীবন পাশে থেক আমার।।

ইতি
নীলকান্ত

মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

  • ৮:০৫:০০ PM
অসমাপ্ত কাব্যের ইতি টেনেছি সে সেদিনই,
যেদিন তুমি এলে।
টোল পড়া গালের হাসি,
বাঁকা চোখের চাহনি থেকে হাজার শাহনামার শব্দ নিয়ে 
তাতেই কাব্যের ইতি টেনেছি,
তারপর 
উড়েছি ডানা মেলে,স্বপ্ন নিয়ে।

অসমাপ্ত গল্পের তানপুরা টার যে তার ছিঁড়েছে,
বেসুরা বাদকের হাতে তাতেঈ আবার সুর মিলেছে।
ছন্নছাড়া জীবন নায়ের
ভাঙা দাঁড়েই টান পড়েছে! 
তোমার দেয়া স্বপ্ন নিয়ে।

সেইসব গুমরে মরা কষ্ট গুলোর দিন গিয়েছে,
এবার
অগনিত বায়ু চুম্বন সব বুকের মাঝে
ভর করেছে।
কম কি তা? 
ফেলে রাখা কলম এবার মুখ খুলেছে,
অসমাপ্ত কবিতাগুলো প্রাণ পেয়েছে,
কম কি তা?

না,কম কিছু নয়।
এ যে ভাঙা ডালায় মুক্তো মণির
ভর পড়েছে।
জীবন এবার উজান গাঙে হাল ধরেছে।
সেই সেদিন থেকে..
যেদিন তুমি এলে,
ঘর বাঁধার স্বপ্ন নিয়ে,কাব্য নিয়ে,গল্প নিয়ে
জীবন রাঙানোর রং তুলি আর
নিবিড় ভালোবাসার জোসনা নিয়ে।।। 

#নীলকান্ত

শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

  • ৭:৩৭:০০ PM
পথেরও শেষ হয়, 
ক্লান্তিতে নুইয়ে পড়ে অশরীরী মন,
বিষাদের ছায়া ঠেলে বারে বারে ফিরি,
অতীতের বুকে, 
যদি তবু এতটুকু সুখ খুঁজে পাই।।
 
তারপর,
স্বপ্নের গলা টিপে
চেয়ে সদূরে,
ভুলে যাই 
আমি আর তো সেই আমি নাই।।

#নীলকান্ত©

বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

  • ৩:২৮:০০ AM
তখন ২০১৫ সাল। জানুয়ারি মাস। তারিখ সম্ভবত ৫ ছিলো যেদিন আমার একশত বিশ শতাব্দীর যাত্রা শুরু হয়েছিলো। 

আজো সেই স্মৃতি বারেবারে ফিরে আসে স্মৃতিপটে। বেদনার জ্বলোচ্ছাস আছড়ে পড়ে হৃদয়তটে।
আমি নিরুপায় চেয়ে রই।।
Writer information NILKANTO