:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৫

  • ১০:২২:০০ PM
সারাদিনের ক্লান্তি নিয়ে রাত্রে যখন ঘরে ফিরি তখন দেহের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ বলে,"একটু ঘুমাই।"
কিন্তু বিধি বাম।সেই সুযোগ আপাতত আজ নেই। কাল আবার দুইটা এক্সাম আছে।। বই গুলো সকরুণ দৃষ্টিতে তাকিয়ে বলছে,"বাবারে,আমাকে কি এভাবেই ফেলে রাখবি!!  অন্তত একটু  নাড়াচাড়া কর! "
কি আর করা! বাধ্য হয়ে নাড়াচাড়া করতেই হচ্ছে। কিন্তু পরিশ্রমের ক্লান্তি ভারে দেহ খানি যেন উঠতে চায় না।সেই সাথে দু  চোখে রাজ্যের সব ঘুম এসে বারবার কড়াঘাত করছে!
আমি কই যে যাই!!! :)
এদিকে পিটপিটানি মাথাটা বলছে, "কাল খুব ভোরে জাগতে হবে।যদি খেয়ে বাহিরে যেতে চাও, তবে হাড়ি পাতিল ধুয়ে রান্না চড়াতে হবে।
মনে রেখ, কাল কিন্তু দুইটা এক্সাম!! "
হায়রে কপাল! আমি কার কথা শুনি!!
পকেট তো তার জীর্ণ-শীর্ন দেহ নিয়ে মিনতি করে বলছে,"আমাকে কিছু খেতে দাও।আমার খুব ক্ষুধা! খেতে দাও আমায়,খেতে দাও! "
আরে বাবা, তোরে আর কত খাওয়াবো? তোরে খাওয়াইতে হলে যে এবার সিঁধ কাটতে হবে!! তার উপর আবার পরীক্ষার ফি নাকি কালকেই দিতে হবে!!
ওরে, কেও আমারে বাঁচা!
আমি কিতা কইরেম???
Nilkanto( নীলকান্ত)

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

  • ৮:০৯:০০ PM

নিজেকে খুব অসহায় লাগছে।
নিজেকে মনে হয়, যোগ্যতাহীন বেকার-অপদার্থ কিছু একটা। যার স্বপ্ন আকাশ ছোঁয়ার কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতা পাতালান্মুক।

কিছুই করতে পারছি না কিংবা বুঝতে পারছি না কি করা উচিত!!!

Nilkanto( নীলকান্ত)

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫

  • ৯:৫৭:০০ AM
তোর জানালার গ্রীল ধরে কত দিন দাড়াইনি,
মনে আছে তোর?
দুটো শীত কাল গত হয়ে গেলো কবে কোনদিন?
মাঘের বাঘ পালানো শীতে,কুয়াশার চাদর মুড়ি দিয়ে
গ্রীলের ফাঁক গলে ফেলে আসা উষ্ণ আয়োজন,
মনে আছে তোর?
সদর দরজার তালাটার বড্ড বেশিই বাড়াবাড়ি ছিল,
খুলতে গেলে শব্দ হত খুব;
মনে আছে তোর?
সেই সব ঘর পালানো, বুক জ্বলানো রাত্রি গুলি,
শীতের কোপে ঠকঠকানির!
বুকের মাঝে মুখটা ঘেঁষে
রাত দুপুরে বুনতে থাকা স্বপ্নগুলির,
মনে আছে তোর?
নিয়ন বাতির ঝাপসা আলোয় বুকের উপর তিলটি খোঁজা,
কতভাবে যে জড়িয়ে ধরে হাতটি গোঁজা!
মনে আছে তোর?
নাহ! মনে নেই তোর।
যখন হৃদয় জুড়ে অন্য কারো ছবিটি আঁকা,
বুকের মাঝে বন্য চুম্বনের রেখাটি আঁকা,
তখন মনে নেই তোর।
একসময় আমারও চুম্বন বড় বন্য ছিল,
শূন্য তোর হৃদয় খানি পূর্ণ হত।
একসময়, আমার বুকেও গন্ধ ছিল,
মুখটা গুঁজে রাত্রি কত তোর ভোরটি হত!!
আজ মনে নেই তোর।
মনে থাকার কথা না।।
[নীলকান্ত এর ব্লগ থেকে নেয়া। web: nilkantobd.blog
I
Nilkanto( নীলকান্ত)

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

  • ১০:৪৫:০০ PM
মনে হয়!!
যদি কোন রাত আর কখনো ভোর না হত,
আধারের অদৃশ্য ছায়া গুলো যদি না আর
ফিরে ফিরে আসত,
তবে কতই না ভালো হত!!
মনে হয়,
যদি কোন পূর্ণিমার চাঁদ কষ্ট পেয়ে
ক্ষয়ে ক্ষয়ে অমাবস্যা না হত,
আর চাঁদের বুড়ির চরকা কাটা
তোমার আমার একসাথে দেখা হত,
তবে কতই না ভালো হত!!
অথবা,
যদি তোমার তুলতুলে নরম হাত ধরে
আকাশের তারা গোনা যেত,
একটা একটা করে..
আর হিসেব কষে স্বপ্ন আঁকা যেত,
রাতের ক্যানভাস জুড়ে,
তবে কতই না ভালো হত!!
যদি আজ রাত,এই রাত, কোন রাত
আর ভোর না হত,
তবে কতই না ভালো হত!!
#
Nilkanto( নীলকান্ত)

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

  • ৯:৫৭:০০ PM
প্রিয়তা,
তুমি আমার সুখের সময় যেমন আমার পাশে থাকো, তেমনি দুঃখের সময়ও সুখের স্পর্শ দিতে এগিয়ে আসো।
তুমি এভাবেই পাশে থেক আমার।তুমি পাশে থাকলে অনেক সাহস পাই,ভরসা পাই।জীবন যুদ্ধে লড়াই করার জন্য আবারো শক্তি পাই।
স্বীকার করছি আমার জীবন অনেক ছন্নছাড়া, অগোছালো টাইপের।কিন্তু বিশ্বাস করো,এখন খুব গুছিয়ে চলতে ইচ্ছে করে।ইচ্ছে করে যে, একটা সুন্দর স্বপ্ন সাজাই তোমাকে নিয়ে।যেখানে তোমার আমার ভালোবাসা দিয়ে সাজানো গোছানো একটা ঘর থাকবে,সুখ থাকবে, সচ্ছল একটা জীবন থাকবে। এ স্বপ্ন দেখা কি পাপ?
তবে
অনেক সময় কিছু বিলাসী স্বপ্নে আমি খুব বিভোর হয়ে যাই।বিভোর হয়ে যাই, একটা পরিপাটি, সুন্দর বিলাসী স্বপ্নে। যেখানে তোমার চাওয়ার আগেই সব ইচ্ছে পূরণ হয়ে যায়।।তোমার মনের মধ্যে কোন কিছু স্পন্দিত হলেই তা তোমার সামনে হাজির হয়ে যায়,এমন এক বিলাসী স্বপ্ন।।
কিন্তু,
আমি জানি,তুমি আমার কাছে এমন কিছুই চাও না,বা যা তোমার খুব দরকার তাও চাও না।কিন্তু আমার একটা মন আছে, জ্যোতিষীর মত মন।যা তোমার মনকে ঠিক পড়ে নিতে পারে।যে কথা তুমি মুখে বলো, অথবা তোমার হৃদয় যে কথাগুলো  স্পন্দিত হয়,সব।
তাই তুমি না চাইলেও কিংবা কোন কথা তোমার মুখ ফুটে না বের হলেও ঠিক তা আমার কানে পৌঁছে যায়।। তখন মনে হয়, যদি পারতাম তবে পৃথিবীকে তোমার হাতের মুঠোয় আর সমগ্র মহাকাশ ও তার গ্রহ নক্ষত্র গুলো তোমার পায়ে লুটাতাম।
লক্ষীটি,
আজ ভালোবাসা দিবসে হয়ত সবাই প্রেমিকার মন রাখায় ব্যস্ত।কিন্তু দেখো,কি হতভাগা আমি যে,তোমার সাথে হাত ধরে হাটবো,তাও হয়ে উঠলো না।ছোট একটা আশা তাও পূরণ হলো না।
তবে এটাই আমার অনেক বড় পাওয়া যে,তুমি আমাকে বুঝতে পারো। কখন,কিভাবে চলতে হবে তুমিই তা আমাকে শেখাও।এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে?
আমি যখন হতাশার চাদরে মুখ লুকিয়ে ঘরের কোনে নিজেকে বন্দী করেছি,ঠিক তখনই তোমার বিজ্ঞ অভিমত আর শান্তনার বিচক্ষণতায় আমি  আশ্চার্যান্বিত।
মিষ্টি করে বুকের কষ্ট বুকে লুকিয়ে আমাকে বললে, "আজ হলো না তো কি হয়েছে? এখনো অনেক সময় আছে  । "
এর পরে কি আর কোন দুঃখ থাকতে পারে? পারে না।
জান, সত্যি আমিই সৌভাগ্যবান যে তোমাকে পেয়েছি।আর
এভাবেই সারাজীবন পাশে থেক আমার।।
ইতি
নীলকান্ত
Nilkanto( নীলকান্ত)
  • ২:০৭:০০ PM
প্রিয় স্বপ্নচারিনী,
সকালের স্বপ্নটা যদি সত্যি হয় তবে তুমি আর ফিরে এসো না।বরং যে পথে যাচ্ছো তুমি তা আমার হৃদয়টা ফালা ফালা করে দিলেও, তোমার হৃদয়ে দক্ষিনা হাওয়ায় যে পাল উড়িয়েছে আমি তাতেই খুশি।
তুমি জানো,
কষ্টের বালুচরে দাড়িয়ে গভীর দরিয়ায় তীব্র বেগে ধেয়ে যাওয়া তোমার পাল তোলা নাও দেখে হয়ত বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে।হৃৎপিন্ডের ব্লক গুলো হয়ত হৃৎকম্প খুব শীঘ্রই বন্ধ করে দেবে, তোমার পাষানী হৃদয় সে খবর তাচ্ছিল্যভরে সরিয়ে দেবে।কিন্তু এতদিনের সেই সব মধ্যরাতের স্মৃতিগুলো নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে আরেকটা বার।তখন তুমি বুঝবে!
তুমি খুব ভালো করেই জানো,আমার মনের এক আশ্চার্য ক্ষমতা রয়েছে।হুমায়ুন আহম্মেদ একে ইএসপি  বলেছিলেন।আর সেই আশ্চার্য ক্ষমতার কিছু নমুনাও তোমাকে দেখিয়েছি।ভালোবাসার মানুষটাকে যখন গভীর ভাবে চিন্তা করা হয়,তখন হাজার হাজার মাইল দূরে থেকেও তার প্রতিটি পদক্ষেপ আঁচ করা যায়।তার মনের কথা পরা যায়। দুরে থেকে মনে মনে একজন আরেকজনের সাথে কথা বলাকে কি বলে, জানো??
ইথারে ইথারে তার প্রতিটি হৃৎকম্পন কথা হয়ে ফিরে আসে প্রেমিক হৃদয়ে।এ এক টেলিপ্যাথি।
আর আজ সেই টেলিপ্যাথির মাধ্যমে যে সংকেত অনুভব করছি তা সত্যি পীরাদায়ক। বুকের পাঁজড় দুমড়ে মুচড়ে যাচ্ছে কষ্টের যাতাকলে।
দেখ,
আমি জানি সামাজিক যোগ্যতার বর্তমান বিচারে আমি হয়ত তার চেয়ে নিতান্তই ক্ষুদ্র। তাই বলে শুধুমাত্র স্বার্থের টানে আমাকে তুমি ছেড়ে যাবে?
কখনো তো ভাবিনি তুমি এতটা স্বার্থপর হবে,কিন্তু সে না ভাবনাটাই সত্যি হতে যাচ্ছে।সেই না চাওয়াটাই আজ পেতে যাচ্ছি অনেক নিষ্ঠুরভাবে।
হয়ত, এবার কিছু অযুহাত প্রয়োজন যেন সেই হৃদয় ভাঙার দোষে তুমি দোষী না হও।যেন কেউ তোমাকে বিশ্বাসঘাতিনী না ভাবে!
আর তাই সব দোষ মাথা পেতে নেয়ার জন্য আমি আছিই তো!
দেখ, যাবে যখন চলে যাও। ভালোবাসার বিনিময়ে অপবাদের বোঝাটা না হয় একটু বেশিই হলো! কিন্তু তোমার জন্য বয়ে বেড়াবো অনায়াসে।স্মৃতির ডায়রিতে কিছু ঝাপসা স্মৃতি না হয় আরো একটু পীড়া দেয়, দিক না।এমনকি সমাধি পরেও তার কিছু অংশ খোদাই করে নেব যেন ওপারে গিয়েও তোমার অযুহাতের মিথ্যে বোঝা কিছুটা হলেও বয়ে বেড়াতে পারি।তবু শেষ পর্যন্ত,তুমি ভালো থেক।।
দেখ জান,
চিঠি লিখা আমার হয়না।হয়ত যে কথাটা আগে বলা প্রয়োজন সে কথাটাই পরে চলে গেছে।অথবা শব্দের ব্যবহারের স্বল্প জ্ঞান কোন কোন প্রয়োজনীয় কথাটাও বলতে ভুলে গেছে।দয়া করে সেই অসংলগ্ন অংশটুকু অবজ্ঞা করো।যেভাবে আমাকে করেছিলে।।
ইতি
তোমার নীলকান্ত
Nilkanto( নীলকান্ত)
  • ১২:২৬:০০ PM
আমি ভেবেছিলাম, তুমি সারারাত জেগে
আমাকে পত্র লিখেছো;
যেমনটা তোমার জন্য লিখেছি
আমি কবিতা।
ভেবেছিলাম,হয়ত টুপ করে,
হঠাৎ সামনে পড়বে এক টুকরো মোচড়ানো কাগজ,
তাতে রাত জাগা চোখের কাজল,
হৃদয়ের নীরব ভাষা আর
তোমার সলজ্জ চাহনি থাকবে।

আমি ভেবেছিলাম,
আমার মত তোমারও কাটছে নির্ঘুম রাত,
দশটা-বারোটা,দুইটা -তিনটা করে।
হয়ত,তোমার উদাসী মনের উঠোনে জড়ো হয়েছিলো,
স্বপ্নের টকটকে লাল গোলাপ-
নীরবে-নির্জনে রাতের ক্যানভাসে।

ভেবেছিলাম, হয়ত সকাল হলেই
শিশিরের বিন্দু জমে থাকবে সেখানে।
আর,ভ্রমরের আনাগোনায় তোমার
লজ্জা রাঙা ঠোটের কোনে পাবো-
ভীত অথচ প্রেমার্ত দৃষ্টিতে
সৃষ্টির আহবান।।

নীলকান্ত
১০/১০/২০১৩ রাত ৩:২৭
মডিফাইডঃ ১৮/০২/২০১৪
দুপুর ১২:২৫

  • ১০:২৩:০০ AM
আমার মত তোমরা এমন ভুল করো না।
-------------------------------------------------
নিজের হাজারো ভুল সিদ্ধান্তের মাশুল দিতে দিতে আজ বড় ক্লান্ত লাগছে। একের পর এক ভুল,একের পর এক পর্যুদস্ত হওয়া আর ভালো লাগে না।
সামনে জীবনের ফসল তোলার যখন সময় এসে যাচ্ছে তখন নিজের অনাবাদী জমির দিকে তাকিয়ে বড়ই পরিতাপ হচ্ছে।কিন্তু কিছু করার নেই।।
আগাছা পরিমন্ডিত ফসলের ক্ষেত থেকে ভালো কিছু আশা করা যায় না।
বলবেন হয়ত,"এখনো সময় আছে,ঘুরে দাড়াও।"কিন্তু কি করে ঘুরবো? ঘাড়ে যে প্রচন্ড ব্যাথা।ঘাড় ঘুড়াতে সম্পুর্ন শরীর টাকেই ঘুড়াতে হবে।কিন্তু তা আজ প্রায় অসম্ভব।
নিজের বোকামী,ছেলে মানুষী,আর একগুঁয়ে কিছু বাজে সিদ্ধান্ত আজ আমাকে গোলক ধাধায় ফেলেছে।না পারছি এখান থেকে বেরুতে না পারছি সহ্য করতে। প্রচন্ড মানুষিক যন্ত্রণা আর হতাশার  অনলে সবসময় নিদারুণ দগ্ধ হচ্ছি,কয়লা হচ্ছি,ছাই হচ্ছি।আর তা হয়ত মৃত্যুর আগপর্যন্ত চলতেই থাকবে।।
জীবনে অনেক স্বপ্ন ছিলো। বড় হবার,কিছু করবার, সুন্দর একটা জীবন পাবার।কিন্তু সেই স্বপ্ন গুলোর ব্যবচ্ছেদ করেছি আমি নিজ হাতে। তাই সেই স্বপ্ন আজ মৃত,তবুও যার ছায়া আছে কিন্তু কায়া নেই।
আজ সবকিছু কেমন যেন ধোয়াসা মনে হয়।সবকিছু আজ নাগালের বাহিরে, তাই ছুয়ে দেখার সাধ জাগে কিন্তু ছুঁয়ে দেবার ক্ষমতা নেই।।
#ব্যর্থ_নীলকান্ত
Nilkanto( নীলকান্ত)
  • ১০:১৮:০০ AM

ধুলো জমা স্মৃতির পাতা হাতড়ে কখনো সুখগুলো খোঁজার চেষ্টা করি।তারপর,  একটা একটা করে মহাকালের অতল গহবরে নিমজ্জিত সেইসব ভালো দিনগুলো যখন তুলে আনতে চাই উপরে। তখনই সুতোয় টান পড়ে।অতীতের হাজারো ভুলগুলো নিচের দিকে আকড়ে ধরে  লাল পিঁপড়ের মত।
তারপর, অসংখ্য কামড়ের যন্ত্রণায় কাতরে উঠে আমার সুখের সূতো।
আঘাতে আঘাতে,কামড়ে-কামড়ে জীর্ণ সুখ গুলো মুক্তি চায়।
"দাও,দাও, আমাকে মুক্তি দাও।"
চলে সুখের আর্তনাদ আর ভুলগুলোর জয়োল্লাস ।
বিমর্ষ মন বলে,
"বরং এই ভালো তুই যেখানে আছিস, সেখানেই থাক।"
তাই হারিয়ে যাওয়া সুখগুলোকে আবারো  মহাকালের স্রোতে ভাসিয়ে দিয়ে বলি, এই বুঝি ভালো হবে! আবারো নতুন সুখ খুঁজে পাবো কোন একদিন।
হয়ত আজ না আগামীকাল কিংবা পরশু কিংবা কোন এক গোধূলির লালিমায় অথবা জীবনের গোধূলি বেলায় মৃত্যুর পেয়ালায়।।
পাবো হয়ত কোন একদিন!!!!
#নীলকান্ত_উপলব্ধি
  • ১:৫৫:০০ AM
প্রিয় প্রথম প্রেম,
 




লিপির প্রথমে ভালোবাসা নিতে বলবো সে ক্ষমতা আমার নেই।
আজ তোমার বিয়ে।
শুনে ভালো লেগেছে না খারাপ
লেগেছে সে কথা বলতে চাই না।শুধু সেই ২০০২
সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কিছু সময়ের
কথা মনে পরে গেলো তাই দু কথা লিখছি। 
শৈশবের অবুঝ ভালোবাসা যৌবনে যে দোলা দিয়েছিলো তার
পরিনতিতে তোমায় হারিয়েছি।
সেটাই আমার সবচেয়ে বড় পরাজয়।
তা না হলে হয়ত জীবনের ইতিহাস একটু অন্য
রকম হত।যাই হোক, সেই ভুলের চরম মূল্য দিয়েছি গত চার বছর।
শুরুটা সেখান থেকে যেখান থেকে তুমি শুরু করেছিলে।
আসলে তোমার কোন দোষ ছিল না।সব দোষ ছিল আমারই।আমিই পারিনি তোমার ভালোবাসার যথাযথ মূল্য দিতে। আর তাই ঠিক অনুরুপ ভাবে তুমিও আমাকে সেই ব্যাথাই দিয়েছিলে যা আমার পাওনা ছিল।
কিন্তু অপেক্ষাকৃত একটু বেশিই হয়ে গিয়েছিল। তারপরেও তোমার কোন দোষ দিচ্ছি না। তবে এতদিন যে কথা টি তোমায় বলা হয়নি সেই গোপন কথাটি আজ বলছি।
 
আজ বলছি এ জন্যই যে,আজ
হতে তুমি চিরদিনের জন্য আমার কাছ পর হয়ে যাচ্ছ।আজ বলছি এ জন্যঈ যে,আর কোনদিন তোমাকে বলার সুযোগ পাব না।আজ বলছি এ জন্যই যে,আজ হতে তুমি অন্য
কারো ঘরনি হয়ে,অন্য কারো বুকে মাথা রেখে তোমার জীবন
কাটাবা।
আমি জানি,কথাটা বলার অধিকার আজ আমার নেই।কারন আমিই সেই অধিকার ক্ষুন্ন
করেছিলাম।তুমি বার বার
ফিরে আসতে চাইলেও আমি গ্রহন করিনি।আর গ্রহন করিনি সে কারনেই যে কথাটা আজ তোমায় বলতে যাচ্ছি।।
লক্ষীটি,
আর ভনিতা করতে ইচ্ছে করছে না।তাই বলেই ফেলি।তার আগে তোমার দাম্পত্য জীবন সুখি হোক, সুন্দর হোক সেই কামনা করি।
সেই সাথে পারলে আমাকে ক্ষমা করো। কারন,
তোমাকে ছোয়ার যে ক্ষমতা আমি চার বছর আগেই হারিয়েছি তা আমি পুনঃপ্রতিষ্ঠা করতে চাইনি আর।
সেই সাথে ক্ষমা করো, কারন,তোমার আমার ব্রেক হবার পরে আমি রাগে,ক্ষোভে,অপমানে অসংখ্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছি।তাদের কষ্ট দিয়েছি।কিন্তু বিশ্বাস করো,আমি কাউকে স্পর্শও করিনি।কিন্তু মন ভেঙেছি বহুবার।
তার জন্য আমায় ক্ষমা করো।আর
নীরবে পুষে রাখা আমার প্রথম
ভালোবাসা নীরবে রেখেই তোমাকে বিদায় জানাচ্ছি।তার জন্য পারলে ক্ষমা করো।।
আজ হতে আর কাউকে কষ্ট দেব না।
না নিজে কষ্ট পাবো।
তুমি ভালো থেক।সুখে থেক।
পারলে জীবনটা কে সুন্দর করে সাজিয়ে নিও।
আর তোমার হাসব্যান্ড কে ততটুকুই
ভালবেসো যা তার প্রাপ্য।তাহলে তোমার সেই ভুলগুলো হয়ত ক্ষমা পাবে।।
খোদা হাফেজ।ভালো থেক।
অনেক ভালবাসতাম তোমায়।পারলে ভুলে যেও ঠিক চার বছর আগের মত।।
আর আমাকে যদি সত্যিই
ভালবাসতে কখনো তবে এই মেসেজ পাবার পর প্লিজ কেঁদো না।তোমার কাছে আমার শেষ মিনতি।।

ইতি
তোমার প্রথম প্রেম


শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

  • ৯:৩৪:০০ AM

★★To avoid road accident we have to know & obey the traffic rules..★★

Why CFSS campaign for?

★Sometimes we are passengers and sometimes we act as a Driver.
★Most of us drive motor bikes,by cycles and some of us professionally drive CNG, Auto Rickshaws,Auto Van and other vehicles.
★Are we aware of basic  traffic rules?
Answer is, No, no at all.

But to avoid road accident we have to know. We have to obey the rules.
We have to aware others to obey the traffic rules when we travels by those vehicles.

★If we know it,if we obey it and if we suggest others to obey it then it would be possible to prevent /avoid some serious accidents by ourselves.

So, SAVA BD is going to arrange a campaign named CFSS(Campaign for self safety) in different places of Pabna & Bogra for the first time and if we get necessary  responses and help from other Organizations then we will arrange it all over the country..

Where it will be held?

★The CFSS campaign will be held especially in urban era.Because, we believe that,
Raising awareness among the urban people is more effective than the others.

★And if people of those era are become well known about traffic rules then wherever the go,they will be able to apply it for themselves and for those people they carrying on..

How it will be held?

★ At first we will select eras and then a special survey will be taken by our volunteers.
★Volunteers will collect the information of vehicles, their drivers and put a tag on the windshield of surveyed vehicles.
★After collecting the information we will classify the vehicles and the licensed drivers from unlicensed and totally new drivers who don't have any knowledge about traffic rules.

★Then we will train them about the traffic rules/signals and all others basic driving rules in a short campaign of 3-7 days.

What do we believe?

★ Its our strong belief that if we able to reach to a number of people than a large number of road accident can be prevented /avoid.

N.B.
We can't publish Some internal & secret plans  because of our org. policy.

Article written by:
S M HARUN OR ROSHED
Founder & CEO of
SAVA BD(Social Association of Voluntary Activities Bangladesh)

Writer information NILKANTO