:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

  • ১০:২৩:০০ AM
আমার মত তোমরা এমন ভুল করো না।
-------------------------------------------------
নিজের হাজারো ভুল সিদ্ধান্তের মাশুল দিতে দিতে আজ বড় ক্লান্ত লাগছে। একের পর এক ভুল,একের পর এক পর্যুদস্ত হওয়া আর ভালো লাগে না।
সামনে জীবনের ফসল তোলার যখন সময় এসে যাচ্ছে তখন নিজের অনাবাদী জমির দিকে তাকিয়ে বড়ই পরিতাপ হচ্ছে।কিন্তু কিছু করার নেই।।
আগাছা পরিমন্ডিত ফসলের ক্ষেত থেকে ভালো কিছু আশা করা যায় না।
বলবেন হয়ত,"এখনো সময় আছে,ঘুরে দাড়াও।"কিন্তু কি করে ঘুরবো? ঘাড়ে যে প্রচন্ড ব্যাথা।ঘাড় ঘুড়াতে সম্পুর্ন শরীর টাকেই ঘুড়াতে হবে।কিন্তু তা আজ প্রায় অসম্ভব।
নিজের বোকামী,ছেলে মানুষী,আর একগুঁয়ে কিছু বাজে সিদ্ধান্ত আজ আমাকে গোলক ধাধায় ফেলেছে।না পারছি এখান থেকে বেরুতে না পারছি সহ্য করতে। প্রচন্ড মানুষিক যন্ত্রণা আর হতাশার  অনলে সবসময় নিদারুণ দগ্ধ হচ্ছি,কয়লা হচ্ছি,ছাই হচ্ছি।আর তা হয়ত মৃত্যুর আগপর্যন্ত চলতেই থাকবে।।
জীবনে অনেক স্বপ্ন ছিলো। বড় হবার,কিছু করবার, সুন্দর একটা জীবন পাবার।কিন্তু সেই স্বপ্ন গুলোর ব্যবচ্ছেদ করেছি আমি নিজ হাতে। তাই সেই স্বপ্ন আজ মৃত,তবুও যার ছায়া আছে কিন্তু কায়া নেই।
আজ সবকিছু কেমন যেন ধোয়াসা মনে হয়।সবকিছু আজ নাগালের বাহিরে, তাই ছুয়ে দেখার সাধ জাগে কিন্তু ছুঁয়ে দেবার ক্ষমতা নেই।।
#ব্যর্থ_নীলকান্ত
Nilkanto( নীলকান্ত)
Writer information NILKANTO