:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

  • ২:০৭:০০ PM
প্রিয় স্বপ্নচারিনী,
সকালের স্বপ্নটা যদি সত্যি হয় তবে তুমি আর ফিরে এসো না।বরং যে পথে যাচ্ছো তুমি তা আমার হৃদয়টা ফালা ফালা করে দিলেও, তোমার হৃদয়ে দক্ষিনা হাওয়ায় যে পাল উড়িয়েছে আমি তাতেই খুশি।
তুমি জানো,
কষ্টের বালুচরে দাড়িয়ে গভীর দরিয়ায় তীব্র বেগে ধেয়ে যাওয়া তোমার পাল তোলা নাও দেখে হয়ত বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে।হৃৎপিন্ডের ব্লক গুলো হয়ত হৃৎকম্প খুব শীঘ্রই বন্ধ করে দেবে, তোমার পাষানী হৃদয় সে খবর তাচ্ছিল্যভরে সরিয়ে দেবে।কিন্তু এতদিনের সেই সব মধ্যরাতের স্মৃতিগুলো নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে আরেকটা বার।তখন তুমি বুঝবে!
তুমি খুব ভালো করেই জানো,আমার মনের এক আশ্চার্য ক্ষমতা রয়েছে।হুমায়ুন আহম্মেদ একে ইএসপি  বলেছিলেন।আর সেই আশ্চার্য ক্ষমতার কিছু নমুনাও তোমাকে দেখিয়েছি।ভালোবাসার মানুষটাকে যখন গভীর ভাবে চিন্তা করা হয়,তখন হাজার হাজার মাইল দূরে থেকেও তার প্রতিটি পদক্ষেপ আঁচ করা যায়।তার মনের কথা পরা যায়। দুরে থেকে মনে মনে একজন আরেকজনের সাথে কথা বলাকে কি বলে, জানো??
ইথারে ইথারে তার প্রতিটি হৃৎকম্পন কথা হয়ে ফিরে আসে প্রেমিক হৃদয়ে।এ এক টেলিপ্যাথি।
আর আজ সেই টেলিপ্যাথির মাধ্যমে যে সংকেত অনুভব করছি তা সত্যি পীরাদায়ক। বুকের পাঁজড় দুমড়ে মুচড়ে যাচ্ছে কষ্টের যাতাকলে।
দেখ,
আমি জানি সামাজিক যোগ্যতার বর্তমান বিচারে আমি হয়ত তার চেয়ে নিতান্তই ক্ষুদ্র। তাই বলে শুধুমাত্র স্বার্থের টানে আমাকে তুমি ছেড়ে যাবে?
কখনো তো ভাবিনি তুমি এতটা স্বার্থপর হবে,কিন্তু সে না ভাবনাটাই সত্যি হতে যাচ্ছে।সেই না চাওয়াটাই আজ পেতে যাচ্ছি অনেক নিষ্ঠুরভাবে।
হয়ত, এবার কিছু অযুহাত প্রয়োজন যেন সেই হৃদয় ভাঙার দোষে তুমি দোষী না হও।যেন কেউ তোমাকে বিশ্বাসঘাতিনী না ভাবে!
আর তাই সব দোষ মাথা পেতে নেয়ার জন্য আমি আছিই তো!
দেখ, যাবে যখন চলে যাও। ভালোবাসার বিনিময়ে অপবাদের বোঝাটা না হয় একটু বেশিই হলো! কিন্তু তোমার জন্য বয়ে বেড়াবো অনায়াসে।স্মৃতির ডায়রিতে কিছু ঝাপসা স্মৃতি না হয় আরো একটু পীড়া দেয়, দিক না।এমনকি সমাধি পরেও তার কিছু অংশ খোদাই করে নেব যেন ওপারে গিয়েও তোমার অযুহাতের মিথ্যে বোঝা কিছুটা হলেও বয়ে বেড়াতে পারি।তবু শেষ পর্যন্ত,তুমি ভালো থেক।।
দেখ জান,
চিঠি লিখা আমার হয়না।হয়ত যে কথাটা আগে বলা প্রয়োজন সে কথাটাই পরে চলে গেছে।অথবা শব্দের ব্যবহারের স্বল্প জ্ঞান কোন কোন প্রয়োজনীয় কথাটাও বলতে ভুলে গেছে।দয়া করে সেই অসংলগ্ন অংশটুকু অবজ্ঞা করো।যেভাবে আমাকে করেছিলে।।
ইতি
তোমার নীলকান্ত
Nilkanto( নীলকান্ত)
Writer information NILKANTO