আমি ভেবেছিলাম, তুমি সারারাত জেগে
আমাকে পত্র লিখেছো;
যেমনটা তোমার জন্য লিখেছি
আমি কবিতা।
ভেবেছিলাম,হয়ত টুপ করে,
হঠাৎ সামনে পড়বে এক টুকরো মোচড়ানো কাগজ,
তাতে রাত জাগা চোখের কাজল,
হৃদয়ের নীরব ভাষা আর
তোমার সলজ্জ চাহনি থাকবে।
আমি ভেবেছিলাম,
আমার মত তোমারও কাটছে নির্ঘুম রাত,
দশটা-বারোটা,দুইটা -তিনটা করে।
হয়ত,তোমার উদাসী মনের উঠোনে জড়ো হয়েছিলো,
স্বপ্নের টকটকে লাল গোলাপ-
নীরবে-নির্জনে রাতের ক্যানভাসে।
ভেবেছিলাম, হয়ত সকাল হলেই
শিশিরের বিন্দু জমে থাকবে সেখানে।
আর,ভ্রমরের আনাগোনায় তোমার
লজ্জা রাঙা ঠোটের কোনে পাবো-
ভীত অথচ প্রেমার্ত দৃষ্টিতে
সৃষ্টির আহবান।।
নীলকান্ত
১০/১০/২০১৩ রাত ৩:২৭
মডিফাইডঃ ১৮/০২/২০১৪
দুপুর ১২:২৫
আমাকে পত্র লিখেছো;
যেমনটা তোমার জন্য লিখেছি
আমি কবিতা।
ভেবেছিলাম,হয়ত টুপ করে,
হঠাৎ সামনে পড়বে এক টুকরো মোচড়ানো কাগজ,
তাতে রাত জাগা চোখের কাজল,
হৃদয়ের নীরব ভাষা আর
তোমার সলজ্জ চাহনি থাকবে।
আমি ভেবেছিলাম,
আমার মত তোমারও কাটছে নির্ঘুম রাত,
দশটা-বারোটা,দুইটা -তিনটা করে।
হয়ত,তোমার উদাসী মনের উঠোনে জড়ো হয়েছিলো,
স্বপ্নের টকটকে লাল গোলাপ-
নীরবে-নির্জনে রাতের ক্যানভাসে।
ভেবেছিলাম, হয়ত সকাল হলেই
শিশিরের বিন্দু জমে থাকবে সেখানে।
আর,ভ্রমরের আনাগোনায় তোমার
লজ্জা রাঙা ঠোটের কোনে পাবো-
ভীত অথচ প্রেমার্ত দৃষ্টিতে
সৃষ্টির আহবান।।
নীলকান্ত
১০/১০/২০১৩ রাত ৩:২৭
মডিফাইডঃ ১৮/০২/২০১৪
দুপুর ১২:২৫