সারাদিনের ক্লান্তি নিয়ে রাত্রে যখন ঘরে ফিরি তখন দেহের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ বলে,"একটু ঘুমাই।"
কিন্তু বিধি বাম।সেই সুযোগ আপাতত আজ নেই। কাল আবার দুইটা এক্সাম আছে।। বই গুলো সকরুণ দৃষ্টিতে তাকিয়ে বলছে,"বাবারে,আমাকে কি এভাবেই ফেলে রাখবি!! অন্তত একটু নাড়াচাড়া কর! "
কিন্তু বিধি বাম।সেই সুযোগ আপাতত আজ নেই। কাল আবার দুইটা এক্সাম আছে।। বই গুলো সকরুণ দৃষ্টিতে তাকিয়ে বলছে,"বাবারে,আমাকে কি এভাবেই ফেলে রাখবি!! অন্তত একটু নাড়াচাড়া কর! "
কি আর করা! বাধ্য হয়ে নাড়াচাড়া করতেই হচ্ছে। কিন্তু পরিশ্রমের ক্লান্তি ভারে দেহ খানি যেন উঠতে চায় না।সেই সাথে দু চোখে রাজ্যের সব ঘুম এসে বারবার কড়াঘাত করছে!
আমি কই যে যাই!!! :)
আমি কই যে যাই!!! :)
এদিকে পিটপিটানি মাথাটা বলছে, "কাল খুব ভোরে জাগতে হবে।যদি খেয়ে বাহিরে যেতে চাও, তবে হাড়ি পাতিল ধুয়ে রান্না চড়াতে হবে।
মনে রেখ, কাল কিন্তু দুইটা এক্সাম!! "
মনে রেখ, কাল কিন্তু দুইটা এক্সাম!! "
হায়রে কপাল! আমি কার কথা শুনি!!
পকেট তো তার জীর্ণ-শীর্ন দেহ নিয়ে মিনতি করে বলছে,"আমাকে কিছু খেতে দাও।আমার খুব ক্ষুধা! খেতে দাও আমায়,খেতে দাও! "
পকেট তো তার জীর্ণ-শীর্ন দেহ নিয়ে মিনতি করে বলছে,"আমাকে কিছু খেতে দাও।আমার খুব ক্ষুধা! খেতে দাও আমায়,খেতে দাও! "
আরে বাবা, তোরে আর কত খাওয়াবো? তোরে খাওয়াইতে হলে যে এবার সিঁধ কাটতে হবে!! তার উপর আবার পরীক্ষার ফি নাকি কালকেই দিতে হবে!!
ওরে, কেও আমারে বাঁচা!
আমি কিতা কইরেম???
আমি কিতা কইরেম???
Nilkanto( নীলকান্ত)