:::: MENU ::::
  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  1. 1
  2. 2
  3. 3

বাংলা কবিতা,ছোট গল্প,প্রেম ও বিরহের চিঠি সহ নানা বিষয়ে নীলকান্তের লেখাসমগ্র।ভাল লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন প্লিজ।

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

  • ৯:২৫:০০ PM
১৭ জানুয়ারি ২০১৫তখন আমি বগুড়ায়।  এক রুমের একটা বাসায় থাকি আমি। নিজে রান্না করে খাওয়া সে দিন গুলি কখনো ভুলবার না। এ যে শতাব্দীর গল্প।আলহামদুলিল্লাহ এখন সবার নিজ নিজ সংসার হয়েছে তবে সেই ব্যাচেলর সংসার কখনো ভুলতে পারবো না কেউ।...

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

  • ৬:৩৫:০০ PM
অনেকবার ভেবেছি রাজনৈতিক কোন বিষয় নিয়ে কোন পোষ্ট করবো না। দেশ যেখানে আছে,যেখানে যাচ্ছে যাক। কিন্তু একজন নাগরিক হিসাবে চুপ থাকিতেও পারছিনা।আচ্ছা, বলেন তো, বাংলাদেশের যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন তারা কেন স্বৈরাচারী হয়ে উঠে?কেন তারা সত্যের পথে থাকতে পারে না? কিংবা কেনই বা রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসন যন্ত্র দূর্নীতিগ্রস্থ হয়?আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন আশা করি। আর আমার ব্যক্তিগত মতামত টা আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন ব্যাপারটা আপনার সাথে মেলে কিনা!আমার মতে, আমাদের দেশের সংবিধান আমাদের দেশের রাজনৈতিক দল গুলোকে স্বৈরাচারী আর দূর্নীতিগ্রস্থ...

সোমবার, ৬ মে, ২০২৪

  • ৩:৩৪:০০ PM
যদি বছর পঁচিশ পর, কাঁচাপাকা চুলে আসে বয়সের ছাপ,বাঁ পাজড়ের নীচে থাকা প্রেস মেকারে ধুকে ধুকে চলে হৃদস্পন্ধন, সেদিনও তোমায় ভালবেসে যাবো।পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যদি তুমিপেছন ফিরে চাও, দেখবে সেদিনও তোমার হাতধরার জন্য আমি হাত বাড়িয়ে আছি।যদি আরো বছর দশ পরচামড়ার ভাজে ভাজে জেগে উঠে বয়সের ছাপ,শরীরের ভার বইতে না পারে বৃদ্ধ পা,তোমার হাতের লাঠি হয়ে সেদিনও ভালবেসে যাবো।একশত বিশ শতাব্দীর স্মৃতির আস্তরণেযদি ধূলো জমে যায়!মোটা ফ্রেমের চশমার নীচে ক্ষীন দৃষ্টির চোখ দুটো যদিছলছলিয়ে উঠে! রুমাল হাতে মুছে দেবার জন্যসেদিনও দেখবে আমি পাশে বসে আছি।যদি...

রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

  • ২:১৬:০০ PM
দরজার আড়ালে লোনা জল লুকোনো যায়,কষ্ট লুকোনো যায় না।তুমি লুকিয়ে চোখের জল ফেলো, সিঁড়ির ধাপে ধাপে আমার চলে যাবার পদশব্দে তোমার বুকের মধ্যে ঝড়ো কষ্ট হুহু করে উঠে।আমি  বুঝি,আমি অনুভব করি সেই সব দ্রুত থেকে দ্রুততর হওয়া হৃৎস্পন্ধন,তোমার হাহাকার।শুনি সেই বেদনার করুণ সুর,যে সুরে তুমি আমায় পেছনে ফিরিয়ে আনো।আমি স্তব্ধ হয়ে যায়।চোখের জল মুছে হাসির আড়ালে হাহাকার লুকাই,তোমার মত করে।তারপর আবার মনকে ভুলিয়ে সামনে এগুই।পেছনে পরে থাকে তোমার জলে ভেজা চোখ।আমার ভালোবাসা। ধৈর্য্যের মিথ্যে শান্তনা দিয়ে মনকে বুঝাই,এই তো আর ক'টা দিন।তারপর তো সব আগের...
Writer information NILKANTO