বাহিরে প্রচন্ড বৃষ্টি সেই সাথে বজ্রপাত হচ্ছে বেশ ঘন ঘন।কাঁচের জানালা ভেদ করে বিদ্যুতের ঝলকানি এসে মুখে পড়ছে বারংবার।
হয়ত তুমি থাকলে জানালার পর্দাটা আরেকটু সরিয়ে দুজন মিলে বৃষ্টি দেখতাম,মেঘের গর্জন শুনতাম।হয়ত তুমি থাকলে, আমার বুকে মুখ লুকিয়ে আড় চোখে বিদ্যুতের চোখ ধাঁধানো নৃত্য দেখতে, মেঘ দেবতার হুংকারে ভীত সন্ত্রস্ত হয়ে শক্ত করে জড়িয়ে ধরতে পরম নির্ভরতায়।
তারপর হয়ত, সময়ের কাটা কখন ভোর নিয়ে আসত টেরই পেতাম না।হয়ত, বসন্তের রাতে বৃষ্টি ভেজা হিমেল হাওয়ায় তুমি আমি উষ্ণতা খুঁজে নিতাম গভীর চুম্বনে। হয়ত, এভাবেই বৃষ্টি শেষে সকালের সূয্যি মামা সেই জানালার ফাঁক গলে তোমার কপোলে সোনালী চুম্বন এঁকে দিত!
হয়ত এভাবেই, যেভাবে তুমি আমি, আমি -তুমি স্বপ্ন দেখছি দু প্রান্তে বসে।।।।
হয়ত তুমি থাকলে জানালার পর্দাটা আরেকটু সরিয়ে দুজন মিলে বৃষ্টি দেখতাম,মেঘের গর্জন শুনতাম।হয়ত তুমি থাকলে, আমার বুকে মুখ লুকিয়ে আড় চোখে বিদ্যুতের চোখ ধাঁধানো নৃত্য দেখতে, মেঘ দেবতার হুংকারে ভীত সন্ত্রস্ত হয়ে শক্ত করে জড়িয়ে ধরতে পরম নির্ভরতায়।
তারপর হয়ত, সময়ের কাটা কখন ভোর নিয়ে আসত টেরই পেতাম না।হয়ত, বসন্তের রাতে বৃষ্টি ভেজা হিমেল হাওয়ায় তুমি আমি উষ্ণতা খুঁজে নিতাম গভীর চুম্বনে। হয়ত, এভাবেই বৃষ্টি শেষে সকালের সূয্যি মামা সেই জানালার ফাঁক গলে তোমার কপোলে সোনালী চুম্বন এঁকে দিত!
হয়ত এভাবেই, যেভাবে তুমি আমি, আমি -তুমি স্বপ্ন দেখছি দু প্রান্তে বসে।।।।
#নীলকান্ত