:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

  • ৮:৫১:০০ PM
অবাক বাঙালি!
★-----------------------★
সময়ের কন্ঠস্বর নামে এক অনলাইন পত্রিকার নিউজ দেখে মর্মাহত হলাম।তবে সবচেয়ে বেশি কষ্ট পেলাম মন্তব্য গুলো পড়ে।
নিউজে বলা হয়েছে, "বিবাহিত পুরুষের সাথে যৌন সম্পর্ক করায় প্রাকাশ্য দিবালোকে জনসম্মুখে এক নারীকে বিবস্ত্র করে চারজন নারী মিলে প্রহার করেছে।"
আর সেই নিউজে সবার কমেন্ট পড়ে মনে হলো,আমি বোধহয় সব বিবেকহীন মানুষের মধ্যে আছি।
অমানবিক। প্রকাশ্যে একজনকে এভাবে লাঞ্চিত করা উচিত হয় নি।এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না।আর যেসব মেয়ে অভিযুক্তের(যদিও ঘটনার কারন সম্পর্কে আমার সংশয় আছে) সাথে এমন আচরন করল তাদের পোশাক আশাক দেখে বলতেই হবে এরা হয়ত ব্যক্তিগত আক্রোশ মিটানোরর জন্য এই হীন কাজ করেছে।নয়ত, তারা যদি বলে ইসলামে ব্যভিচার অপরাধ তাই ইসলামী মন মাইন্ড থেকে এই শাস্তি দেয়া হলো , তবে বলব তারাও ইসলামের আইন লঙ্ঘন করেছে।।
মাথায় স্কার্ব পরলেও তারা যে কেমন ইসলামী মাইন্ডেড তা তাদের আটশাট প্যান্টই বলে দিচ্ছে।ইসলাম কি এই পোশাকে তাদের বাহিরে বের হওয়ার অনুমতি দেয়??নাকি অন্যকে বিবস্ত্র করে পিটানোর অনুমতি দেয়?
দেয় না।
কিন্তু তারপরেও আমরা মেনে নিতে পারি।মেনে নেই।কারন ইসলামই সকল খারাপ কাজে যেমন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সেই সাথে প্রগতিশীলতাকেও সামর্থন করেছে।
আচ্ছা, মেয়েটি অপরাধ করেছে।তার জন্য অন্য কোন শাস্তি হতে পারে কিন্তু বিবস্ত্র করে রাস্তার মাঝখানে পিটানো কোনভাবেই সামর্থন যোগ্য না।অন্তত বিবেকবান মানুষ হিসেবে কেউ এটার সামর্থন করতে পারে না।।সে অপরাধ করেছে তাকে ঘৃনা কর(আমি সামর্থন করি না)।তার সাথে মিশো না।কথা বল না।একঘরে করে দাও।তাকে অন্তর্জ্বালায় দগ্ধ হতে দাও।যেন সে নিজে থেকেই সব কিছু বুঝতে পারে।কিন্তু এভাবে শাস্তি দেয়া ঠিক হয়নি।
এখানে মানবতা চরমভাবে লঙ্ঘন করা হয়েছে।আর তাই দেখে অনেকেই মন্তব্য করেছে,"ঠিক,এটাই করা উচিত,উচিত বিচার" ইত্যাদি ইত্যাদি ।
যারা এই কথাগুলো বলেছে তাদের বলি,
আপনি নিজে ভালো তো?
আপনি নিজে কয়জনের সাথে এরকম নষ্টি-ফষ্টি করেছেন তার তো গ্যারান্টি নাই।
অন্য রে নিয়া খালি সমালোচনা করতে পারেন কিন্তু নিজে কখনো শুধরাবেন না। নিজে চালিয়েই যাবেন লীলা খেলা।।
আর বলবেন,আমার কোন দোষ নাই।আমি ভালো মানুষ।
আপনি যে কতটুকু ভালো তা আর কেউ না জানলে আপনি জানেন।
মনে রাখবেন, "বিবেকের দংশনের মত বড় শাস্তি আর নেই"।
অবাক বাঙালি। অবাক!!
ফটো কপিড ফ্রমঃ সময়ের কন্ঠস্বর
Writer information NILKANTO