উত্তর-পশ্চিম থেকে অবিরত বয়ে চলা হিমেল হাওয়ায় গা শিরশির করছে।তাই বাধ্য হয়ে রুম থেকে হালকা শীতের টি শার্ট পড়ে আবার ছাদে এলাম।
ছাদটাকে বেশ সুন্দর লাগছে।পূব আকাশে লুকোচুরি খেলা চাঁদ,মাঝে মাঝে দমকা হাওয়ায় ঝড়ে পড়া গাছের পাতার শব্দ,পায়ের নিচে শুকনো পাতার বিছানা। আর ছাদের উপর দিয়ে ধূসর আকাশের ক্যানভাস পেছনে রেখে মাথা উচু করে দাড়িয়ে থাকা মেহগনি-কড়ই এর আধো ছায়ায় এ যেন এক অন্য পৃথিবী।
বেশ ভালো লাগছে সবকিছু।।
ছাদটাকে বেশ সুন্দর লাগছে।পূব আকাশে লুকোচুরি খেলা চাঁদ,মাঝে মাঝে দমকা হাওয়ায় ঝড়ে পড়া গাছের পাতার শব্দ,পায়ের নিচে শুকনো পাতার বিছানা। আর ছাদের উপর দিয়ে ধূসর আকাশের ক্যানভাস পেছনে রেখে মাথা উচু করে দাড়িয়ে থাকা মেহগনি-কড়ই এর আধো ছায়ায় এ যেন এক অন্য পৃথিবী।
বেশ ভালো লাগছে সবকিছু।।
হঠাৎ হঠাৎ ছোপ ছোপ কালো মেঘের আড়াল থেকে চাঁদটা উঁকি মেড়ে কি যেন দেখছে, তারপর আবার হারিয়ে যাচ্ছে মেঘের আড়ালে।
আচ্ছা, চাঁদটা কি দেখলো?
আচ্ছা, চাঁদটা কি দেখলো?
পাশেই বড় রাস্তা দিয়ে দ্রুত বেগে ছুটে চলা সি এন জি,অটো,বাস ট্রাকের পিক পিক, ভ্যা-ভু শব্দ কে এই পরিবেশের সাথে একটু অন্যরকম রোমাঞ্চকর অনুভুতির সঞ্চারক বললে অত্যুক্তি হবে না।
বোধ হয় জীবনকে নতুন করে দেখার এ এক অন্যরকম তৃপ্তি।
কিন্তু সব কিছুর মাঝেও একটা অতৃপ্তি, তুমি নেই বলে।
I miss u,miss u so much.
কিন্তু সব কিছুর মাঝেও একটা অতৃপ্তি, তুমি নেই বলে।
I miss u,miss u so much.
#নীলকান্ত