:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

  • ১০:৫৯:০০ PM
জীবনটা ঠিক এতটা সহজ না,যতটা আগে ভাবতাম।এটা অনেকটা মরুভূমির মত। মরুভূমি তে যেমন মাথার উপর প্রচন্ড রৌদ্রতাপে পায়ের নীচের বালুকারাশিকে পথিকের চোখে দূর থেকে অনন্ত জলরাশি  মত দেখায়,তেমনি জীবনের কিছু কিছু আশা মরিচিকার মত হৃদয়ে সুখের পুলক ছড়িয়ে যায়। কিন্তু সেই ভবিষ্যৎ অন্তিম মুহুর্তে উপনীত হলে বুঝা যায়,তা কেবলই একটা দূরাশা ছিল।
জীবনের সাদাকালো ক্যানভাসে স্বপ্নের রঙ ছড়ানো যতটা সহজ, বাস্তবে তা রাঙিয়ে তোলা ততটাই কঠিন।এখানেই জীবন আর সুমদ্রের মধ্যে এক দারুন ঐক্যতান । গভীর সমুদ্রে দূরের কোন স্থল চিহ্ন দেখে নাবিকের মন চঞ্চল হয়ে উঠে,"এই তো, তটরেখায় নব জীবনের আহ্বান।"
কিন্তু সে দূর যে কতটা দূর তা আন্দাজ করা নাবিকের পক্ষে সম্ভব হয়না।নাবিকের এটাও জানা হয়না,সেই তটে পৌঁছতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে,এখনো  সহস্র যুদ্ধ আছে বাকি।হয়ত সে পথ ধীরে ধীরে নাবিকের কাছে ছোট হয়ে আসে অথবা সময়ের উল্টো স্রোতে গভীর থেকে গভীর সমুদ্রে হারিয়ে যায়।দৃষ্টির সীমানায় তখন শুধু অনন্ত লোনাজল আর হতাশা ছাড়া আর কিচ্ছু থাকে না!!বুঝতে পারে স্বপ্নগুলো আসলেই মরিচীকা ছিলো।
তবুও আরেকবার পাল তুলে দেয় সে।আরেকবার এগিয়ে চলে অজানা কোন দ্বীপে একটু খানি সুখের প্রত্যাশায়।তারপর ......
Writer information NILKANTO