জীবনটা কে দূর থেকে দেখে কত সহজ,সুন্দর মনে হত! আহা!
কিন্তু আজ যখন জীবনের মুখোমুখি দাঁড়িয়ে আছি তখন বুঝতে পারছি, এ জীবন বাহিরে থেকে যত সহজ, ভেতরে ততটাই কঠিন।
এত দিন জীবনকে আমি চোখ রাঙিয়েছি,আজ জীবন আমাকে চোখ রাঙায়।এত দিন জীবনকে আমি বলেছি,হে জীবন, তুমি আমার পিছে পিছে আসো।
আজ জীবন আমাকে বলে তার পিছু পিছু হাটতে,যখন আমি জীবনের পাশাপাশি হেটে যেতে চাই।।
কিন্তু আজ যখন জীবনের মুখোমুখি দাঁড়িয়ে আছি তখন বুঝতে পারছি, এ জীবন বাহিরে থেকে যত সহজ, ভেতরে ততটাই কঠিন।
এত দিন জীবনকে আমি চোখ রাঙিয়েছি,আজ জীবন আমাকে চোখ রাঙায়।এত দিন জীবনকে আমি বলেছি,হে জীবন, তুমি আমার পিছে পিছে আসো।
আজ জীবন আমাকে বলে তার পিছু পিছু হাটতে,যখন আমি জীবনের পাশাপাশি হেটে যেতে চাই।।
জীবনের ঘাত প্রতিঘাত থেকে বহু দূরে ছিলাম আমি।কিংবা ছোট খাটো যেসব আঘাত এসেছিলো, তাদের বুড়ো আঙুল দেখিয়ে তাড়িয়েছি।কিন্তু জীবনের এ পর্যায়ে এসে জীবন আমাকে বুড়ো আঙুল দেখিয়ে বলে,"সেসব ভুল ছিলো। "
আর সেসব ভুল গুলো আজ চোখের সামনে পরিস্কার আয়নার মত ধরা দিয়েছে। কতই না ভুল করেছি জীবনে! জীবনের সাথে বাজি ধরেছি কতবার। আজ বাজির সে ফলাফল হাতে এসেছে।যা পেয়েছি তা "শূন্য" ছাড়া আর কিছু না।।
আর সেসব ভুল গুলো আজ চোখের সামনে পরিস্কার আয়নার মত ধরা দিয়েছে। কতই না ভুল করেছি জীবনে! জীবনের সাথে বাজি ধরেছি কতবার। আজ বাজির সে ফলাফল হাতে এসেছে।যা পেয়েছি তা "শূন্য" ছাড়া আর কিছু না।।