নারীর ক্ষমতায়ন নারীকে যতটা স্বাধীনতা দিয়েছে,বিশ্বকে এগিয়ে নিচ্ছে ঠিক ততটাই জগত সংসারে অশান্তি নিয়ে এসেছে,পারিবারিক শান্তি বিনিষ্ট হচ্ছে।
আজ ২৪ অক্টোবর ২০১৫। আমি বলে রাখলাম, সেদিন খুব বেশি দূরে নেই যেদিন পরিবারে সুখ-শান্তি বলে কিছু থাকবে না।পৃথিবী ফিরে যাবে বর্বর,অশান্তি ও বিশৃংখলার যুগে। আমাকে নারী বিদ্বেষী ভাববেন না।এটাই সত্য হবে।কারণ, "এক বন্দুকে দু'জন শিকারি কখনো একই হরিণকে একসাথে শিকার করতে পারে না।হয় বন্দুক হাত বদল করতে হয় নতুবা দু'টি বন্দুক দুজনের হাতে থাকতে হয়।কিন্তু দু'টি বন্দুক দুজনের হাতে হলেও শিকার যখন একটিই তখন শিকারের কৃতিত্বটা...
শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
- ১১:০১:০০ PM
তুমি মিষ্টি হেসে যদি বল,"চিন্তা কি,আমি তো আছি । " তখন চির কাঙাল এই আমি পৃথিবীর রাজা।
ইচ্ছে করলেই নেপোলিয়ন বোনাপার্ট
কিংবা জুলিয়াস সিজারের মত দ্বিগ্বিজয়ী বীর হতে পারি,
হেমলকের বিষের পেয়ালা এক চুমুকেই করতে পারি শেষ।
মহাকাশ আর জগত কে ব্যাখ্যা করতে পারি
তোমার চোখের দিকে তাকিয়ে থেকে এক নিমিষেই।
প্রাণের স্পন্দনের কারন খুঁজে বলতে পারি জীবনটা কি!...
- ১০:৫৯:০০ PM
জীবনটা ঠিক এতটা সহজ না,যতটা আগে ভাবতাম।এটা অনেকটা মরুভূমির মত। মরুভূমি তে যেমন মাথার উপর প্রচন্ড রৌদ্রতাপে পায়ের নীচের বালুকারাশিকে পথিকের চোখে দূর থেকে অনন্ত জলরাশি মত দেখায়,তেমনি জীবনের কিছু কিছু আশা মরিচিকার মত হৃদয়ে সুখের পুলক ছড়িয়ে যায়। কিন্তু সেই ভবিষ্যৎ অন্তিম মুহুর্তে উপনীত হলে বুঝা যায়,তা কেবলই একটা দূরাশা ছিল।
জীবনের সাদাকালো ক্যানভাসে স্বপ্নের রঙ ছড়ানো যতটা সহজ, বাস্তবে তা রাঙিয়ে তোলা ততটাই কঠিন।এখানেই জীবন আর সুমদ্রের মধ্যে এক দারুন ঐক্যতান । গভীর সমুদ্রে দূরের কোন স্থল চিহ্ন দেখে নাবিকের মন চঞ্চল হয়ে উঠে,"এই তো, তটরেখায় নব...
- ১০:৫৭:০০ PM
দেশে জিনিসপত্রের দাম উর্ধ্বগতি।জনাব অর্থমন্ত্রী সাহেব অনায়াসে বলতে পারেন, "মানুষের আয় বেড়েছে।গ্যাস বা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এমন কিছু না। " কিন্তু আমাদের মত বেকারদের সংখ্যাও দিন দিন বেড়েছে।বেকারদের জন্য চাকুরীর বাজার মন্দা। (অর্থ্যাৎ চাকুরী নাই অথবা থাকলেও আগে অভিজ্ঞতা চাই।তারপর সেলসম্যানের পদবী)। মাত্র ১৫ লক্ষ সরকারি কর্মচারীর বেতন বাড়লেও ১৫ কোটি ৮৫ লাখ সাধারন মানুষের বেতন বাড়েনি। এদের আবার ৮০%-৮৩%(আনুমানিক) বেকার,নিম্ন বা মধ্য আয়ের বেসরকারি চাকুরে কিংবা শ্রমজীবী কৃষক এবং দিন মজুর।এদের আয় কতটুকু বেড়েছে? নাকি বাজারদরের তুলনায়...
- ১০:৫৪:০০ PM
জীবনটা কে দূর থেকে দেখে কত সহজ,সুন্দর মনে হত! আহা! কিন্তু আজ যখন জীবনের মুখোমুখি দাঁড়িয়ে আছি তখন বুঝতে পারছি, এ জীবন বাহিরে থেকে যত সহজ, ভেতরে ততটাই কঠিন। এত দিন জীবনকে আমি চোখ রাঙিয়েছি,আজ জীবন আমাকে চোখ রাঙায়।এত দিন জীবনকে আমি বলেছি,হে জীবন, তুমি আমার পিছে পিছে আসো। আজ জীবন আমাকে বলে তার পিছু পিছু হাটতে,যখন আমি জীবনের পাশাপাশি হেটে যেতে চাই।।
জীবনের ঘাত প্রতিঘাত থেকে বহু দূরে ছিলাম আমি।কিংবা ছোট খাটো যেসব আঘাত এসেছিলো, তাদের বুড়ো আঙুল দেখিয়ে তাড়িয়েছি।কিন্তু জীবনের এ পর্যায়ে এসে জীবন আমাকে বুড়ো আঙুল দেখিয়ে বলে,"সেসব ভুল ছিলো। " আর সেসব ভুল...
- ১০:৫১:০০ PM
১ সুনসান নীরবতা চারিদিকে।গাড়ির মধ্যে যে ক'জন যাত্রী আছে তারাও সবাই অঘোর ঘুমে অচেতন। শুধু নীলের চোখে ঘুম নেই।সাধারণত গাড়িতে উঠলে ঘুম-টুম আসে না ওর।কিন্তু শরতের নাতিশীতোষ্ণ এমন এক রাতে বাহিরের খোলা হাওয়া যখন মুখে এসে লাগে তখন ঘুম আপনা আপনি চলে আসে।নীলও খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়েছিলো বৈ কি! কিন্তু হঠাৎ করে চেতনা ফিরে সামনে তাকাতেই রাতের অপূর্ব সৌন্দর্য ওর ঘুম কেরে নিলো।সত্যি অপূর্ব সুন্দর লাগছে। যতদূর চোখ যায় টানা রাস্তা। একদম ফাঁকা। শা শা করে গাড়ি এগিয়ে চলছে কিন্তু ফাঁকা রাস্তার দু পাশে দাড়িয়ে থাকা গাছ গুলোর উপর গাড়ির হেড লাইট পড়ে মনে হচ্ছে...
বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
- ১১:২৬:০০ AM
দেশের নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং দেশকে প্রকৃত অর্থে উন্নত করতে প্রত্যেক নাগরিককে প্রয়োজনীয় আইন শিক্ষায় শিক্ষিত করে তোলা সবার আগে দরকার। -----------------------+-----
প্রশ্ন হলোঃ → আমরা আমাদের অধিকার সম্পর্কে কি সম্পূর্নভাবে সচেতন? → আমরা কি আমাদের রাজনৈতিক ও আইনি অধিকার সম্পর্কে ভালভাবে জানি?
উত্তরঃ জানি না/আংশিক জানি/তেমন কিছু জানিনা
তাহলে, ★ আমরা পদে পদে বিভিন্ন পরিস্থিতি তে হয়রানির শিকার কেন হই? ★ সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন দপ্তর দূর্নীতি করার সুযোগ পাচ্ছে কিভাবে? ★ রাজনৈতিক ব্যক্তিদের দৌরাত্ম্য বেড়েই চলছে...
রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
- ১১:০০:০০ PM
রক্তজবা -২
যেদিন রক্তজবা আর মিনারের গল্প লিখেছিলাম, সেদিন তুমি বলেছিলে, "কখনো কি তুমি মানুষ হবা না? " তারপর - অনেকটা দিন কেটে গেছে! রক্তজবার পাপড়িগুলো গোলাপি থেকে ধূসর হয়েছে, মিনারের গায়ে যে শুভ্র ফুল ফুটেছিলো, তাও ঝড়ে পড়েছে একটা একটা করে। নুইয়ে পড়েছে, শিরা-উপশিরা টানটান করে থাকা সাধের মিনার! চামড়ার ভাঁজে ভাঁজে শুকিয়ে কুঁকড়ে গেছে- চুপসে থাকা সিক্ত গহ্বর! রক্তজবার গোড়ায় ঘন ঘাস জেগেছে, মিনারের দেয়াল বেয়ে একে বেঁকে ছেয়ে গেছে জঞ্জালে!
দেখ, আজ আমি কিন্তু মানুষ হয়েছি! আর দশটা মানুষের মত। তবুও যেন মানুষের মত না, ভীষণ খরায়...
- ৭:২১:০০ PM
দূর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তি দ্বারা দূর্নীতিমুক্ত প্রশাসন আশা করা যায় না।
প্রশাসনকে দূর্নীতিমুক্ত করতে সরকার এ পদক্ষেপ, সে পদক্ষেপ, অমুকের বেতন বাড়ানো, তমুকের জন্য ওমুক আইন ইত্যাদি পেশ করে,পাশ করে কিংবা জারি করে ততক্ষণ পর্যন্ত সফল হবেন না,যতক্ষন পর্যন্ত তার রাজনৈতিক কর্তাব্যক্তিদের দূর্নীতিমুক্ত করতে পারছেন। একটু গভীর ভাবে খেয়াল করে দেখুন, দেশে যত প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য দূর্নীতি হচ্ছে তা কোন না কোনভাবে রাজনৈতিক ছত্রছায়ায়।প্রশাসন যখন রাজনৈতিকদের ক্রীড়ানকে পরিনত হন তখন স্বতন্ত্রভাবে প্রশাসনকে দূর্নীতিগ্রস্ত বলা যায় না,উচিতও না। উদাহরণ...
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
- ৮:০২:০০ PM
প্রিয়তমা,
পৃথিবীর সকলের সামনে মুখে আত্মভুলানো হাসি টেনে কষ্ট লুকোনো গেলেও নিজের কাছ থেকে নিজেকে লুকোনো যায় না। আজ আমিও পারলাম না।জানি তুমিও পারছো না। সে কথা ভেবে আর কষ্ট পেও না।যেনে রেখো, কেউ কখনো তা পারে না।আমি কিংবা তুমি কিংবা অন্য কেউ,কেউই না।
আজ খেতে বসে গলা দিয়ে খাবার নীচে নামছিলো না। বুকের ভেতরটাতে হঠাৎ করেই সেই চিনচিনে ব্যাথা শুরু হলো। অনেক কষ্টে হাতের কাছের পানির জগটা নিয়ে দু ঢোক পানি দিয়ে কোন মত গলাধঃকরণ করলাম। কিন্তু তারপর আর কিছু ভেতরে গেলো না।বাধ্য হয়ে হাত ধুয়ে উঠে দাঁড়ালাম। সত্যি বলছি,আমি খুব চেষ্টা করেছি আরেকটু খেতে কিন্তু...
- ১২:০২:০০ PM
জীবনের ভুল গুলো থেকে মানুষ শিক্ষা পায়।কিন্তু আমার মনে হয়, আমিই একমাত্র ব্যক্তি যে ভুলের উপর ভুল করি! ছোটবেলা থেকে আজ অবধি যত ভুল করেছি তার প্রত্যেকটা যদি একটার পর একটা সাজাই তবে তা মাউন্ট এভারেস্ট হয়ে যাবে। আর সে জন্যেই নিজের ভুলের মাঝে কখনো কখনো খেই হারিয়ে ফেলি । কি করব? কি করা উচিত? কোনটা করা উচিত না? কিংবা কোন কাজ করতে গিয়ে বার বার মনে হয়, এটা করা ঠিক হচ্ছে তো? এরকম শত সহস্র সিদ্ধান্ত হীনতার জন্ম আমার ভুল থেকে।তারপরেও সব কিছু ঠেলে যখন প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাড়াই,তখনই আবার কোন না কোন ভুল করে বসি।আর সে ভুল জীবনের তিল তিল করে গড়ে তোলা ছোট...