:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

  • ৩:৫০:০০ PM
ভালোবাসা হলো কিছু সুক্ষ্ম সুক্ষ্ম  অনুভূতির সমষ্টি। এর মধ্যে একটির অভাব অন্যটিতে প্রভাব ফেলে।
আগে বলতে শুনেছি,"যাকে ভালোবাসো,তাকে উজার করে দাও।প্রতিদান আশা করো না।"
এই উক্তিটা কে প্রথম করেছিলেন জানিনা,কিন্তু যে এই উক্তিটির জন্মদাতা তিনি পরোক্ষভাবে প্রেমিক প্রেমিকাদের আত্মহত্যাকে উৎসাহিত করেছিলেন।কেননা,এক পক্ষ শুধু দিয়েই যাবে প্রতিদানে এতটুকু ভালোবাসা পাবে না,তা মেনে নেয়া যায় না । আমার মতে, "যখন তুমি কাউকে ভালবাসি বল কিন্তু সে কখনো তোমাকে বলে না কিংবা এড়িয়ে যায় কিংবা গেছে কিংবা এড়িয়ে যাচ্ছে,মনে রেখ সে তোমাকে ভালোবাসে না,বাসেনি কিংবা এখন তোমার চেয়ে Better  কাউকে পেয়েছে। "
অতএব,এখন না পরে বলবে,পরে না পরশু বলবে কিংবা আজ বাসে না কাল বাসবে, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে মানে মানে কেটে পর।That'll b better.
কেননা, ইমানের যেমন তিনটে গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে তেমনি ভালোবাসারও তিনটে শর্ত আছে।
এক, মনে প্রাণে বিশ্বাস করা যে তুমি ভালোবাস।
দুই, মুখে স্বীকার করা যে তুমি ভালোবাস এবং
তিন, তুমি যে ভালবাস তা কার্যে পরিনত করে দেখানো।
এই তিনটে শর্তের একটি কম হলে সে ইমান যেমন দূর্বল, তেমনি সে ভালোবাসাটা দূর্বল। যাকে রসায়নের ভাষায় বলে "ভ্যানডারওয়াল"।
সুতরাং কেউ একজন কোন একজনকে পাগলের মত জান-প্রাণ দিয়ে ভালোবেসে যাবে কিন্তু প্রতিদানে অন্যের সন্তানের আংকেল বা আন্টি হবে তা মেনে নেয়া যায় না।আর তখনই বিগত দিনের পাগলামি ভুল মনে করে কেউ বখে যায় আর বিগত দিনের স্মৃতি গুলো নিয়ে কেউ হারিয়ে যায়। কিংবা আমৃত্যু মৃতপ্রায় মন নিয়ে বেঁচে থাকে কিংবা অন্যের ভুলের প্রতিদান দিতে হয় অন্য কাউকে।
কিন্তু তা কেন?
ভালোবাসলে সোজা বল,যে ভালবাস,আর না বাসলে নিজের রাস্তা মাপ।
বি.দ্রঃ ভালোবাসার অন্য কোন শ্রেনীবিভাগ করার দরকার নেই। আমি একটা ছেলে ও মেয়ের মধ্যে যে ধরনের সম্পর্ক গড়ে উঠে তাই বুঝিয়েছি।
Writer information NILKANTO