চল একটা কবিতা লেখা যাক,
যেখানে প্রতিটি ছত্রে তুমি আর আমি,
যার প্রতিটি মাত্রায় যোগ হবে একেকটা স্বপ্ন,
পূর্ণিমার চাঁদ, বৃষ্টি ভেজা দুপুর আর
সময়ের উল্টো স্রোতে ভেসে বেড়ানো কষ্ট গুলি।
চল একটা গল্প লেখা যাক,
যেখানে স্বপ্নরা বাসা বাধে আবেগের তুলিতে,
নীল বেদনার লাল মেঘেরা উকি দেয় আকাশে,
আর ভালোবাসা হয়ে রয় সাদা ক্যানভাস।
যেখানে প্রতিটি ছত্রে তুমি আর আমি,
যার প্রতিটি মাত্রায় যোগ হবে একেকটা স্বপ্ন,
পূর্ণিমার চাঁদ, বৃষ্টি ভেজা দুপুর আর
সময়ের উল্টো স্রোতে ভেসে বেড়ানো কষ্ট গুলি।
চল একটা গল্প লেখা যাক,
যেখানে স্বপ্নরা বাসা বাধে আবেগের তুলিতে,
নীল বেদনার লাল মেঘেরা উকি দেয় আকাশে,
আর ভালোবাসা হয়ে রয় সাদা ক্যানভাস।
চল,একটু খুনসুটি করা যাক,
যেখানে তোমার টোল পড়া গাল থাকবে,
চোখের তারায় কামনার ছাপ থাকবে,
কল্পলতার স্বল্পকালে মান থাকবে,রাগ থাকবে
আর থাকবে কাছে আসার উদাত্ত আহ্বান।
যেখানে তোমার টোল পড়া গাল থাকবে,
চোখের তারায় কামনার ছাপ থাকবে,
কল্পলতার স্বল্পকালে মান থাকবে,রাগ থাকবে
আর থাকবে কাছে আসার উদাত্ত আহ্বান।
(সংক্ষিপ্ত)
#নীলকান্ত©
#নীলকান্ত©