:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

  • ৩:৫২:০০ PM
হে বিবেক,
তুমি ঘুমিয়েই থাক।চির ক্লান্ত তোমার জেগে উঠার দরকার কি? যেখানে হাজারো চোখের সামনে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিতের আর্তনাদ আকাশে বাতাসে ধ্বনিত হয় তখনও তুমি ঘুমিয়েই থাক,বরং তাই ভালো।।হাজারো চোখের মধ্যে যখন এক জোড়া চোখে অবিরত বারি বয়,তখনও তুমি ঘুমিয়েই থাক। শত আকুতি-মিনতি,বাঁচতে চাওয়ার তীব্র ব্যকুলতায় যখন কারো কন্ঠস্বর চারিদিকে আর্তনাদের সুর তোলে, তখন তুমি বধিরের মত পাশ কাটিয়ে চলে যাও।ঘুমিয়ে থাকো। তুমি ঘুমিয়েই থাক।
বিবেক,তুমি আজ বধির হয়ে গেছো। তুমি আজ অন্ধ হয়ে গেছো ।
আফসোস, কোন একদিন তুমিও জেগে উঠবে নিজের আর্তনাদ শুনে  কিন্তু তোমার আশ পাশের সবাই অন্ধ,বধির হয়ে থাকবে,যেভাবে তুমি ছিলে ।সেদিন তোমার বুক ফাটা আর্তনাদ কারো বিবেকে স্পর্শ করবে না। তারাও যে তোমারি মত অন্ধ,বধির আর ঘুম কাতুরে।
বিবেক, তুমি জেগে উঠো। দেখতে শিখো,বলতে শিখো, প্রতিবাদ করতে শিখো। আর তা না হলে ঘুমিয়েই থাকো।
Writer information NILKANTO