:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

  • ১২:২৫:০০ AM
পরাগায়ন
---------------
ঠোট দু'টো দারুনভাবে আশাহত!
কামনার তীব্রতায় ব্যাকুল প্রতিটি শিরা-উপশিরা।
আচানক শুভ্র ফুলের বর্ষণ
মিনারের শীর্ষদেশ।
কোথাও কিছু নেই,
রক্তজবার কোমল স্পর্শ কিংবা
অপরিস্ফুট গোলাপের কলি,
নেই কিছু নেই।
সাধের ভ্রমর ডানা ভেঙে আছে; থাকে,
লাউয়ের কলিগুলো ধীরে ধীরে ফুল হয়;ঝরে পরে,
শুধু অতৃপ্ত ক্ষুধা নিয়ে জেগে থাকে গাছটা।
আবারো অন্য কোনদিন-ফুল ফুটবে,
ডানা মেলে উড়ে আসবে সাধের ভ্রমর;
পরাগায়নের সুখে লাউয়ের ডগা মল পড়বে,
পাপড়িগুলো ভিজে থাকবে
ভোরের শিশিরে;
ফল ধরবে, এই ভেবে।।
Writer information NILKANTO