:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

  • ৩:৪৮:০০ PM
জীবন চলার পথে ভুল পদক্ষেপের মাশুল ভয়াবহ এবং ভোগীই জানে তা কতটা ভয়াবহ হতে পারে।
"Life is like playing chess. Every step you r taken, taking risk to lose or live there.
And in every squire you are stepping, leading you to the game over."
এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন ঠিক মনে করতে পারছি না।তবে নিজের মত করে এর অনুবাদ করলে দাঁড়ায়।
"জীবন হলো দাবা খেলার মত।এখানে আপনার প্রতিটি  চালে ঝুঁকি নিতে হয় হারার কিংবা জিতার।
এবং আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে চালনা করবে খেলার সমাপ্তির দিকে।"
সত্যিই তাই। এক চাল, দু'চাল করে জীবনের এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছি, যেখানে পদে পদে হেরে যাবার ভয়।সময়ের স্রোতধারায় থেমে থাকার সুযোগ নেই।
পরিস্থিতি এমন যে," হয় এগিয়ে চল, নয়ত এখানেই ডুবে মর।
যদি এগিয়ে যাও তখনও মরতে হবে,কিন্তু কিছুটা সময় পাবে।কিন্তু যদি থেমে যাও তবে তোমার চারপাশের উত্তাল ঢেউ তোমাকে চাপা দিয়ে যাবে।"
#এখন মনে হয়,
দিক বিদিক জ্ঞান শূন্য আমি কাষ্ঠ ছেড়ে খড়কুটো কে আকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝছি সেই ছেড়ে দেয়াটা কত বড় ভুল ছিলো । আজ ডুবে যেতে যেতে ঊঠে দাড়ানোর যে নিরলস চেষ্টা করছি, তা আগে কেন করিনি তাই ভেবে নিজেকে ধিক্কার দেই।কষ্ট হয়,  কেন আমি দেখে না শিখে ঠেকে শিখতে গেলাম!ঠেকে শেখার জ্বালা যে কি তা আজ খুব বুঝি। আফসোস, দেখে শিখলে আজ হয়ত এই ঠেকে থাকার যন্ত্রণা টা হত না।
তারপরেও সৃষ্টিকর্তাকে শত সহস্র ধন্যবাদ যে, তিনি আমাকে এতটা পথ টেনে এনেছেন এবং এতটা পথ চলার জন্য সময় এবং সাহস দিয়েছেন।
Writer information NILKANTO