চল একটা কবিতা লেখা যাক, যেখানে প্রতিটি ছত্রে তুমি আর আমি, যার প্রতিটি মাত্রায় যোগ হবে একেকটা স্বপ্ন, পূর্ণিমার চাঁদ, বৃষ্টি ভেজা দুপুর আর সময়ের উল্টো স্রোতে ভেসে বেড়ানো কষ্ট গুলি। চল একটা গল্প লেখা যাক, যেখানে স্বপ্নরা বাসা বাধে আবেগের তুলিতে, নীল বেদনার লাল মেঘেরা উকি দেয় আকাশে, আর ভালোবাসা হয়ে রয় সাদা ক্যানভাস।
চল,একটু খুনসুটি করা যাক, যেখানে তোমার টোল পড়া গাল থাকবে, চোখের তারায় কামনার ছাপ থাকবে, কল্পলতার স্বল্পকালে মান থাকবে,রাগ থাকবে আর থাকবে কাছে আসার উদাত্ত আহ্বান।
(সংক্ষিপ্ত) #নীলকান্ত© ...
শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
- ১২:২৫:০০ AM
পরাগায়ন --------------- ঠোট দু'টো দারুনভাবে আশাহত! কামনার তীব্রতায় ব্যাকুল প্রতিটি শিরা-উপশিরা। আচানক শুভ্র ফুলের বর্ষণ মিনারের শীর্ষদেশ। কোথাও কিছু নেই, রক্তজবার কোমল স্পর্শ কিংবা অপরিস্ফুট গোলাপের কলি, নেই কিছু নেই। সাধের ভ্রমর ডানা ভেঙে আছে; থাকে, লাউয়ের কলিগুলো ধীরে ধীরে ফুল হয়;ঝরে পরে, শুধু অতৃপ্ত ক্ষুধা নিয়ে জেগে থাকে গাছটা। আবারো অন্য কোনদিন-ফুল ফুটবে, ডানা মেলে উড়ে আসবে সাধের ভ্রমর; পরাগায়নের সুখে লাউয়ের ডগা মল পড়বে, পাপড়িগুলো ভিজে থাকবে ভোরের শিশিরে; ফল ধরবে, এই ভেবে।।
#নীলকান্ত...
শনিবার, ২২ আগস্ট, ২০১৫
- ৩:৫২:০০ PM
হে বিবেক, তুমি ঘুমিয়েই থাক।চির ক্লান্ত তোমার জেগে উঠার দরকার কি? যেখানে হাজারো চোখের সামনে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিতের আর্তনাদ আকাশে বাতাসে ধ্বনিত হয় তখনও তুমি ঘুমিয়েই থাক,বরং তাই ভালো।।হাজারো চোখের মধ্যে যখন এক জোড়া চোখে অবিরত বারি বয়,তখনও তুমি ঘুমিয়েই থাক। শত আকুতি-মিনতি,বাঁচতে চাওয়ার তীব্র ব্যকুলতায় যখন কারো কন্ঠস্বর চারিদিকে আর্তনাদের সুর তোলে, তখন তুমি বধিরের মত পাশ কাটিয়ে চলে যাও।ঘুমিয়ে থাকো। তুমি ঘুমিয়েই থাক। বিবেক,তুমি আজ বধির হয়ে গেছো। তুমি আজ অন্ধ হয়ে গেছো । আফসোস, কোন একদিন তুমিও জেগে উঠবে নিজের আর্তনাদ শুনে কিন্তু তোমার...
- ৩:৫১:০০ PM
"ভালোবাসা(Love) হল এমন একটা শব্দ যার মোট বর্ণ সংখ্যা চার। এবং এর প্রথম বর্ন L,ইংরেজি বর্ণমালার ১৬ নাম্বার বর্ণ এবং তৃতীয় বর্ণ V, ২৪ নাম্বার বর্ণ। দু'টোই ৪ দ্বারা বিভাজ্য।দ্বিতীয় বর্ণ O, হল ১৯ নাম্বার বর্ণ এবং পঞ্চম বর্ণ E হলো ইংরেজি বর্ণমালার ৫ নাম্বার বর্ণ, যাদের যোগফল আবার ২৪। এবং এটি ৪ দ্বারা বিভাজ্য।
এবং সকল বর্নের অবস্থানের ক্রমিক একসাথে যোগ করলে হয় ১৬+১৯+২৪+৫=৬৪,যা ৪ দ্বারা বিভাজ্য এবং ভাগফল হয় ১৬। এবং অবাক করার বিষয় হলো ১৬ এর বর্গমূলও কিন্তু চার (৪)।
অন্যদিকে, চারটি বর্ণ দ্বারা একটা শব্দ হয় LOVE, যা বাংলাতেও...
- ৩:৫০:০০ PM
ভালোবাসা হলো কিছু সুক্ষ্ম সুক্ষ্ম অনুভূতির সমষ্টি। এর মধ্যে একটির অভাব অন্যটিতে প্রভাব ফেলে।
আগে বলতে শুনেছি,"যাকে ভালোবাসো,তাকে উজার করে দাও।প্রতিদান আশা করো না।" এই উক্তিটা কে প্রথম করেছিলেন জানিনা,কিন্তু যে এই উক্তিটির জন্মদাতা তিনি পরোক্ষভাবে প্রেমিক প্রেমিকাদের আত্মহত্যাকে উৎসাহিত করেছিলেন।কেননা,এক পক্ষ শুধু দিয়েই যাবে প্রতিদানে এতটুকু ভালোবাসা পাবে না,তা মেনে নেয়া যায় না । আমার মতে, "যখন তুমি কাউকে ভালবাসি বল কিন্তু সে কখনো তোমাকে বলে না কিংবা এড়িয়ে যায় কিংবা গেছে কিংবা এড়িয়ে যাচ্ছে,মনে রেখ সে তোমাকে ভালোবাসে না,বাসেনি কিংবা এখন...
- ৩:৪৮:০০ PM
জীবন চলার পথে ভুল পদক্ষেপের মাশুল ভয়াবহ এবং ভোগীই জানে তা কতটা ভয়াবহ হতে পারে।
"Life is like playing chess. Every step you r taken, taking risk to lose or live there. And in every squire you are stepping, leading you to the game over."
এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন ঠিক মনে করতে পারছি না।তবে নিজের মত করে এর অনুবাদ করলে দাঁড়ায়। "জীবন হলো দাবা খেলার মত।এখানে আপনার প্রতিটি চালে ঝুঁকি নিতে হয় হারার কিংবা জিতার। এবং আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে চালনা করবে খেলার সমাপ্তির দিকে।"
সত্যিই তাই। এক চাল, দু'চাল করে জীবনের এমন এক পর্যায়ে এসে উপনীত...
- ৩:৪৮:০০ PM
"জীবনটা মোকাবেলা করার জন্য, ভয়ে চুপসে থাকার জন্য নয়।" ------------------------------ আমার এক বান্ধবী হঠাৎ ফোন করলো আজ।তা, কমপক্ষে বছর খানেক পর হবে! অপরিচিত নাম্বার দেখে একটু ইতস্তত করে ফোন টা রিসিভ করলাম। ও পাশ থেকে কোন সম্বোধন কিংবা কুশল বিনিময়ের কোন বালাই নেই।ফোন রিসিভ করতেই ঠাস ঠাস করে কানের উপর কয়েকটা পড়লো,"তোরে থাপ্ড়াইয়া দাঁত খুলে ফেলবো। ফেসবুকে এসব কি লিখিস, হ্যা? " আমি ঘটনার আকষ্মিকতায় হতবম্ভ। কে এত অধিকারের সাথে কথাগুলো বলছে তাও ভাবার কথা আমি ভুলে গেছি।সে যে কে, সেটাও জিজ্ঞাসা করার সাহস পাচ্ছি না। এদিকে, অন্য পাশ থেকে তিনি এক নাগারে...
- ৩:৪৭:০০ PM
এ পথে আমার আগে বহুজন হেটেছে,পদচিহ্ন এঁকেছে আমাদের পথ দেখাতে। এবং আমিও শেষ নই, আমার পরেও অনেকেই এ পথে যাবে। কিন্তু, এ পথে হাটতে গিয়ে কে কতটা নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে যেতে পেরেছে তাই দেখা হবে এক সময়। হয়তবা বারবার হোচট খেয়েও আমাদের মত আরো অনেকেই এগিয়ে যাবে চূড়ান্ত সীমানা ছোয়ার তীব্র আকাঙ্খায়। কিংবা অনেকেই পিছু হটবে যেভাবে হটেছে এর আগেও অনেকে।শুধু আফসোস, যারা পিছু হটেছিলো তাদের শুরুটা হয়েছিলো প্রচন্ড জোশ আর আত্ম অহংকারে।
কিন্তু যারা পথের ধুলো-কাদা মেখে একাকার হয়ে বারবার হোচট খেয়েও ঘুরে দাঁড়িয়েছিলো, তারাই আজ পথের সীমানায় জয়মালা পড়েছে। অভ্যর্থিত...
- ৩:৪৫:০০ PM
দু'চোখ ভরা অভিমান নিয়ে ও প্রায়ই বলে,"তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও না। " "বল তো,আমাকে নিয়ে তুমি কোথাও বেড়াতে গেছো? " তারপর ওর অভিমানী চোখের পাতায় না পাওয়ার শিশিরেরা ভর করে । আমি একটু ভেবে দেখি,সত্যিই তো, ওকে নিয়ে কোথাও সেভাবে ঘোরা হয়নি!আমাদের সীমাবদ্ধ ঘোরা ফেরা শুধু সাত মাথা থেকে খোকন পার্ক আর বড়জোর বিসিএল কিংবা কোয়ালিটিরর ফাস্ট ফুড শপ।তার বাইরে তেমন কোথাও যাওয়া হয়নি।এমনকি এক দেড় ঘন্টার বেশি বাহিরে যে ওকে সময় দিতে পেরেছি তাও না! বরং যা দিতে পেরেছি তা হল, অনাগত ভবিষ্যৎ জীবনে দু'জন সারা দেশ ঘুরে বেড়াবো সেই অনিশ্চিত প্রতিশ্রুতি। তবে কি এ অভিমান...
- ৩:৪৫:০০ PM
কয়েকটা কষ্ট ও তার অনুভূতি
#এক
যখন আপনি চাচ্ছেন কেউ আপনাকে নিজে থেকে বুঝুক কিন্তু সে বুঝছে না, কিংবা আপনার মনের কথাটা তাকে আকার-ঈঙ্গিতে বুঝাতে চাচ্ছেন কিন্তু সে বুঝতেই চাচ্ছে না তখন যে অনুভূতি টা আপনার হৃদয়ে অনুভব করবেন তা হলো কষ্ট । একটু খেয়াল করলেই বুঝবেন, আপনার হৃৎকম্পন হঠাৎই শীথিল হয়ে গেছে, জামাট কষ্টে বুকের ভেতর টা হাহাকার করছে,বুকটা চিনচিন করছে।কিন্তু সেই অনুভূতির, সেই ব্যাথা ব্যাখ্যা করার শব্দ আপনি খুঁজে পাচ্ছেন না।
#দুই
কারো জন্য আপনি পাগলপ্রায়।তার সাথে দেখা না হলে, এক-দেড় ঘন্টা কথা না হলে চারপাশের সব কিছু অর্থহীন মনে হয়,কিন্তু সে...
- ৩:৪৫:০০ PM
যখন হতাশা আমাকে ঘিরে ধরে তখন স্বপ্ন আমাকে বাঁচাতে শেখায়।
প্রথমত, যে কোন কারনেই হোক মাঝে মাঝে ভীষন মেজাজ খারাপ হয়। যেমনঃএই মুহুর্তে আমার মেজাজ খুব খারাপ। আর মেজাজ খারাপ থেকে আসে হতাশা,অভিমান, জীবনের প্রতি মায়াহীনতা।
২য়ত, মেজাজ খারাপ থাকলে আমার কষ্ট লাগে।যেহেতু কষ্ট টা মস্তিস্ক নিয়ন্ত্রিত তাই মাথা ব্যাথা শুরু হয়। তৃতীয়ত, হার্ট অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। যেমনঃ বুকটা চাপ ধরে থাকে,মনে হয় শ্বাস কষ্ট হচ্ছে। দীর্ঘ নিশ্বাস নিলে তবে একটু ভালো লাগে কিন্তু অস্থিরতা বেড়ে যায়। গলা ছেড়ে চেঁচাতে ইচ্ছে করে কিন্তু পারিনা।
৩য়ত, এরকম পরিস্থিতি তে...
- ৩:৪২:০০ PM
It was better than the good. (Its how i have spent my last 72 hours.) #৮ তারিখ, সারা রাত ইউ টিউবে ইংলিশ মুভি। #৯ তারিখ, সাকাল ১০ টায় ঘুম থেকে উঠলাম। তারপর গোসল & ব্রেকফাস্ট ১১:৩০। #১২ টা থেকে ৫ টা পর্যন্ত পারসোনাল অফিস ট্যুর উইথ মাই পারসোনাল সেক্রেটারি। #৬:৩০ থেকে ক্লান্ত শরীর শ্রান্ত মনে এক ঘুমে রাত ১০:৩০ টা। দ্যান আ সিম্পল ডিনার & দ্যান ফেসবুকিং ভোর ছয়টা পর্যন্ত। #১০ তারিখ, সোয়া ছয়টায় ঘুমিয়ে উঠলাম ১১ টা নাগাদ।তারপর... দেড় ঘন্টার ছোট্ট একটা সী অফ ট্যুর।বাসায় এসে গোসল,লাঞ্চ ইত্যাদি ইত্যাদি দুপুর তিনটে। #তখনই মনে হলো,ওহ হো!...
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
- ১:০৮:০০ AM
স্বপ্ন দেখাটা ছাড়তে পারিনি বলে খুব পস্তাতে হয়।সেই ছোট বেলা থেকে বড় বড় স্বপ্ন দেখে এসেছি। সেসব স্বপ্ন গুলো সে সময় এতই বাস্তব ছিলো যে,মনে হত যেন স্বপ্ন গুলোকে আমি ধরতে পারতাম,স্বপ্নের স্পর্শ অনুভব করতে পারতাম।কিন্তু সময়ের সাথে সাথে নিজের অবহেলা আর অনাদরে স্বপ্নগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। আমি স্পষ্টতই স্বপ্নের এই হারিয়ে যাওয়াকে উপলব্ধি করতে পারছিলাম। কিন্তু কেন জানি তাকে ধরে রাখতে ইচ্ছে করেনি। তারপর দিনের পর দিন চলে গেছে,বছরের পর বছর, যুগ পেরিয়ে আরেক যুগ এসেছে। আমার স্বপ্নের ভেলাও সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করতে থাকে।কিন্তু কেন জানি স্বপ্ন...
সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
- ১২:৫৩:০০ PM
ভালোবাসার গানিতিক ভিত্তিঃ
"ভালোবাসা(Love) হল এমন একটা শব্দ যার মোট বর্ণ সংখ্যা চার। এবং এর প্রথম বর্ন L,ইংরেজি বর্ণমালার ১৬ নাম্বার বর্ণ এবং তৃতীয় বর্ণ V, ২৪ নাম্বার বর্ণ। দু'টোই ৪ দ্বারা বিভাজ্য।দ্বিতীয় বর্ণ O, হল ১৯ নাম্বার বর্ণ এবং পঞ্চম বর্ণ E হলো ইংরেজি বর্ণমালার ৫ নাম্বার বর্ণ, যাদের যোগফল আবার ২৪। এবং এটি ৪ দ্বারা বিভাজ্য।
এবং সকল বর্নের অবস্থানের ক্রমিক একসাথে যোগ করলে হয় ১৬+১৯+২৪+৫=৬৪,যা ৪ দ্বারা বিভাজ্য এবং ভাগফল হয় ১৬। এবং অবাক করার বিষয় হলো ১৬ এর বর্গমূলও কিন্তু চার (৪)।
অন্যদিকে, চারটি বর্ণ দ্বারা একটা...
শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
- ১:১৪:০০ PM

#১৫ আগষ্ট একটা রাজনৈতিক ট্র্যাজেডী। স্বাধীন বাংলাদেশের একটি কালো দিন।
-----------------------
দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আহত পাখির মত বাঙালি জাতি যখন মুক্তির জন্য ছটফট করছিলো,কিন্তু মুক্ত আকাশ দেখার সাহস সঞ্চয় করে উঠতে পারেনি ঠিক তখনি একজন মহান নেতার আবির্ভাব হয়।তিনি শুধু বাঙালিকে আকাশ দেখাননি বরং সেই আকাশে কিভাবে উড়তে হয় তাও শিখিয়েছিলেন।তার অসাধারণ ব্যক্তিত্ব, সম্মোহনী বক্তৃতা,নিগূঢ় দেশপ্রেম বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্খাকে...