:::: MENU ::::
  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  1. 1
  2. 2
  3. 3

বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

  • ১১:২৫:০০ AM
ওসব মিথ্যে কথা, কুকুর বেড়াল মূতলেই(প্রস্রাব)  যে হয় ব্যাঙের ছাতা! আরে, ইদানীং ঘরের ভিতর কোন কুকুরে মূতে দিলো কোন সে ক্ষণে! ন্যাড়া কুকুর কুকুর হলেও মূতে ঘরের কোণে। কে রাখে তার খবর! স্যুট বুট পড়ে থাকা কুকুরগুলো মূতে ঘরের ভিতর! দেশে আবার এদের বড়ই কদর, ব্যাঙের ছাতা তৈরি করে পায় জামাই আদর। মিছিল মিটিং সভা গমগম ব্যাঙাচিদের হয় সেথায় আগমন, কুকুর গুলো মূতলেও পড়ে কোথা ব্যাঙাচিদের লম্ফ চলে সেথা। ভাই-ভাই কুকুর বেড়াল গুলো বানায় ছাতা ব্যাঙাচিদের জন্য। কুকুর বেড়াল প্রশস্তিও গায়, মূতেও হয় ধন্য। বাঙাচিরা বাহবা দেয় ব্যাঙের ছাতার জন্য...

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

  • ১২:১৭:০০ AM
একটা যান্ত্রিক শরীর চাই আমার।কামহীন,কামনা হীন,বাসনাহীন, আশাহীন, স্বপ্নবিহীন একটা যান্ত্রিক শরীর । যেন, সিএফসি বাড়লেও শরীরের বরফ না গলে যায়, হিমালয় কিংবা এন্টার্কটিকার জমানো বরফের মত। কিংবা বরফ গলা কামনার সমুদ্রের উচ্চতা বেড়ে আঁধারের বুকে জেগে না উঠে শরীরের ভয়ানক পিপাসু সে দানব। আমি তেমন একটা যান্ত্রিক শরীর চাই। আমি একটা যান্ত্রিক শরীর চাই, যার হৃদয়ে ভালবাসার কোন ঠাই হবেনা। কোন উষ্ণ কমল স্পর্শেও যার আগ্নেয়গিরি আর কখনো ভিসুভিয়াস হবেনা। আমি তেমন একটা যান্ত্রিক শরীর চাই আমার। আমি রাতের আঁধারকে জড়িয়ে ঘুমোতে চাই, পৃথিবীর মত। শরীরের...

বুধবার, ২০ জুলাই, ২০১৬

  • ১:০১:০০ PM
মেয়েটির নাম "নিশা।"(গল্পঃপার্ট-১) মেয়েটির সাথে প্রথম পরিচয় ২০০৮/০৯ সালে।তখন ফেসবুক এতটা জনপ্রিয় ছিল না অথবা ফেসবুক সম্পর্কে বেশিরভাগ মানুষই ছিল অজ্ঞ। আমার মত কিছু ইন্টারনেট পাগল ছেলে মেয়েরা ছাড়া নেট কি তা অনেকেই জানত না।আর আমরা যারা নেটে যেতাম তারা স্বাভাবিকভাবেই অপরিচিত মানুষের সাথে ফ্রেন্ডশিপ করার প্রতি বেশ আগ্রহী ছিলাম। তার উপর চিঠিতে পত্র মিতালী করার এইজটাও গেল গেল প্রায় অবস্থা। সুতরাং প্রযুক্তির ছোয়া বলতে গেলে নেশার মত ছিল আমাদের...

সোমবার, ২০ জুন, ২০১৬

  • ৪:০০:০০ PM
তোমাকে নিয়ে লেখা কবিতার দিকে তাকালে আজ ঘেন্না হয়। বড্ড বেমানান তোমার সাথে। এক একটি কবিতা যেন, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এক একটি পতিতা। আর সেই- পতিতা কবিতাগুলোর প্রতিটি পঙক্তি যেন আজ সেঁজে গুঁজে খদ্দর খুঁজে বেড়ায় রাতে, আঁধারে। বড্ড বেমানান সেই সব উপমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাতের ল্যাম্পপোস্ট গুলো। আমায় অন্ধ বলে। বলে, আমি নাকি রাতকানা। তাই- পতিতার হৃদয় খুঁজে ভুল করেছি! যে হাসনাহেনার সাথে কবিতা জুরে ছিল, সেও আজ প্রশ্ন তোলে। মানহানির মামলা ঠুকে দেবে বলে ভয় দেখায়! বলে- আমি নাকি গন্ধ বুঝি না।তাই- কবিতার শরীরের পঁচা গন্ধকে...
  • ৩:৫৫:০০ PM
অবশেষে মা'কে বললাম,"মা,তোমার পুত্র বধু খোঁজ।" মা আমার কথা বিশ্বাস করতে পারছিল না। অবাক হয়ে জিজ্ঞাসা করল,"কেন? ওর সাথে কি রাগারাগি হয়েছে?" মাকে বললাম, "না মা, রাগারাগি হয়নি।" মা তবুও যেন বিশ্বাস করতে পারল না। আর কিভাবেই বা করবে! যে মেয়েটার জন্য এত কিছু সহ্য করলাম,যার জন্য জীবনটাকে ট্রেজেডি সিনেমা বানালাম, সেই মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব সেটা অবিশ্বাস্যই বটে! মা তাই সত্য উদঘাটনের জন্য ওর নাম্বারে ফোন দিল।ফোন বন্ধ। শেষ পর্যন্ত ঘুরে ফিরে ফোন টা আমার কাছেই এলো। "হ্যালো মা,আসসালামু অলাইকুম। বল মা।" আমি ফোন রিসিভ করেই বললাম। মা একটু অবাক...
  • ৩:৪০:০০ PM
বাবা, প্রথম যখন বুঝতে শিখলাম সম্পর্ক কি,তখন চার পাশে হাতড়ে তোমায় পাইনি।পরিবারে দাদা-দাদী,চাচা,ফুফুরা, মা সবাই ছিল শুধু তুমি ছিলে না।পরে জানলাম তুমি দেশের বাহিরে। চাকুরীর প্রয়োজনে হাজার হাজার মাইল দূরের অরন্য ঘেরা আফ্রিকায়। অবশ্য তখন ভূগোলের কোন ধারনা ছিল না আমার।না ছিল মাইল বা কিলোমিটারের ধারনা।শুধু জানতাম আফ্রিকা অনেক অনেক দূরে।  মাকে বলতাম,"মা,আফ্রিকা কত দূর?" মা বলত, "অনেক অনেক দূরে। সমুদ্র পাড়ি দিয়ে যেতে হয়।" সমুদ্র বলতে এটা জানতাম...

বুধবার, ১৫ জুন, ২০১৬

  • ৪:৪৫:০০ AM
প্রিয়তমা, বুকের মধ্যে চিনচিন করছে।একটা অস্ফুট হাহাকার বুকের ভেতরটা ফালাফালা করে দিচ্ছে অবিরত।  এ ব্যাথাটা যে কেমন ব্যাথা জানো তুমি? জানো হয়ত কিন্তু বুঝ না। বুঝলেও অনুভব করতে পারবে না তুমি। এটা কষ্টের এমন এক মাঝামাঝি অবস্থা যেখানে অনুভূতি গুলো ভোঁতা হয়ে যায়,হৃৎপিন্ডের উঠানামা শিথিল হতে শিথিলতর হয়, কষ্টগুলো অশ্রু হয়ে বেড়িয়ে আসতে চায় কিন্তু পারেনা। স্মৃতিগুলোর আর্তনাদে কেঁপে কেঁপে উঠে হারানোর ভয়ে ভীত স্বপ্নগুলো।তারপর ধীরে ধীরে চোখটা ছলছল করে উঠে কিন্তু লোনা জল লোক লজ্জার ভয়ে লুকিয়ে থাকে চক্ষু গহবরে। প্রিয়তমা, এ ব্যাথা যে কেমন ব্যাথা তা...

সোমবার, ১৩ জুন, ২০১৬

  • ৬:১৩:০০ PM
পাশাপাশি হেটে অনেকটা পথ দিয়েছি পাড়ি, অনেকটা বন্ধুর পথ একসাথে। কথা ছিলো, বন্ধুর পথ পেরুলেই পিচঢালা জীবন; সুখ আর সুখের স্বপ্ন বুনবো তাতে। কিন্তু- এখন যখন পিচ ঢালা পথে এসে দাঁড়িয়েছি তখন দুজনার দুটি পথ আলাদা হয়ে গেছে! স্বপ্নের সুতো ছিড়ে গেছে স্বার্থের কড়িতে। হয়ত এভাবেই ছিঁড়ে যায় সব, ছিঁড়ে যায় সব বন্ধন এসে পিচঢালা এই পথে।। বড়ই নিষ্ঠুর এ পথ ,নিষ্ঠুর এই পিচঢালা জনপদ। স্বার্থের কাছে ভালবাসা হয় বধ, সত্যিই, এ এক নিষ্ঠুর জনপদ। দেখ, নেই পথে যখন পথ খুঁজে নিয়েছিলাম, তখন চলেছিস একসাথে। আর এই পিচঢালা...

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

  • ৮:৩৪:০০ PM
মেয়েরা সব সময় নিজেদের স্বার্থটাই বড় করে দেখে,এরকম কথা লোকে বলে।কিন্তু আসলেই কি তাই? লোকে বলে "স্বার্থের জন্য প্রয়োজনে সব কিছু করতে পারে। এমনকি বয় ফ্রেন্ডকেও ছেড়ে দিতে পারে যখন তখন।নিজের রাগ যিদ কে সফল করার জন্য তো বটেই।" যাই হোক এর জন্য নারীকে দোষ দিচ্ছিনা। বিশেষ করে শুধুমাত্র এ যুগের নারীদের তো অবশ্যই না।কারন, নারী সন্দেহবাতিক, কৌতুহলপরায়ন,অস্থিরচিত্তের একদিনে হয়নি। তাদের এসব গুণের পেছনে রয়েছে বহু পুরোনো ইতিহাস ও ঐতিহ্য। ব্যাপারটা হলো,মানুষের সৃষ্টির আদিকাল থেকেই সে নিজ জায়গায় স্বার্থপর। কিভাবে? তার জন্য আমাদের সৃষ্টির আদিতে যেতে হবে।স্রষ্টা...

সোমবার, ৬ জুন, ২০১৬

  • ১০:১০:০০ AM
সেই অপূর্ণ চাওয়াগুলো, একে একে সবহতাশার চাদরে পড়েছে ঢাকা।চলতে চলতে সোজা পথ গুলোওহয়েছে বাঁকা, প্রাপ্তির প্রান্তে এসে।কালো আধারের বুকে কষ্টের জোনাকিরা সবনীল আলো জ্বেলে পাখা মেলে! আর বুক ফাটা আত্মচিৎকারেমাটির বুকে মাথা খুটে মরে,স্বপ্নের ঝিঝি পোকাগুলো।জ্বলন্ত সিগারেট শেষ হয়,নিভে যায়;এক এক করে ধোয়ার কুন্ডলি গুলোহারিয়ে যায়, কুয়াশার মত।কিন্তু শেষ হয় না, কষ্টের ছুচো গুলোরগা থেকে বিগলিত বিশ্রী গন্ধ।নেভে না,স্বপ্নের গায়ে লেগে থাকা আরডিএক্স,বিস্ফোরিত হতাশার আগুন।হৃদয় পোড়া তামাটে গন্ধে, চারপাশের বাতাসে মৃদু কোলাহল জাগে,আবার থেমে যায় সব, সভ্য জাতিদেরঅসভ্য কার্যকলাপে!আশার...

রবিবার, ৫ জুন, ২০১৬

  • ১০:২২:০০ AM
আজ নাকি কোন স্পেশাল দিন!!ওহ!এখন তো রাত।দিন তো সেই কখন রাতেরআধারে ঢেকেছে।তাহলে আমিই বোধহয় এক্টুদেরি করে ফেলেছি।রাস্তার পাশের ওই দোতলারজানালাটা খোলা ছিল,এলোকেশী কোন রমণীর ধবধবে সাদা পিঠেরসকালের সুর্যস্নান দেখতে দেখতে দুপুরগড়িয়েছে।তারপর,নিকশ কালো ভেজা চুল শুকাতে আসাপাশের বাড়ির যুবতীরদিকে চেয়ে থাকতে থাকতে হয়েছেআসব আসব করেও আসা হয়নি।আচ্ছা,আজ না কি কোন স্পেশাল দিন?সেও তো চলে গেছে আধারেরসাথে সাথে।তবুও রাত এখনো কিছুটা বাকি!কিন্তু,দোতলার বারান্দাররএলোকেশী রমণী নেই,নেই পাশের বাড়ির যুবতী।হয়তবা আবারো একশ বছরপরে ফিরে আসবেওরা দুজন, ফিরে আসব আমি।ফিরে পাব আজকের...
  • ১০:১৯:০০ AM
একটা সকাল দিতে ইচ্ছে করে তোমায়, এরকম এক বৃষ্টিস্নাত সকাল। আকাশে কালো মেঘের ভেলা, বিদ্যুতের ঝলকানি, গুরুম গুরুম বজ্রপাত আর মাথার উপর ঝুম বৃষ্টি। আর সেই সকালে,রাস্তা ফাকা,পাতি হাসগুলো খেলবে জলকেলি।বজ্র মেঘের ঝলকানিতে চোখ বন্ধ করে-দু কানে আঙ্গুল ঢুকাবে অশীতিপর বৃদ্ধা। আর তোমার ভীত-সন্ত্রস্ত মুখটা লুকোবে আমার বুকে।শির শির করে কেঁপে উঠা তোমার ঠোট,উষ্মতা খুজবে আমার ঠোঁটে। এরকম এক সকাল দিতে ইচ্ছে করে খুব।এমনই একটা বৃষ্টিস্নাত সকাল...
  • ১০:১৭:০০ AM
এই যে, এরা সব কাঠবিড়ালের দল, লেজ উচিয়ে ঘোরে-ফিরে, খায় গাছের পাকা ফল।। এরা সব কাঠবিড়ালের দল। রাজনীতির মাঠটা গরম, আছে ক্ষমতা,শক্তি,বল; এবার তোকে কে ঠেকাবে, ইচ্ছা মত চল। এরা সব কাঠবিড়ালের দল।। অবশ্য জাত আছে দুটো, কেউ কারো কাছে হবে না কো ছোট, শুধু, দ্বন্দ্ব তাদের কে খাবে কোন ফল! কেউ পেড়ে খায় গাছ থেকে তো কেউ কুড়ায় গাছের তল। যত যাই বলো রে ভায়া, এরা সব কাঠবিড়ালের দল। আর আমরা?? আমরা মানুষ বড়ই খাস, পদে পদে তাই খেয়ে যাই বাশ।। মুখ ফুটে বললে কিছু, এরা বলে," আরে শালা,তুই আবার কি চাস?? " আমাদের নরম কমল দিল, ভুলেও কভু মারি না এদের ঢিল, কুকুরের সাথে...
  • ১০:১৩:০০ AM
যতবার এ হাতে ময়লা লেগেছে,ধুয়েছি। খালি পানিতে ধুয়েও ময়লা পরিস্কার হয়েছে, কিন্তু এবার?? এবার যে  লেগেছে- চটের ব্যাগ হাতে গ্রাম্য হাটুরের রক্ত, রাস্তায় পড়ে থাকা লুলা ভিখারি সাত্তারের রক্ত। লেগেছে সারাদিন ঘামে ভেজা ভ্যানওয়ালা মন্টুর রক্ত, রোদে পোড়া কৃষ্ণকায় বর্গাচাষী রবিউল মিয়ার রক্ত। এ রক্ত সরাবো কিভাবে?? সাবান দিয়ে,হ্যান্ডওয়াশ দিয়ে, ডেটল বা স্যাভলনের মত এন্টিসেপ্টিক দিয়ে কতবার ঘসেছি, যায়নি। কাপড় কাচা ডিটারজেন্ট এর মধ্যে হাত ভিজিয়ে রেখেছি বহুবার, তবুও যায়নি। না রক্তের দাগ,না  গন্ধ, কোনটাই। কি করেই বা যাবে - এ রক্তের দাগ যে মিশে...

সোমবার, ৩০ মে, ২০১৬

বুধবার, ২৫ মে, ২০১৬

  • ৫:০৯:০০ PM
(মডেল ও অভিনেত্রী সাবিরা হোসাইনের আত্মহত্যা আমাকে ব্যথিত করেছে। তাই স্বর্গ কিংবা নরকের ঠিকানায় আমার এ চিঠি।) সাবিরা, তোমার ওখানে কি আমার এ চিঠি পৌছবে? তোমার ঠিকানা যে জানিনা। তবুও লিখছি। সাবিরা, কত সহজেই তুমি পৃথিবী ছাড়লে,মায়া কাটালে সব কিছুর!সত্যিই,তোমার সাহসের প্রশংসা না করে পারি না। কিন্তু দেখ, কি নির্লজ্জের মত আমি এখনো বেঁচে আছি! কি বেহায়ার মত! যে বেদনা নিয়ে তুমি চলে গেলে তেমনি বেদনা নিয়ে আমি আজো বেঁচে আছি নির্লজ্জ বেহায়ার মত। তোমার মত আমারো সেদিন উচিত ছিলো পৃথিবী কে গুডবাই জানানোর। কিন্তু পারিনি। কিভাবে পারব বল, তোমার মত ওত শত...

মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

  • ১২:১৬:০০ AM
নায়িকা, বৈশাখী মেলায় ঘুরবো বলে কত কিই না ভেবে রেখেছিলাম!ভেবেছিলাম,  তুমি পড়বে লাল পেড়ে বৈশাখী শাড়ি আর আমি সাদা পাঞ্জাবী। তোমার কপালে থাকবে লাল টিপ,ঠোটটা রাঙিয়ে নেবে হালকা গোলাপি লিপিষ্টিকে। আর রেশমি লাল চুড়িতে ভর্তি থাকবে দুটি হাত। যদিও লাল জিনিসে রয়েছে আমার যথেষ্ট এলার্জি, তবুও একদিনের জন্য অন্তত সেভাবেই সাজিয়ে তোমার বৈশাখী সৌন্দর্য উপভোগে আমার বিন্দুমাত্র অনীহা ছিল না। বরং গোলাপী ঠোটটাকেও লাল করার জন্য মোক্ষম সময় বুঝে লিপিষ্টিকের পরিবর্তে ভালবাসার রংটা ছিটিয়ে দিতাম!! যাই হোক, বড্ড ইচ্ছে ছিলো সারা মেলা ঘুরে যদুনাথের সস্তা চুড়িমালার...

শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

  • ১২:৪৩:০০ PM
কর্ণেল মিথঃ শেষ রাতের খুন – ১ - এস এম হারুন অর রশিদ হঠাৎ চেঁচামেচিতে ঘুম ভেঙে গেলো।কত বাজে দেখতে দেয়াল ঘড়িটার দিকে তাকালাম। ঘরের মৃদু আলোয় দেয়াল ঘড়ির কাটাটা প্রায় তিনটা ছুই ছুই দেখতে পাচ্ছি।কিন্তু এত রাতে চেঁচামেচি করে কারা?না এখন ফজরের নামাজ শুরু হয়েছে যে লোকজন রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাবে,না এটা কোন বাজার এলাকা! বরং শহর থেকে বেশ খানিকটা দূরে একটা নির্জন পাঁচতালা বাসার চারতলায় থাকি আমি। আর শহর থেকে এই দূরে এসে থাকাটার একমাত্র...

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

  • ১১:২৭:০০ AM
একজনের মস্তিস্ক থেকে অন্যজনের মস্তিস্কে স্মৃতি/ডেটা ট্রান্সফার, এটা সম্ভব! --------------------------- যদি একশ জনকে জিজ্ঞাসা করা হয় যে,সবচেয়ে কঠিন কাজ কোনটি, কায়িক শ্রম নাকি পড়াশোনা? তবে আমার বিশ্বাস একশত জনই বলবে,"পড়ালেখা"। কারণ, আপনি আপনার যে কোন কাজ অন্যকে দ্বারা করিয়ে নিতে পারেন।কিন্তু পড়াশোনা? ইটস ইম্পসিবল। আপনার পড়াশোনা অন্য কেউ করে দিতে পারবে না।আপনারটা আপনাকেই করতে হবে। এটা সবাই জানে । আর এই বিষয়টা নিয়েই এখন আমার যত মাথা ব্যাথা। আচ্ছা,এমন কি হতে পারে না যে,একজন পড়ালেখা করে তার মেমরি তে যা সঞ্চয় করেছে তা অন্য জনকে ট্রান্সফার...

বুধবার, ২৩ মার্চ, ২০১৬

  • ১:২১:০০ PM
ঠাকুরগাঁ এর আবহাওয়া টা বেশ ভালো। আর সব বসন্তের ন্যায় দিনে এখানেও ঝলমলে রোদ পড়ে তবে তাপমাত্রা টা ঢাকার মত ওতটা পোড়ায় না। আর বেলা গড়ালেই হিমালয়ের কাছাকাছি কোথাও এসে পড়েছি তার আঁচ পাওয়া যায়। ঢাকায় যেখানে রাত দিন চব্বিশ ঘন্টা এসি কিংবা ফ্যান ছাড়া চলেই না,সেখানে এই মার্চের শেষার্ধেও ফ্যান না চালিয়ে দিব্যি থাকা যায়।। শুধু ফ্যান চালানোর প্রয়োজন হয়না তা না,বরং রীতিমত কাঁথা কিংবা লেপ গায়ে দিয়ে থাকা যায়। কিন্তু এরকম সময়েও আমি ফ্যান চালালাম। রেগুলেটর ঘুরিয়ে বেশ খানিকটা জোড়েই ফ্যান ছেড়েছি।উদ্দেশ্য গরম কে তাড়াবো বলে নয়,বরং মাথার মধ্যে রাগের ঝিঝি পোকারা...
  • ১:১৯:০০ PM
এ যেন অভিকর্ষের চিরায়ত নিয়মে বাধা পড়া। তাই তোমাকে ঘিরেই আবেগগুলো কেন্দ্রীভূত হয়। ভূত থেকে ভবিষ্যৎ সবকিছু যেন আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে থাকে সেখানে। ঘূর্ণনের নিম্নমুখী চাপেও মাঝে মাঝে কষ্টের রকেটলঞ্চারে উর্ধ্বমুখী হই। কিন্তু সম্পর্কের বন্ধন ছিন্ন করার দুঃসাহস হয়না কখনো, ফিরে ফিরে আসি বারবার তোমার জমিনে। তবেই এটাই কি আমার দূর্বলতা...
  • ১:১৭:০০ PM
আমি কি মানুষ নই! আমি বোধহয় মানুষ নই। মানুষের রক্তের রং লাল হয়,আমার রক্ত খয়েরী কিংবা বাদামী। মানুষ হলে রক্তের প্রতিটি কণায় উত্তাপ থাকত, আমার রক্ত ঠান্ডা-শীতল। আমি মানুষ নই, মানুষ হলে আবেগের জায়গা থাকত, মান-অভিমানের জায়গা থাকত, হৃদয় থাকত। আমার হৃদয় নেই, মান-অভিমান আর আবেগ থেকে আমি বহুদুর।। আমি বোধহয় সত্যিই কোন মানুষ নয়। নীলকান্ত...

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

  • ১২:০৬:০০ AM
আই মিস ইউ পত্র-১৬ প্রিয়তমা, আজ বড্ড অভিমান করে তুমি বললে, "তুমি আমাকে অনেকদিন চিঠি লিখো না ,আজকে একটা চিঠি লিখো তো ! কতদিন তোমার চিঠি পড়ি না !" তোমার কথা শুনে হাসব না কাদবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না । হাসতে ইচ্ছে করছিল এই জন্যে যে,তোমার কথা যখন মোবাইলের স্পীকার থেকে কানে পৌছলো ,নিশ্চয়ই তখন তোমার অভিমানী মুখের অভিব্যক্তিতে ছোট্ট বাচ্চাদের মত সেই সহজ সরল ছেলেমানুষি খেলা করছিল ! আর কাদতে ইচ্ছে করছিলো এই ভেবে যে, আজ আমি তোমার পাশে নেই।দূর দুরান্তর থেকে শুধু দূরালপনির কী-প্যাডে মেসেঞ্জারের পাতায় কিংবা শব্দ তরঙ্গে বন্দী হয়ে...

বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

  • ১:২৮:০০ AM
এই মধ্যরাতে বিড়াল দম্পতির আবার কি হলো কে জানে! চেঁচামেচি করে পুরো ফ্লাটটা মাথায় তুলেছে যেন।সম্ভবত, পরকীয়া জনিত কারণে বিড়ালনীর সাথে বিড়ালের কিছু একটা হয়েছে। আর হবেই না বা কেন! এই তো গতকালকেও দেখলাম,বিড়ালনী তার বয়ফ্রেন্ডকে ছেড়ে অন্য একজনের সাথে ঘুটুর ঘুটুর করছে। এরকম ঘুটুর-ঘুটুর বিড়ালের সহ্যই বা হবে কেন! তাই বিড়াল মহাশয় টের পেয়ে গিয়ে হয়ত  মাঝ রাত্রে তার বিড়ালনীর সাথে এই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে। যাই হোক, বেশ কিছুক্ষণ প্রচন্ড মাথা ব্যাথা সত্ত্বেও ওদের চেঁচামেচি শুনলাম।কিন্তু আর কিছুতেই সহ্য হচ্ছে না। এমনিতেই নিজের প্রচন্ড মাথা ব্যাথায় ইচ্ছে...

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬

  • ১০:২৬:০০ AM
নিঃস্বার্থ প্রেম বলে পৃথিবীতে কোন প্রেম নেই।এমনকি প্রেমের ক্লাসিফিকেশনেও নিস্বার্থ প্রেমের অস্তিত্ব নেই।তার মানে হলো,নারী বা পুরুষের প্রেম,খোদার প্রতি বান্দার প্রেম, প্রকৃতির প্রতি মানুষের প্রেম সকল প্রেমেই কোন না কোন স্বার্থ জড়িয়ে আছে। কিভাবে? আচ্ছা,তার জন্য শুধু দু' একটা প্রেমের ব্যাখ্যায় যাচ্ছি তাহলেই বাকি সব তথাকথিত নিঃস্বার্থ প্রেমের মাঝে স্বার্থপরতা খুঁজে পেতে কষ্ট হবে না।। প্রথমত,প্রকৃতি ও মানুষের প্রেমের মধ্যে নজিরবিহীন নিঃস্বার্থ প্রেম দেখা যায়(আপাতদৃষ্টিতে।) । কিন্তু আসলেই কি মানুষ ও প্রকৃতির প্রেমে কোন স্বার্থ জড়িয়ে নেই? অবশ্যই...
Writer information NILKANTO