:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

বুধবার, ২৫ মে, ২০১৬

  • ৫:০৯:০০ PM
(মডেল ও অভিনেত্রী সাবিরা হোসাইনের আত্মহত্যা আমাকে ব্যথিত করেছে। তাই স্বর্গ কিংবা নরকের ঠিকানায় আমার এ চিঠি।)

সাবিরা,
তোমার ওখানে কি আমার এ চিঠি পৌছবে? তোমার ঠিকানা যে জানিনা। তবুও লিখছি।
সাবিরা,
কত সহজেই তুমি পৃথিবী ছাড়লে,মায়া কাটালে সব কিছুর!সত্যিই,তোমার সাহসের প্রশংসা না করে পারি না। কিন্তু দেখ, কি নির্লজ্জের মত আমি এখনো বেঁচে আছি! কি বেহায়ার মত!
যে বেদনা নিয়ে তুমি চলে গেলে তেমনি বেদনা নিয়ে আমি আজো বেঁচে আছি নির্লজ্জ বেহায়ার মত।
তোমার মত আমারো সেদিন উচিত ছিলো পৃথিবী কে গুডবাই জানানোর। কিন্তু পারিনি। কিভাবে পারব বল, তোমার মত ওত শত সাহস আমার ছিলো না। তবুও শক্ত হাতে ধরা ধারালো ছুরিটা বারবার পেট কিংবা গলার চামড়ায় ধরেছি।তারপর তোমার মত আমারো অবহেলা আর অপমানের অসহ্য যন্ত্রণায়  বুক ফেটে হুহু করে কান্না এসেছে। রাগে,ক্ষোভে অভিমানে তখনই পৃথিবী ছাড়ব বলে পণ করেছিলাম। কিন্তু ছুরির ডগায় নিজের মৃত্যু দেখার সাহসটা আর জুটাতে পারিনি।
চোখের সামনে বাবা-মায়ের অশ্রু ভেজা চোখ,দাদা-দাদীর অকৃত্রিম ভালবাসার হাজারো স্মৃতি, প্রিয় ঘর,প্রিয় বাঁশের বাঁশিটি বারবার ভেসে উঠেছে। জীবন আর মৃত্যুর টানা পোড়নে শেষ অবধি জীবনটাকে আর হারাতে পারিনি।
বুকে জমা অবহেলা আর অপমানের রাগ, ক্ষোভ, অভিমান শেষ পর্যন্ত নতুন এক আমিকে জন্ম দিয়েছে সেদিন। যার বুকে লালিত হচ্ছে প্রতিশোধের সুপ্ত আগ্নেয়গিরি । হয়ত একদিন আমারো সময় হবে যেদিন আমি সেই অবহেলা,অপবাদ আর অপমানের দাঁত ভাঙা জবাব দেব।
সাবিরা,
আমি আমার কষ্টকে বদলে ফেলেছি সাবিরা। তবে তুমি কেন পারলে না? কেন তুমি নিজে হেরে জিতিয়ে দিলে ভালবাসার দস্যুদের!!
সাবিরা,
তোমার জন্য কষ্ট হচ্ছে সাবিরা। কষ্ট হচ্ছে এই জন্যে যে,আমি তোমার সঙ্গী হতে পারলাম না। হয়ত সেদিন আমি হারিয়ে গেলে আজ তুমিই আমার সঙ্গী হতে! কিন্তু তা আর হলো না, সাবিরা।তা আর হয়না।
সাবিরা,
তোমার জন্য আমার কষ্ট হয়।কষ্ট হয় এ জন্যে যে,যাদের কারনে তুমি পৃথিবী ছাড়লে তারা এখনো ঘুরে বেড়ায় লোমশ বুক ফুলিয়ে। তাদের কাছে তুমি ...
থাক আর কিছু বলব না।
ভাল থেক সাবিরা।নরকে আছো নাকি স্বর্গে আছো সেটা জানিয়ে পত্র দিও।ওহ ! তা তো আর হয় না।হবে না। হওয়ার কথাও না। 
ভাল থাক সাবিরা। ভাল থাক তোমার মত আর সব সাবিরারা । ভাল থাক মৃত্যুঞ্জয়ীরা।

ইতি
মৃত্যুঞ্জয়_নীলকান্ত
Writer information NILKANTO