আই মিস ইউ পত্র-১৬
প্রিয়তমা,
আজ বড্ড অভিমান করে তুমি বললে,
"তুমি আমাকে অনেকদিন চিঠি লিখো না ,আজকে একটা চিঠি লিখো তো ! কতদিন তোমার চিঠি পড়ি না !"
তোমার কথা শুনে হাসব না কাদবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না । হাসতে ইচ্ছে করছিল এই জন্যে যে,তোমার কথা যখন মোবাইলের স্পীকার থেকে কানে পৌছলো ,নিশ্চয়ই তখন তোমার অভিমানী মুখের অভিব্যক্তিতে ছোট্ট বাচ্চাদের মত সেই সহজ সরল ছেলেমানুষি খেলা করছিল !
আর কাদতে ইচ্ছে করছিলো এই ভেবে যে, আজ আমি তোমার পাশে নেই।দূর দুরান্তর থেকে শুধু দূরালপনির কী-প্যাডে মেসেঞ্জারের পাতায় কিংবা শব্দ তরঙ্গে বন্দী হয়ে আছে তোমার আমার ভালবাসা! যেখানে অনুভূতিগুলো ক্র্যাশ খায় হ্যাশ ট্যাগ কিংবা smiley তেই।
তবুও লিখতে বসেছি।তোমাকে অনেক অনেক কথা বলবো বলে।কিন্তু দেখ, লিখার ভাষা গুলো কোথা যেন দোল খাচ্ছে একলা মনে। কিছুতেই ধরা দেবেনা বলে পণ করেছে খুব দৃঢ় ভাবে! অভিমানী শব্দগুলো বুকের ভেতর বিরহের সুর তুলে বলছে," তোমার স্পর্শ চাই। পাশা-পাশি বসে গল্প শোনাতে চাই।আমি দূরালাপনির কী-প্যাডে বন্দী হতে আর চাই না। আমি চাই, হৃতপিন্ডের স্পন্দন দুটি এক হোক,আর ভালবাসার সুর তুলুক এক সাথে। "
#নীলকান্ত