আমি কি মানুষ নই!
আমি বোধহয় মানুষ নই।
মানুষের রক্তের রং লাল হয়,আমার রক্ত খয়েরী কিংবা বাদামী।
মানুষ হলে
রক্তের প্রতিটি কণায় উত্তাপ থাকত,
আমার রক্ত ঠান্ডা-শীতল।
আমি মানুষ নই,
মানুষ হলে আবেগের জায়গা থাকত,
মান-অভিমানের জায়গা থাকত,
হৃদয় থাকত।
আমার হৃদয় নেই,
মান-অভিমান আর আবেগ থেকে আমি বহুদুর।।
আমি বোধহয় সত্যিই কোন মানুষ নয়।
আমি বোধহয় মানুষ নই।
মানুষের রক্তের রং লাল হয়,আমার রক্ত খয়েরী কিংবা বাদামী।
মানুষ হলে
রক্তের প্রতিটি কণায় উত্তাপ থাকত,
আমার রক্ত ঠান্ডা-শীতল।
আমি মানুষ নই,
মানুষ হলে আবেগের জায়গা থাকত,
মান-অভিমানের জায়গা থাকত,
হৃদয় থাকত।
আমার হৃদয় নেই,
মান-অভিমান আর আবেগ থেকে আমি বহুদুর।।
আমি বোধহয় সত্যিই কোন মানুষ নয়।
নীলকান্ত®