ওসব মিথ্যে কথা,
কুকুর বেড়াল মূতলেই(প্রস্রাব) যে হয়
ব্যাঙের ছাতা!
কুকুর বেড়াল মূতলেই(প্রস্রাব) যে হয়
ব্যাঙের ছাতা!
আরে, ইদানীং ঘরের ভিতর
কোন কুকুরে মূতে দিলো কোন সে ক্ষণে!
ন্যাড়া কুকুর কুকুর হলেও মূতে ঘরের কোণে।
কে রাখে তার খবর!
স্যুট বুট পড়ে থাকা কুকুরগুলো
মূতে ঘরের ভিতর!
কোন কুকুরে মূতে দিলো কোন সে ক্ষণে!
ন্যাড়া কুকুর কুকুর হলেও মূতে ঘরের কোণে।
কে রাখে তার খবর!
স্যুট বুট পড়ে থাকা কুকুরগুলো
মূতে ঘরের ভিতর!
দেশে আবার এদের বড়ই কদর,
ব্যাঙের ছাতা তৈরি করে
পায় জামাই আদর।
মিছিল মিটিং সভা গমগম
ব্যাঙাচিদের হয় সেথায় আগমন,
কুকুর গুলো মূতলেও পড়ে কোথা
ব্যাঙাচিদের লম্ফ চলে সেথা।
ব্যাঙের ছাতা তৈরি করে
পায় জামাই আদর।
মিছিল মিটিং সভা গমগম
ব্যাঙাচিদের হয় সেথায় আগমন,
কুকুর গুলো মূতলেও পড়ে কোথা
ব্যাঙাচিদের লম্ফ চলে সেথা।
ভাই-ভাই কুকুর বেড়াল গুলো
বানায় ছাতা ব্যাঙাচিদের জন্য।
কুকুর বেড়াল প্রশস্তিও গায়,
মূতেও হয় ধন্য।
বাঙাচিরা বাহবা দেয় ব্যাঙের ছাতার জন্য
মাশরুমের পুষ্টি শুনে বোকা আমরা হই ধন্য!
বানায় ছাতা ব্যাঙাচিদের জন্য।
কুকুর বেড়াল প্রশস্তিও গায়,
মূতেও হয় ধন্য।
বাঙাচিরা বাহবা দেয় ব্যাঙের ছাতার জন্য
মাশরুমের পুষ্টি শুনে বোকা আমরা হই ধন্য!
ওরে,আমরা যে সব ভূদাই জনগণ
মার খাবো,কর দেব, লাথি গুতা সব খাবো
তবুও বাড়াবো ভূরির ওজন।।
মার খাবো,কর দেব, লাথি গুতা সব খাবো
তবুও বাড়াবো ভূরির ওজন।।
#নীলকান্ত