প্রিয়তমা,
বুকের মধ্যে চিনচিন করছে।একটা অস্ফুট হাহাকার বুকের ভেতরটা ফালাফালা করে দিচ্ছে অবিরত। এ ব্যাথাটা যে কেমন ব্যাথা জানো তুমি?
জানো হয়ত কিন্তু বুঝ না। বুঝলেও অনুভব করতে পারবে না তুমি। এটা কষ্টের এমন এক মাঝামাঝি অবস্থা যেখানে অনুভূতি গুলো ভোঁতা হয়ে যায়,হৃৎপিন্ডের উঠানামা শিথিল হতে শিথিলতর হয়, কষ্টগুলো অশ্রু হয়ে বেড়িয়ে আসতে চায় কিন্তু পারেনা।
স্মৃতিগুলোর আর্তনাদে কেঁপে কেঁপে উঠে হারানোর ভয়ে ভীত স্বপ্নগুলো।তারপর ধীরে ধীরে চোখটা ছলছল করে উঠে কিন্তু লোনা জল লোক লজ্জার ভয়ে লুকিয়ে থাকে চক্ষু গহবরে।
প্রিয়তমা,
এ ব্যাথা যে কেমন ব্যাথা তা বুঝানো যায়না।বুকের পাঁজর দুপাশ থেকে চেপে ধরে হৃৎপিন্ডটাকে। ঘাড়ের রগ টেসে আসে,স্মৃতির পিছুটানে মস্তিস্কের নিউরন ছিড়ে যেতে চায়,যায় না।ভাবি, হয়ত ছিড়ে গেলেই ভাল হত।
মুছে যেত সব।ভুলে যেতাম সেই সব একশত বিশ শতাব্দীর স্মৃতিগুলো! আমাকে দেখানো তোমার সেই স্বপ্নগুলো।
জানো হয়ত কিন্তু বুঝ না। বুঝলেও অনুভব করতে পারবে না তুমি। এটা কষ্টের এমন এক মাঝামাঝি অবস্থা যেখানে অনুভূতি গুলো ভোঁতা হয়ে যায়,হৃৎপিন্ডের উঠানামা শিথিল হতে শিথিলতর হয়, কষ্টগুলো অশ্রু হয়ে বেড়িয়ে আসতে চায় কিন্তু পারেনা।
স্মৃতিগুলোর আর্তনাদে কেঁপে কেঁপে উঠে হারানোর ভয়ে ভীত স্বপ্নগুলো।তারপর ধীরে ধীরে চোখটা ছলছল করে উঠে কিন্তু লোনা জল লোক লজ্জার ভয়ে লুকিয়ে থাকে চক্ষু গহবরে।
প্রিয়তমা,
এ ব্যাথা যে কেমন ব্যাথা তা বুঝানো যায়না।বুকের পাঁজর দুপাশ থেকে চেপে ধরে হৃৎপিন্ডটাকে। ঘাড়ের রগ টেসে আসে,স্মৃতির পিছুটানে মস্তিস্কের নিউরন ছিড়ে যেতে চায়,যায় না।ভাবি, হয়ত ছিড়ে গেলেই ভাল হত।
মুছে যেত সব।ভুলে যেতাম সেই সব একশত বিশ শতাব্দীর স্মৃতিগুলো! আমাকে দেখানো তোমার সেই স্বপ্নগুলো।
প্রিয়তমা,
তুমি চলে গিয়ে সুখী হতে চাও।হও তুমি সুখী হও।কিন্তু শতাব্দীর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে যেও প্লিজ। আমি এ স্মৃতির ভার সইতে পারছিনা।
তুমি চলে গিয়ে সুখী হতে চাও।হও তুমি সুখী হও।কিন্তু শতাব্দীর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে যেও প্লিজ। আমি এ স্মৃতির ভার সইতে পারছিনা।
ভাল থেক প্রিয়তমা। দরজা খুলে রেখেছি।পারলে চুপিসারে চলে এসো কাছাকাছি। স্মৃতিগুলো নিয়ে যেও অথবা স্মৃতিগুলো বেঁধে রেখ তোমার আমার রাগ-অভিমানের, সুখ-দুঃখের সোনালি ফ্রেমে।
#নীলকান্ত