প্রিয় দেবী,অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখনো পাওনি তুমি অথবা স্ক্রোল করে সরিয়ে দিয়েছ কোন কিছু না দেখেই।আজ আবারো লিখছি তোমায়। যখন তুমি আমি দূর বহুদূর। যখন একটা দেয়ালের এপাশে আমি আর ও পাশে তুমি। দেবী, দেয়াল ভেদ করে আমার ভালবাসার আর্তচিৎকার কি তোমার হৃদয় মন্দিরে পৌছোবে??যে পূজোর ডালা সাজিয়েছিলাম তাজা রক্ত গোলাপে সে ফুল কি তোমার হৃদয় রাঙাবে?জানিনা।দেবী,আজ আমার অর্ঘ্য অতি সামান্য পাপী পূজারীর। যার দেবীকে চাওয়ার স্পর্ধা হয়ত হবেনা কিংবা দেবীর ভালবাসার...
বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
- ৮:০৪:০০ PM
চোখ বন্ধ করলেই স্মৃতিরা সবএসে জমে চোখের পাতায়।অতি অল্প সময়ের এই যাত্রায় ইতি টানবার এসেছে সময়।সেই দুরন্ত ছেলেবেলা,বাবার বকুনি,মায়ের শাসনদাদা দাদীর স্নেহ ভালবাসা।কিংবা সেই এলোমেলো ছুটেচলা।হাই স্কুলের প্রিয় বারান্দা, সবুজ মাঠেবন্ধুদের আড্ডা,প্রিয় ক্যাম্পাসেকলেজের ক্লাসরুম, পাশাপাশি বসে থাকাপ্রিয় কিছু মুখ, বারবার ভেসে উঠেকেন তবে স্মৃতিপটে,অজান্তে নিরালায়!!অতি অল্প এ সময়ের যাত্রায় মোহ মায়ার এ পৃথিবীর মনে হয়,ইতি টানবার এসেছে সময়!!পাশাপাশি বসে কত বুনেছি স্বপ্নকত পৃথিবী গড়েছি একসাথে!আচমকা প্রলয়ে ভেসেছে সব!দেখে, দেবতা করেছে নৃত্য তাতে।দূর...
- ৮:০৩:০০ PM
ইদানীং ফেসবুকে এর ওর মৃত্যুর সংবাদেবিচলিত হয়ে যাই।কি সহজেই না আমরা অতি প্রিয়জনের মৃত্যুর সংবাদ কে ভাগাভাগি করে নেই!যার সাথে বসে সকালে ফেসবুকে স্ট্যাটাস দিলামরাতে তার মৃত্যুর সংবাদে টাইমলাইন ভরে যায়!কি ভয়াবহ সত্যতা! মেনে নিতে হয়।একদিন হয়ত আমার মৃত্যুর সংবাদঅন্য কেউ পড়ে শোনাবে,কিংবা কারো টাইমলাইনে আমার মৃত্যুর সংবাদহবে বিরক্তির কারণ!কি আশ্চর্য এই মৃত্যু!কি ভয়াবহ এই বেদনা!আমার মৃত্যুকে নিয়ে হয়ত কোথায় পড়ে যাবে কলরব,কেউবা স্ক্রোল করে সরিয়ে দেবে জঞ্জাল সেই সব!কারো নজর এড়িয়ে হয়ত সেসব রয়ে যাবে বহুদূর।কিন্তু, সেই আমিই তো ছিলাম একদিন !আনন্দ তামাশায়,স্মৃতিতে...
শনিবার, ৩১ জুলাই, ২০২১
- ৪:২৮:০০ PM
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রচন্ড অসুস্থ হয়েছিলাম। এতটাই অসুস্থ যে, জীবনে প্রথমবারের মত আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো। আমার কপাল ভালো ছিলো কারণ,তখনো বাংলাদেশে কোন করোনা রুগী ধরা পড়েনি। অন্যদিকে চীন, স্পেন কিংবা ইটালিতে তখন করোনার প্রাদুর্ভাব প্রচণ্ড। আর তখন একটা ধারণা ব্যাপকভাবে প্রচলিত ছিলো যে, শুধুমাত্র যারা বিদেশফেরত(বিশেষ করে চীন,ইটালি ফেরত) কারো সংস্পর্শে গিয়েছে তাদেরই করোনা হবে। তা না হলে হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং বলাই যায় যে, আমার করোনা হয়নি বা হবে না। কারণ আমি তখনও কোন বিদেশফেরত আত্মীয়,স্বজন,বন্ধু,বান্ধব বা পরিচিত কারো সংস্পর্শে...
শনিবার, ২২ মে, ২০২১
- ৩:৪২:০০ PM

হঠাৎ তুমি এলেএকটা নিস্তব্ধ শহর চারদিকে ফাকা-মনে হয় আমার দিকে আড়-চোখে তাকিয়ে আছে অপলক! আমাকে কিছু বলতে চায়।বহু বছর জনশূন্য একটি শহর দাড়িয়ে আছে সারিসারি ভাবে, মৃত্যু অমৃত্যুর মাঝামাঝি তে!নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ,নেই কোনো কোলাহল। এখনো কি স্বপ্ন দেখে সাজসজ্জায় রঙিন হতে?আমি হতাশায় চেয়ে থাকি ইট,বালু,সিমেন্ট এর শহরে! ফিরিয়ে আনতে চাই আমি রক্তিম সূর্য কে,আবার ফুটবে হাসি এই ধুলাবালির শহরে।#নুসরাত_জাহান©...
শনিবার, ১০ এপ্রিল, ২০২১
- ১১:১১:০০ PM
অতঃপর তোকে দেখার পরে তৃষ্ণার্ত হৃদয়ের পিপাসা মিটেছে। অজান্তেই জানা অজানার ভেতর হুহু করে ঝড় বাতাস বইতে শুরু করলো। আমি ডানা ভাঙা পাখির মত আছড়ে পড়লাম তোর বুকে। তুই পরম যত্নে আমার মনটাকে পোষ মানিয়ে বন্দী করলি তোর খাঁচায়। #নীলকান্ত...
- ৭:৫৫:০০ PM
জীবনের বসন্ত চলে যায় একা দ্বারে দাঁড়িয়ে, আঁধারে গল্প লেখে, ফেলে আসা স্মৃতিতে। আজ তুমিও একা,আমিও একা শূন্যতার হাহাকার, বেঁচে থাকি অতীতে। তোমার শরীরে সুবাস, উন্মাদ প্রেম প্রেমার্ত চাহনী, টোলপড়া গাল, কতবার তার যে নেশায় পড়েছি! কতবার হয়েছি মাতাল! আজ শূন্য ঘরে হাহাকার করে মরে, সেইসব দিনরাত্রির সন্ধিক্ষণ। আজ আমিও একা, তুমিও একা, ভুলে ভুলে ভেঙে গেছে দুটি মন। আবারো স্বপ্ন দেখি অসম্ভবের। ছোট্ট সংসার, টোলপড়া গাল মেঘ কালো কেশ মুখের উপর, লোমশ বুকে স্পর্শ তোমার। স্মৃতির জ্বালায় জ্বলছি ভীষণ অতীত থেকে বর্তমানে, হয়ত আজ সব ভুলেছ তুমি । তবু তুমিও...
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
- ১:৪০:০০ AM
মনি,কত কাল পর! কথা হলো আমাদের!অপরিচিত কন্ঠ, অগোছালো শব্দের সমাহার! স্মৃতির এলবামে যে জমেছিল ধূলাহাতড়ে সারাবেলা, তোমার আঁচল;চোখের জলে যদিও ভেজেনি কাজল,ভেবে হয়েছি সারা, আমি কার!অগোছালো সেসব শব্দের সমাহার।। ছিল জমা কত কথা,মেলেনি হিসেবের খাতা,হাসিরআড়ালে লুকায়ে চোখের জলযোগ বিয়োগের শূন্য ফলাফল।তোমারও কি হৃদয় পুড়ে?চুপিসারেযতটা পুড়েছে আমার!একেকটা দীর্ঘশ্বাসে টর্নেডো হয়?ধেয়ে আসে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়?কথা হলে আমাদেরএত কাল পর!আহ! কতকাল পর!#নীলকান্ত©...
বুধবার, ৭ এপ্রিল, ২০২১
- ৭:৩৬:০০ AM

ভালবাসায় ভরা ছিল আমাদের সংসার,ভুলে ভাঙে স্বপ্ন,রয় শুধু হাহাকার।ভুল কি ছিল শুধুই আমার! নাকি অল্প কিছু ছিলো তোমারো,পরোয়া কখনো করনি যার।দূরে যেতে যেতে এত দূরে আজব্যবধান জমিন আসমান।বুকের পাজর ভাঙে ক্ষণে ক্ষণেভাবি এ কেমন অভিমান!নিজেও বাঁচনি,বাঁচাতে পারোনিভেঙে হই খানখান।আপনারে লুকায়ে আপনি কাঁদিফিরে পাওয়ার ছিল কত অভিলাস,দূর থেকে দূর মাহাশূন্যতা আজশূন্যতায় বসবাস।তোমারে দেখতে চাতক এ মনফেলিছে দীর্ঘশ্বাস।আমি তো লুকায়ে নিজের ভেতরেবিরহ করছি চাষ।।#নীলকান্ত...