ভালবাসায় ভরা ছিল আমাদের সংসার,
ভুলে ভাঙে স্বপ্ন,রয় শুধু হাহাকার।
ভুল কি ছিল শুধুই আমার!
নাকি অল্প কিছু ছিলো তোমারো,
পরোয়া কখনো করনি যার।
দূরে যেতে যেতে এত দূরে আজ
ব্যবধান জমিন আসমান।
বুকের পাজর ভাঙে ক্ষণে ক্ষণে
ভাবি এ কেমন অভিমান!
নিজেও বাঁচনি,বাঁচাতে পারোনি
ভেঙে হই খানখান।
আপনারে লুকায়ে আপনি কাঁদি
ফিরে পাওয়ার ছিল কত অভিলাস,
দূর থেকে দূর মাহাশূন্যতা আজ
শূন্যতায় বসবাস।
তোমারে দেখতে চাতক এ মন
ফেলিছে দীর্ঘশ্বাস।
আমি তো লুকায়ে নিজের ভেতরে
বিরহ করছি চাষ।।
#নীলকান্ত