মনি,
কত কাল পর! কথা হলো আমাদের!
অপরিচিত কন্ঠ, অগোছালো শব্দের সমাহার!
স্মৃতির এলবামে যে জমেছিল ধূলা
হাতড়ে সারাবেলা, তোমার আঁচল;
চোখের জলে যদিও ভেজেনি কাজল,
ভেবে হয়েছি সারা, আমি কার!
অগোছালো সেসব শব্দের সমাহার।।
ছিল জমা কত কথা,
মেলেনি হিসেবের খাতা,হাসির
আড়ালে লুকায়ে চোখের জল
যোগ বিয়োগের শূন্য ফলাফল।
তোমারও কি হৃদয় পুড়ে?চুপিসারে
যতটা পুড়েছে আমার!
একেকটা দীর্ঘশ্বাসে টর্নেডো হয়?
ধেয়ে আসে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়?
কথা হলে আমাদের
এত কাল পর!
আহ! কতকাল পর!
#নীলকান্ত©