হঠাৎ তুমি এলে
একটা নিস্তব্ধ শহর চারদিকে ফাকা-
মনে হয় আমার দিকে আড়-চোখে তাকিয়ে আছে অপলক!
আমাকে কিছু বলতে চায়।
বহু বছর জনশূন্য একটি শহর দাড়িয়ে আছে সারিসারি ভাবে, মৃত্যু অমৃত্যুর মাঝামাঝি তে!
নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ,নেই কোনো কোলাহল।
এখনো কি স্বপ্ন দেখে সাজসজ্জায় রঙিন হতে?
আমি হতাশায় চেয়ে থাকি ইট,বালু,সিমেন্ট এর শহরে!
ফিরিয়ে আনতে চাই আমি রক্তিম সূর্য কে,
আবার ফুটবে হাসি এই ধুলাবালির শহরে।
#নুসরাত_জাহান©