ইদানীং ফেসবুকে এর ওর মৃত্যুর সংবাদে
বিচলিত হয়ে যাই।
কি সহজেই না আমরা অতি প্রিয়জনের মৃত্যুর সংবাদ কে ভাগাভাগি করে নেই!
যার সাথে বসে সকালে ফেসবুকে স্ট্যাটাস দিলাম
রাতে তার মৃত্যুর সংবাদে টাইমলাইন ভরে যায়!
কি ভয়াবহ সত্যতা!
মেনে নিতে হয়।
একদিন হয়ত আমার মৃত্যুর সংবাদ
অন্য কেউ পড়ে শোনাবে,
কিংবা কারো টাইমলাইনে আমার মৃত্যুর সংবাদ
হবে বিরক্তির কারণ!
কি আশ্চর্য এই মৃত্যু!
কি ভয়াবহ এই বেদনা!
আমার মৃত্যুকে নিয়ে হয়ত কোথায় পড়ে যাবে কলরব,
কেউবা স্ক্রোল করে সরিয়ে দেবে জঞ্জাল সেই সব!
কারো নজর এড়িয়ে হয়ত সেসব রয়ে যাবে বহুদূর।
কিন্তু, সেই আমিই তো ছিলাম একদিন !
আনন্দ তামাশায়,
স্মৃতিতে কি রবে সেই সব?
তারপর বহু দিন পর, হঠাৎ কারো নজর পড়তেই
হয়ত অজান্তে ঝড়বে লোনাজল!
কি আশ্চর্য!
সেদিন আমার দেহ মিশে গেছে মাটিতে।
দু'চোখের দেখা হবে না আর কখনো কোন ক্ষণে,
পড়বে না মনে আর কোন বিরহী রাতে।
টাইমলাইনে ছড়াবেনা আর, হাজারো রঙিন ছবি!
ভাসবেনা ঈর্ষায় জ্বলে পোড়া
সেই সব লাভ রিয়্যাক্ট,
কমেন্টের ফুলঝুরি।
শুধু কোন এক শ্রাবনের বিকেলে বৃষ্টির ফোঁটায়
ফিরে আসবে আমার স্মৃতি তোমার ক্যানভাসে।
হঠাৎ হয়ত চমকে উঠবে আমার অশরীরী স্পর্শে।