চোখ বন্ধ করলেই স্মৃতিরা সব
এসে জমে চোখের পাতায়।
অতি অল্প সময়ের এই যাত্রায়
ইতি টানবার এসেছে সময়।
সেই দুরন্ত ছেলেবেলা,
বাবার বকুনি,মায়ের শাসন
দাদা দাদীর স্নেহ ভালবাসা।
কিংবা সেই এলোমেলো ছুটেচলা।
হাই স্কুলের প্রিয় বারান্দা, সবুজ মাঠে
বন্ধুদের আড্ডা,প্রিয় ক্যাম্পাসে
কলেজের ক্লাসরুম, পাশাপাশি বসে থাকা
প্রিয় কিছু মুখ, বারবার ভেসে উঠে
কেন তবে স্মৃতিপটে,
অজান্তে নিরালায়!!
অতি অল্প এ সময়ের যাত্রায়
মোহ মায়ার এ পৃথিবীর
মনে হয়,
ইতি টানবার এসেছে সময়!!
পাশাপাশি বসে কত বুনেছি স্বপ্ন
কত পৃথিবী গড়েছি একসাথে!
আচমকা প্রলয়ে ভেসেছে সব!
দেখে, দেবতা করেছে নৃত্য তাতে।
দূর হতে দূর, বহু দূর দূরে
সাজানো পৃথিবী নিমিষে হয়েছে শেষ
খঞ্জরবিদ্ধ হৃদয়, ভেঙে চুরে।
সেই হতে এত বছর পরে,
অতি অল্প এ সময়ের যাত্রায়
ফেলে আসা দিনগুলি কেন
আবারো অশ্রু ঝড়ায়!!!
#নীলকান্ত©♥