আত্মাভিমান
বড্ড কষ্ট হয় যখন, বর্তমান আমি কোন অতীতের উপর রিপ্লেসড।আর অতি অল্প মাত্রার কম্পনেও যখন অতীতের টেকটেনিক প্লেট স্থান লাভ করে বর্তমানের উপরে। কিংবা, ট্র্যাশক্যানে ফেলে দেয়া অতীতকে খুঁজে খুঁজে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয় ঝকঝকে বর্তমানে! সত্যি কষ্টকর!
যে পরিস্কার আকাশে শুভ্র স্বপ্নের ভেলা ভেসে চলে মৃদু হাওয়ায়, ঠিক সেই আকাশে কালো মেঘের ঘনঘটা তুমুল বারি বর্ষায়। যে উতপ্ত সূর্য, কাকফাটা রোদ্রুর সহ পশ্চিমা দিগন্তে অস্ত যায়,পূর্ণিমার রুপালি জোসনায় স্বপ্নের জাল বুনতে, সেই রুপোলি জোসনা ঢেকে যায় অমবস্যার ঘুটঘুটে অন্ধকারে।
আর এভাবেই সব শেষ হয়ে যায়।সব কিছু।একটা স্বপ্ন,একটা ঘর,একটা হৃদয় কিংবা একটা জীবন।।
রাতের আঁধারে যেন হৃদয়ে আঁধার না নামে!
রাতের আঁধার কাটলে দিনের আলো ফুটে উঠে ঠিকই কিন্তু হৃদয়ে যদি আঁধার নামে তারপর আর কোন আলোই সেই আঁধার দূর করতে পারে না।