ধূর্ত শিয়ালের দিনের আলোতে কোন ঠাই নাই,
রাতের আধারেই তার যত হুক্কা-হুয়া!
যখন বাতি নিভে যায়,
অঘোর ঘুমে স্বপ্ন দেখি তুমি,আমি আমরা।
রাতের নিস্তব্ধতা তখন থর থর করে কেঁপে উঠে,
ঘুম পাড়ানি মা তার শিশুকে ঘুম পাড়ায়,
শিয়ালের ভয় দেখিয়ে ;
"আমার সোনা ঘুমায় রে,ময়না ঘুমায়,লক্ষী ঘুমায়। "
"ওই যে, আইলো, আইলো -
শিয়াল আইলো।
ও শিয়াল,ধর! "
কিন্তু আর কতদিন,
এভাবে রাতের আধারে লুকিয়ে থাকা?
শিয়ালের ভয়ে রাতের আঁধারে চুপসে থাকা,
আর কতকাল?
রাতের আধারেই তার যত হুক্কা-হুয়া!
যখন বাতি নিভে যায়,
অঘোর ঘুমে স্বপ্ন দেখি তুমি,আমি আমরা।
রাতের নিস্তব্ধতা তখন থর থর করে কেঁপে উঠে,
ঘুম পাড়ানি মা তার শিশুকে ঘুম পাড়ায়,
শিয়ালের ভয় দেখিয়ে ;
"আমার সোনা ঘুমায় রে,ময়না ঘুমায়,লক্ষী ঘুমায়। "
"ওই যে, আইলো, আইলো -
শিয়াল আইলো।
ও শিয়াল,ধর! "
কিন্তু আর কতদিন,
এভাবে রাতের আধারে লুকিয়ে থাকা?
শিয়ালের ভয়ে রাতের আঁধারে চুপসে থাকা,
আর কতকাল?
আমি সেদিনের কথা ভাবতে চাই না,
যেদিন প্রতিবাদের তীক্ষ্ণ শব্দগুলো লিখা রবে
জাদুঘরের সফেদ দেয়ালে,
কাঁচ ঘেরা বাক্সের আড়ালে!
আমি প্রবাহিত রক্তের প্রতিটি কণিকায়-
তেজোদৃপ্ত প্রতিবাদ চাই।
প্রতিটি ধমনী টানটান করা হুংকার,আর-
কোষে কোষে সত্যের অগ্নিস্ফুলিঙ্গ।
আমি চাই,
এবার রাতের আধার ফুঁড়ে
প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পরুক আকাশে।
দিনের আলো ফুটে উঠুক
ঘুটঘুটে অমবস্যার রাতের আধারে!
আমি চাই,
ছয়মাসের বাচ্চা শিশুর কান্নার আওয়াজ
সাইরেনের মত প্রকম্পিত করুক,
রাতের নিস্তব্ধতা।
প্রতিটি ঘরে জ্বেলে উঠুক,
সত্যের;প্রতিবাদের ;নিয়ন বাতি,
জেগে উঠি আমি,তুমি -আমরা।।
যেদিন প্রতিবাদের তীক্ষ্ণ শব্দগুলো লিখা রবে
জাদুঘরের সফেদ দেয়ালে,
কাঁচ ঘেরা বাক্সের আড়ালে!
আমি প্রবাহিত রক্তের প্রতিটি কণিকায়-
তেজোদৃপ্ত প্রতিবাদ চাই।
প্রতিটি ধমনী টানটান করা হুংকার,আর-
কোষে কোষে সত্যের অগ্নিস্ফুলিঙ্গ।
আমি চাই,
এবার রাতের আধার ফুঁড়ে
প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পরুক আকাশে।
দিনের আলো ফুটে উঠুক
ঘুটঘুটে অমবস্যার রাতের আধারে!
আমি চাই,
ছয়মাসের বাচ্চা শিশুর কান্নার আওয়াজ
সাইরেনের মত প্রকম্পিত করুক,
রাতের নিস্তব্ধতা।
প্রতিটি ঘরে জ্বেলে উঠুক,
সত্যের;প্রতিবাদের ;নিয়ন বাতি,
জেগে উঠি আমি,তুমি -আমরা।।
#নীলকান্ত
১০/০৫/২০১৫
04 hundreds :14 hours
১০/০৫/২০১৫
04 hundreds :14 hours