ধ্রুব নাকি ধ্রুবক!
------------------------
কবিতার অন্ত্যমিলে খুঁজে চলি অবিরাম
ছন্নছাড়া জীবন, মেঘ কালোকেশী
রমণীর টোল পড়া গাল, জোড়া ভ্রু,
পশমি বলের মত বুক, কাব্যিক হাসি।
পার্কের বেঞ্চে বসে যাকে প্রথম দেখেছিলাম,
চারসহস্র শতাব্দী বছর আগে।
তারপর স্বপ্ন সাজিয়েছিলাম দুজনে একসাথে,
দু'রুমের ফ্লাটে স্বপ্নগুলোর হয়েছিল স্থান।
তারপর একশত বিশ কিংবা তার কিছু বেশী
শতাব্দী কেটেছে উন্মত্ত জৈবিক সাধনায়।
শতাব্দীর সুখ সে তো দিয়েছিল আমায়।
সেই জোড়া ভ্রু,
কালোকেশ, টোল পড়া গাল।
সেই সব ঝড়ের রাত, শীতের কুয়াশা
সকালের মিঠে রোদ, সম্পর্কজাল।
সে তো আমার নয়, আমিই ছিলাম তার,
কিন্তু কি আশ্চর্য! আজ
ভুলেই গেছ কি ছিল তার নাম!! ধ্রুব? নাকি ধ্রুবক!!
#নীলকান্ত©
#nilkantobd