তোর জন্য এবার না হয় ফুচকাওয়ালা হলেম,
সাতমাথাতে দাড়িয়ে রব,নো প্রবলেম!
বাবুর্চিই না হয় হলেম এবার, রসইখানায় খুন্তি হাতে,
ছা-পোষা এক ওয়েটার হব, পাড়ার মোড়ের হোটেলটাতে!
তোর জন্য এবার না হয়, রিক্সাওয়ালাই হলেম,
ঠেলা ঠেলে খাওয়াবো তোকে,নো প্রবলেম!
ছনের ঘরে থাকবো না হয়,খাবো মোটা চাল,
মাছ-মাংস নাই বা হলো, খেলাম দেশি ডাল!
অনাহারেও রাত্রি আমার, হবেই না হয় ভোর,
টোলপড়া ওই গাল খানিতে থাকলে হাসি তোর!
(সংক্ষিপ্ত)
#নীলকান্ত© ৮:৫৪ পিএম
প্রকাশঃ ১০ মার্চ ২০১৫ ইং