...দুজনে মত্ত ছিলাম উন্মাদনায়,
অতঃপর হয়েছিল মিনারের গায়ে
শুভ্র বর্ষণ রক্তজবায়।
ধীরে ধীরে নুইয়ে পড়া মিনার
আর রক্তজবার ভেজা পাপড়ি নিয়ে
দুজনে ছিলাম গভীর আলিঙ্গনে।
কত নরমল হয়ে গেছে বিষয়গুলো তাই না!!!
আর কখনোই এসব দাগ কাটে না!
কত দ্রুত বদলে গেছে সব।
তুমিও আছো, আমিও আছি
শুধু নেই, সেইসব কলরব।।
"তখন দুজনের পাগলামি টা বেশি ছিল
আর এখন দুজনেই বুড়ো হয়ে গেছি।"
হা হা হা। অনেক টা তাই।
অনেক বুড়ো হয়েছি।বুড়ো মন নিয়ে।
ভালবাসার দীনতায়।
রক্তজবার পাপড়ি গুলো তে হয়ত ভাজ পড়েনি এখনো,
তবুও মিনার নেই রক্তজবার চাওয়া পাওয়ায়।
শুভ্র ফুলেরবর্ষণ হয়না, আর কোন বর্ষায়।
#নীলকান্ত©