:::: MENU ::::
  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  1. 1
  2. 2
  3. 3

রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

  • ৯:৩১:০০ PM
জানি আমায় ছেড়ে তোমার হাতেএখন অন্য কারো হাত,তোমার বুকে অন্য কেউআমার একলা কাটে রাত।। ফেলে আসা সেসব পৌষের শীত  কুয়াশায় ঘেরা দিন,বুকের মাঝে উষ্ণতা খুঁজে ফেরা কতশত স্বপ্নে ছিল যে রঙিন।।ডিম লাইটের সবুজ আলোয় সংসারের মানে খোঁজা,ফেলে গেছো দূরে তবু আজোসেই স্মৃতিগুলো আছে তাজা।আমাদের সেই সব দিন রাত।।জানি আমায় ছেড়ে তোমার হাতেএখন অন্য কারো হাত,তোমার বুকে অন্য কেউআমার একলা কাটে রাত।।আকাশের চাঁদ,র‍্যুপালি জোসনাজোনাকিদের সাজঘর। গোধূলির রঙে লেখা হত কতগল্প অতঃপর।সবই ঠিক ছিল, তবু তুমি ছিলেনা,না, তোমার মাঝেতে আমি।অতিথি পাখির মত...

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

  • ১২:২৯:০০ AM
এভাবেই অপেক্ষায় কেটে যাবে সময়তুমি ঘুমের রাজত্বে আর আমি অন্ধকারের পাহারায়।অথবা ঘুমোবে বলে এক প্রান্তে সংযোগ বিচ্ছিন্ন, তো অন্য প্রান্তে নতুন সংযোগ,কারো বুকে হাহাকার তো,কেউ কুড়োবে ভালবাসা।এভাবেই ত শেষবার, সব শেষ হয়েছিলো আমাদের!তুমি ঘুমের রাজ্যে স্বপ্নেবিভর,আমি স্বপ্নহারা,ঘুমছাড়া।।(মিসড কল)-"সন্দেহ দূর হলো?"কবিতা লিখছি।কোন এক অন্ধ বিশ্বাস এর ফসল ছিলো অবিশ্বাসের ক্ষড়্গ বাণ,আমার ছিল বিশ্বাস আর তোমার ছিল অন্য টান।কবিতা লিখতেছি। এগুলোকে সিরিয়াসলি নিও না।কেমন?😊-"না না,সিরিয়াসলি নিব কেন? আমি তো জানি আপনি এসব কেন লিখছেন?"মিসড কল তো, তোমায় মিস করছি তাই দিয়েছি।সন্দেহ...

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

  • ১১:৩৬:০০ PM
তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।তোর ঠোঁটে একে দিতে চাই চুম্বনের রেখা,অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।  তোকে ভালবেসে, তোর চোখে খুঁজে নিতে চাইবেহেশতের অমৃতরস, দুধেল নদী, কাউসারের রাহীক্ব।তোকে ভালবেসে তোর বুকে খুঁজে নেব,বেহেশতের মিশক আম্বরের ঘ্রাণ।। তোকে ভালবাসার পর, আরেকটা ইলিয়ড-ওডিসি লিখতে চাই,আরেকটা ট্রয় ধ্বংস হলে হোক,হেলেনের বুকে মেখে থাক রক্তের গন্ধ-আমাকে আর তোকে নিয়ে লেগে যাক তীব্র দ্বন্দ্বদেবদেবী তে।আমি তখন,তুই নামের আফ্রিদিতীর প্রেমে বুদ হবো,যুদ্ধ ঘোষনা করব দেবালয়ে।তোকে নতুন করে ভালবাসার...
  • ১১:৫৯:০০ AM
তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।তোর ঠোঁটে একে দিতে চাই চুম্বনের রেখা,অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।  তোকে ভালবেসে, তোর চোখে খুঁজে নিতে চাইবেহেশতের অমৃতরস, দুধেল নদী, কাউসারের রাহীক্ব।তোকে ভালবেসে তোর বুকে খুঁজে নেব,বেহেশতের মিশক আম্বরের ঘ্রাণ।। .......(সংক্ষিপ্ত) - নীলকান্ত০২:০০:০০০৯/১০/২০ইং...

সোমবার, ১৩ জুলাই, ২০২০

  • ৯:৩৮:০০ AM
প্রিয়তমা,কতদিন হলো, বল তো!স্বপ্নভাঙা কষ্ট গুলির সুখ হারানোর  আর্তনাদের?কতরাত গেল, ভাবো তো!আঁধার ঘরে চক্ষু দু'টির নিদ হারানোর অশ্রুজলের?দু-চার দিন? বছর,যুগ কিংবা শতাব্দী?হবে হয়ত।জানো,সময়ের মিথ্যে অহংকারে কত দিন রাত হয়?কত রাত তার জোসনা হারায় সূর্য তাপে?জানো হয়ত।!ডানাভাঙা পাখির মত স্বপ্নগুলোর আর্তনাদে দিনের আলো গোধূলির সাথে সাথে রাতের আধারে হারায়।আমি ভাবি,এই তো আজ রাতটা বুঝি আমার। পূব আকাশে সকালের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে ভাবি,আজকের দিনটা বুঝি আমার।কিন্তু হায়! সেই দিন আর আমার থাকে না, সেই রাত আর হয় না আমার।এই সব দিন-রাত্রী...
  • ৯:১৬:০০ AM
হৃদয়ের কথা বলবার ভাষা  হারায়েছি কবে; জানিনা কোন সে ক্ষণ, আপনারে হারায়ে আপনি বিষাদে নিজেরে খুঁজে, গুমরে মরে মন। মন মরে যায়, জীবিত খাঁচা পড়ে থাকে একা; চলে কবিতাদের অনশন, কবিতা! সেও উপহাস করে; মৃত মন নিয়ে, চলে দাফনের আয়োজন।। খাঁচা ছাড়া মন আমার, কবিতায় আশা আর হতাশার দোলাচাল, যাবে স্বর্গে, নাকি রবে মর্তে! ভাবায় শব্দ আর নিশব্দের অন্তরাল। (টু বি কন্টিনিউ.....) #নীলকান্ত© Date of Creation: 17/06/2020 at 23:23:00...

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

  • ২:১২:০০ PM
আমার একলা জাগা রাত আমি একলা আছি ভালো। আমার উদাস উদাস মন, মনের আকাশ ভারী কালো।। তোর হাতে আজ অন্য কারো হাত, আমার একলা কাটে রাত, তোর আকাশে অন্য কোন মেঘ আমার নেই তো কোন রাগ।। আমার বিশ্বাসেরই আলো,  সেসব স্বপ্ন ভেঙে গেলো আমার একলা জাগা রাত আমি এই তো আছি ভালো। আমার উদাস উদাস মন, মনের আকাশ ভারী কালো।।  আমার একলা জাগা রাত আমি একলা আছি ভালো। আমার উদাস উদাস মন, মনের আকাশ ভারী কালো।। তোর হাতে অন্য কারো হাত, আমার একলা কাটে রাত, তোর আকাশে অন্য কোন তারা আমি একলা পথহারা, আমার দুঃখ অভিমান তুই থাকিস তবু ভালো, আমার...
  • ২:১১:০০ PM
তোর বুকের ঊষ্ণতা নিয়ে ঘুমাবো বলে  শতাব্দীর ঘুমকে করেছি বিদায়, খুঁজে খুঁজে ভোর হয়েছে শীতের শত রাত  কাব্যিক ঊষ্ণতায়।  একে একে বেধেছে সুর, হৃদয়ের কোণে একশত বিশ শতাব্দীর  ফেলে আসা প্রেম, আমার অতৃপ্ত স্মৃতিরা ভাঙা মন্দিরায়। বেসুরা তালে  এখনো সুখ খুঁজে ফেরে মন আঁধারের গর্তে  রাত্রি জাগায়। তবু তুই ভাল থাক নিয়ে তোর সুখ আমি ভুলে যাব উড়তে আবার, বন্দী হয়ে নাহয় অন্য খাঁচায়। যেভাবে তুই খুঁজে নিলি অন্য কোন মুখ,  অন্য কারো খোঁচাখোঁচা দাঁড়ির স্পর্শে  শিহরিত তোর বুক। অন্য কারো ঠোটের স্পর্শে আজ  আন্দোলিত...
  • ২:০৭:০০ PM
তোর জন্য এবার না হয় ফুচকাওয়ালা হলেম, সাতমাথাতে দাড়িয়ে রব,নো প্রবলেম! বাবুর্চিই না হয় হলেম এবার, রসইখানায় খুন্তি হাতে, ছা-পোষা এক ওয়েটার হব, পাড়ার মোড়ের হোটেলটাতে!  তোর জন্য এবার না হয়, রিক্সাওয়ালাই হলেম, ঠেলা ঠেলে খাওয়াবো তোকে,নো প্রবলেম! ছনের ঘরে থাকবো না হয়,খাবো মোটা চাল, মাছ-মাংস নাই বা হলো, খেলাম দেশি ডাল! অনাহারেও রাত্রি আমার, হবেই না হয় ভোর, টোলপড়া ওই গাল খানিতে থাকলে হাসি তোর!  (সংক্ষিপ্ত) #নীলকান্ত© ৮:৫৪ পিএম প্রকাশঃ ১০ মার্চ ২০১৫ ইং...
  • ২:০৪:০০ PM
...দুজনে মত্ত ছিলাম উন্মাদনায়,  অতঃপর হয়েছিল মিনারের গায়ে শুভ্র বর্ষণ রক্তজবায়। ধীরে ধীরে নুইয়ে পড়া মিনার আর রক্তজবার ভেজা পাপড়ি নিয়ে দুজনে ছিলাম গভীর আলিঙ্গনে। কত নরমল হয়ে গেছে বিষয়গুলো তাই না!!!  আর কখনোই এসব দাগ কাটে না! কত দ্রুত বদলে গেছে সব। তুমিও আছো, আমিও আছি শুধু নেই, সেইসব কলরব।। "তখন দুজনের পাগলামি টা বেশি ছিল  আর এখন দুজনেই বুড়ো হয়ে গেছি।" হা হা হা। অনেক টা তাই।  অনেক বুড়ো হয়েছি।বুড়ো মন নিয়ে।  ভালবাসার দীনতায়। রক্তজবার পাপড়ি গুলো তে হয়ত ভাজ পড়েনি এখনো, তবুও মিনার নেই রক্তজবার চাওয়া পাওয়ায়। শুভ্র...
  • ২:০৪:০০ PM
ধ্রুব নাকি ধ্রুবক!------------------------কবিতার অন্ত্যমিলে খুঁজে চলি অবিরামছন্নছাড়া জীবন, মেঘ কালোকেশীরমণীর টোল পড়া গাল, জোড়া ভ্রু,পশমি বলের মত বুক, কাব্যিক হাসি।পার্কের বেঞ্চে বসে যাকে প্রথম দেখেছিলাম,চারসহস্র শতাব্দী বছর আগে।তারপর স্বপ্ন সাজিয়েছিলাম দুজনে একসাথে,দু'রুমের ফ্লাটে স্বপ্নগুলোর হয়েছিল স্থান।তারপর একশত বিশ কিংবা তার কিছু বেশীশতাব্দী কেটেছে উন্মত্ত জৈবিক সাধনায়।শতাব্দীর সুখ সে তো দিয়েছিল আমায়।সেই জোড়া ভ্রু,কালোকেশ, টোল পড়া গাল।সেই সব ঝড়ের রাত, শীতের কুয়াশাসকালের মিঠে রোদ, সম্পর্কজাল।সে তো আমার নয়, আমিই ছিলাম তার,কিন্তু কি আশ্চর্য!...
Writer information NILKANTO