হৃদয়ের কথা বলবার ভাষা
হারায়েছি কবে; জানিনা কোন সে ক্ষণ,
আপনারে হারায়ে আপনি বিষাদে
নিজেরে খুঁজে, গুমরে মরে মন।
মন মরে যায়, জীবিত খাঁচা পড়ে থাকে একা;
চলে কবিতাদের অনশন,
কবিতা! সেও উপহাস করে; মৃত মন নিয়ে,
চলে দাফনের আয়োজন।।
খাঁচা ছাড়া মন আমার, কবিতায়
আশা আর হতাশার দোলাচাল,
যাবে স্বর্গে, নাকি রবে মর্তে! ভাবায়
শব্দ আর নিশব্দের অন্তরাল।
(টু বি কন্টিনিউ.....)
#নীলকান্ত©
Date of Creation: 17/06/2020 at 23:23:00