দেখা না হলেই হতো বেশ
নীলকান্ত
দেখা না হলেই হতো বেশ
দক্ষিনা হাওয়ায় কেন তুমি
উরিয়েছিলে কেশ!
দেখা না হলেই হতো বেশ।
গোধূলি বেলা
দিন যবে হবে শেষ,
দিগন্ত হতে হাসি হাসি মুখে এসে
চলে গেলে।
রেখে গেলে সে আবেশ।
দেখা না হলেই হতো বেশ।
অপলক চোখে চেয়ে থেকে তবু
মেটেনি মনের আশা
ও চোখে জেন মায়া ছিল শুধু
ছিল আরও বেশি নেশা।
আর তাইতো হারিয়েছি দিশা।
দিয়ে ভালবাসা, হয়ে গেছে
জীবনের শেষ।
দেখা না হলেই হতো বেশ।।
কপিরাইট© নীলকান্ত সময় 11:33:00 AM
প্রকাশকালঃSunday, March 3, 2013